নিñিদ্র নিরাপত্তা, সচিবালয়ে দর্শনার্থী কম
২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
কারফিউয়ে তিনদিন বন্ধ থাকার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় গতকাল বুধবার খোলা হয়েছে। তবে অন্য যে কোনো কর্মদিবসের চেয়ে উপস্থিতি ছিল কম। প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সচিবালয়ের নিজ নিজ অফিসে প্রবেশের সময় ব্যাপক তল্লাশি করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে টানা ৬ দিন পর সরকারি-বেসরকারি অফিস চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। ব্যাপক তল্লাশি করার কারণে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করা হয়েছে। সচিবালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রবেশ ফটকে পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। তারা ব্যাপক তল্লাশি করছেন। এছাড়া গাড়ি ও দর্শনার্থীদের উপস্থিত কম লক্ষ্য করা গেছে। এদিকে সারাদেশের পরিস্থিতি জানতে জেলায় জেলায় ডিসিদের চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল ও আজ বৃহস্পতিবার সরকারি-বেসরকারি অফিস চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ ৭ ঘণ্টা শিথিল। অন্যান্য জেলার ক্ষেত্রে নিজ নিজ জেলার জেলা প্রশাসকরা (ডিসি) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আবার জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে জানাবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক দিনের সহিংসতায় স্থবির হয়ে পড়ে জনজীবন। বাধ্য হয়ে কারফিউ জারি করে সরকার। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ বহাল থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। বাকি জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। একই সাথে কারফিউ কিছুটা শিথিল হওয়ায় দেশজুড়ে সাধারণ ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত চলবে। গতকাল বুধবার সচিবালয়ে ১২ টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়,স্থানীয় সরকার বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
এ বিষয়ে সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশের ডিসি মমতাজুল আহমেদ মো. হুমায়ন ইনকিলাবকে বলেন, সচিবালয় হচ্ছে কেপিআই ভুক্ত এলাকা। নিরাপত্তার সার্থে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশের সময় ব্যাপক তল্লাশি করা হয়েছে। এনিয়ম আগে থেকে ছিলো তাই করা হয়েছে। এর বাইরে কোনো কর্মকর্তা ও কর্মচারীকে হয়রানী করা হয়নি।
সচিবালয় ঘুরে দেখা গেছে, গতকাল বুধবার সকাল থেকেই কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। অনেক মন্ত্রীও নির্দিষ্ট সময়ের মধ্যেই তার কার্যালয়ে উপস্থিত হন এবং কর্মকর্তাদের কাছে একে ওপরে খোঁজ খবর নেন। আবার অনেক মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম লক্ষ্যকরা গেছে। তবে গত কয়েকদিন ধরে সচিবালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রবেশের ৫টি গেটের মধ্যে দুটি গেইট বন্ধ রাখা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখা গেছে। যারা ব্যাগ নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে চাচ্ছেন, তাদের ব্যাগও তল্লাশি করা হচ্ছে। নারীদের তল্লাশি করার জন্য নারী পুলিশও কাজ করছেন। সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতি দেখা যায়নি। এজন্য এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি দর্শনার্থী অপেক্ষা কক্ষ দর্শনার্থী শূন্য দেখা গেছে। সচিবালয়ের লিফটগুলোর সামনেও ভিড় দেখা যায়নি। তবে সচিবালয়ে গাড়ির সংখ্যা সকালে তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যাও বেড়েছে।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো ইফতেখান হোসেন বলেন, পাঁচ দিন পর অফিস করছি। তারপরও আমাদের কার্যক্রম থেমে থাকেনি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বেতার ও যন্ত্রবিদ মো. রফিকুজামান বলেন, রাস্তাঘাট স্বাভাবিক, সাপ্তাহিক ও সাধারণ ছুটিসহ মোট ৫ দিনের ছুটি শেষে আজকে অফিস করছি। ছাত্র আন্দোলনের নামে যারা দেশের সম্পদের ক্ষতি করেছে এটা আমাদের কাম্য নয়। সচিবালয়ে দায়িত্বরত পুলিশের একজন সদস্য জানান, অনান্য দিনের মতো সকাল থেকেই আমরা তৎপর রয়েছি। সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীরা জানান, আজকে রাস্তায় যান চলাচল করছে। অবশ্য অন্য দিনের তুলনায় কম দেখা গেছে। আমাদের মন্ত্রণালয়ে প্রায় সবাই সঠিক সময়ে উপস্থিত হয়েছেন। নিদিষ্ট সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই অফিসে আসতে পেরেছি। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৫ দিন ছুটি শেষে সকাল থেকেই সচিবালয়ে কর্মীদের আসা শুরু হয়। অনেকেই নির্ধারিত সময়ের আগেই এসে কার্যালয়ে উপস্থিত হন। গত সকাল থেকেই গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলছে। সকালে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। অন্যান্য দিনের মতো ব্যবসায়ীরা সকালে দোকানপাট না খুললেও বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলছেন। তবে রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল। দূরপাল্লার বাসের সংখ্যা একেবারেই কম। অফিস খোলা থাকায় শুধু নগর পরিবহন চলাচল করছে ফলে মানুষ অফিসে যাচ্ছেন। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এজন্য সরকারি-বেসরকারি অফিস আজ বুধবার থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও আজ থেকে খুলেছে। পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ইন্টারনেট চালু করা হয়েছে। সড়ক, মহাসড়কগুলোয় যান চলাচল ইতোমধ্যে শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামে। একপর্যায়ে সরকার গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। প্রথম দিন দুই ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ চলে। পরদিন তিন ঘণ্টা বিরতি দেওয়া হয়। গতকাল ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে চার ঘণ্টা বিরতি দেওয়া হয়। যদিও সারা দেশে জেলাভেদে এই বিরতি কমবেশি হতে পারে। এদিকে ইন্টারনেট সেবা দ্রুত চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, মঙ্গলবার রাত থেক পরীক্ষামূলক চালু করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে ফেসবুক, ইউটিউবসহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি