শেখ হাসিনার বিচারের দাবিতে সারাদেশে বিএনপির বিক্ষোভ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশেই হত্যার শিকার হয়েছে নানান শ্রেণিপেশার মানুষ। বিএনপি বলছে, এই গণহত্যার পেছনে ছিলেন শেখ হাসিনা ও তার দোসররা। তাদের বিচার চেয়ে, সারা দেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে দলটি। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

চট্টগ্রাম ব্যুরো জানায়, পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নগরীর ৪১টি ওয়ার্ডে অবস্থান, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। গতকাল বুধবার নগরীর বহদ্দারহাটে চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে বিগত দেড় যুগ আমরা ভয় এবং আতঙ্কের রাজত্বে ছিলাম। এর বিরুদ্ধে আমরা নিরন্তর সংগ্রাম করেছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এই আন্দোলনে আমরা আমাদের অনেক ভাই বন্ধু ও সহকর্মীকে হারিয়েছি। শেখ হাসিনার পতন হলেও এখনো আওয়ামী লীগের চক্রান্ত থামেনি। তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। খুনি হাসিনা ও তার দোসরদের সাজা নিশ্চিত করতে হবে।

চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. আজম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রমুখ।

এদিকে পশ্চিম মাদারবাড়ি বিএনপির উদ্যোগে এক সমাবেশ কদমতলী মোড়ে অনুষ্ঠিত হয়। এতে দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর ও মন্দিরে হামলা করছে। দেশ নিয়ে চলছে এক গভীর ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র রুখে দিতে সকল সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপির দলীয় নেতাকর্মীদের শক্তভাবে দায়িত্ব নিতে হবে।

নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ছাত্র জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে। সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাহ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন জিয়া, মো. আলী, সাইফুর রহমান শপথ, থানা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক রুবেল প্রমুখ।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বিকেলে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়েছে। এ লড়াইয়ে অসংখ্য ছাত্র-জনতা শহীদী আত্মদান করেছেন। আমরা শহীদদের আত্মদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জনগণের এ সংগ্রামী বিজয়কে আমরা কোনো ভাবেই নস্যাৎ হতে দিতে পারি না। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় গণ অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি মোশারফ হোসে প্রমুখ।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বুধবার রাজশাহী মহানগরীর ভূবমমোহন পার্কে দুইদিনব্যাপি অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু প্রমুখ।

খুলনা ব্যুরো জানায়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যেভাবে পতন হয়েছিলো ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে লেডি হিটলার শেখ হাসিনার সেভাবে পতন হয়েছে। হিটলারের নাৎসি পার্টিকে যেভাবে জার্মানের মানুষ প্রত্যাখান করেছিলো, আওয়ামী লীগকে সেভাবে বাংলার মানুষ প্রত্যাখান করেছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করতে হবে। হাজার হাজার ছাত্র-জনতাকে গণহত্যা, ইলিয়াস আলীসহ হাজার হাজার মানুষকে গুমের অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি কার্যকর করতে হবে। গণহত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং মহানগরী, নগরীর বিভিন্ন থানায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার। হাজার হাজার মানুষের খুনী। গণতন্ত্র ধ্বংসকারী। বিশ্বের ইতিহাসে শেখ হাসিনাই প্রথম নারী স্বৈরাচার। তার পতনটা হয়েছে অত্যন্ত নির্মমভাবে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে যাওয়া জুলাই গণহত্যার অভিযুক্ত খুনি শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। ভারতের সাথে বন্দিবিনিময় শর্তে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আগস্ট মাসে আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি। অনেক ত্যাগ আর হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময় অর্জিত বিজয় নস্যাৎ করতে একটিমহল অপতৎপরতা শুরু করেছে। অপতৎপরতাকারীরা বিভিন্ন জায়গা হামলা, ভাঙচুর ও লুটপাটে ব্যস্ত রয়েছে। ১৭ বছরের বিদায়ী লুটেরা সরকারের অনুসারীরা বিশৃঙ্খলার করছে, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির অবস্থান দৃঢ়। বিএনপি কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয়। যারা সন্ত্রাসী লুটপাট ও দখল করছে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনীকে কঠোর হতে হবে। ১৭ বছরের লুটেরা আওয়ামী লীগ সরকারের লোকজনই লুটপাট করছে। যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে তারা পলাতক হাসিনার প্রেত্বাত্মা।

খুলনা অঞ্চলে কোন সনাতন ধর্মালম্ববীদের বাড়িতে হামলা হয়নি উল্লেখ কওে জয়ন্তকুন্ডু আরো বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের পরিচয়ে কারো বসবাসের অধিকার নেই। যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বুধবার বেলা ১১টা থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপি অবস্থান কর্মসূচি কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বয়ক অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদর থানা, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়া সোনাডাঙ্গা থানা বিএনপি বায়তুন নুর জামে মসজিদের সামনে, খালিশপুর থানা বিএনপি বৈকালী চত্ত্বরে, দৌলতপুর থানা বিএনপি শহীদ মিনার চত্ত্বরে ও খানজাহান আলী থানা বিএনপি ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ডে কর্মসুচি পালন করেন। প্রতিটি থানার অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে একই দাবিতে বৃহস্পতিবার আজ মহানগর ও জেলা বিএনপিসহ সকল থানায় কর্মসূচি পালিত হবে।

কক্সবাজার ব্যুরো জানায়, কক্সবাজার জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, আওয়ামী লীগ গুম, খুন ও সন্ত্রাসসহ এত অপকর্ম করেছে যার কারণে আওয়ামী লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, গত ১৭ বছরে আওয়ামী লীগ গুম খুন ও সন্ত্রাস করেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার। গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয় চত্তরে লুৎফুররহমান কাজল প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা সপ্না, সহ-সভাপতি সাবেক এমপি নুরুল বশর চৌধুরী, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী রাশেদ মোহাম্মদ আলী, আব্দুল মাবুদ ও মোক্তার আহমদসহ যুবদলের ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরা জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়া জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ সকল অংগ সংগঠন পৃথক পৃথক মিছিল বরন করে। বিএনপির মিছিলে জেলা বিএনপি নেতারা, যুবদলের মিছিলে জেলা সভাপতি অ্যাড, ওয়াসিকুর রহমান কল্লোল, সহ সভাপতি আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দহলের মিছিলে তাদের সভাপতি আশরাফুজ্জামান শামীম,সম্পাদক গোলাম জাহিদ, ছাত্রদলের মিছিলে জেলা সভাপতি আব্দুর রহিম, সম্পাদক আবু তাহের সবুজ নেতৃত্ব দেন। জেলার মহম্মদপুরসহ অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আয়োজনে গতকাল বুধবার সকালে সদর হাসপাতাল মোড়ের শহীদ আসিফ চত্ত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিউমার্কেট মোড় হয়ে পূনরায় আসিফ চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় শহীদ আসিফের সম্মানে ছোট ভাই রাকিব ও উপস্থিত জেলা সমন্বয়ক টিমের সদস্যরা তাদের বক্তব্যে চারদফা দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে শেখ হাসিনা, তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যূত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তারা বলেন, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যূত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নুতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে চাকরির সুযোগের সমতা নিশ্চিত করার দাবী জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন, নাজমুল হোসেন রনি, ইমরান হোসেন, সোহায়েল মাহাদিন, মহিনী তাবাসসুম, সয়সাল হোসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সাদ্দাম হোসেন, আনিছুর রহমান, সাহাজদ্দীন, রিফাত হোসেনসহ প্রমুখ। উল্লেখ্য, সাতক্ষীরা প্রেসক্লাবে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সমন্বয়করা। তাঁরা চারদফা দাবিসহ নানাবিধ বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।

নীলফামারী জেলা সংবাদদাতা জানান, নীলফামারী জেলা শহরে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী পৌর মাকেটস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুুদুল আলম দুলাল, শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম প্রমুখ।

বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচী পালন করছে জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে। এসময় জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এমএ সালাম, যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত হোসেন প্রমুখ। বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবী জানান। অবস্থান কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অবস্থান কর্মসূচীতে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং ওই সরকারের দোসরদের বিচারের দাবীতে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচী পালিত হয় ।

এ কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বয়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান প্রমুখ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ। বক্তারা দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানায়। এসময় তারা ভোলায় পুলিশ গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল রহিমের হত্যাকারী ওসি আরমান বিচারের দাবিও জানায়।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল থেকে শহরের পৌর উদ্যানে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতারা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরউদানে এসে সমবেত হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, সহসভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, মাদারীপুরে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মাদারীপুর শহরের পৌর ঈদ মাঠে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান সভাপতিত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মুরাদ, মো. জামিনুর হোসেন মিঠু, মামুনুর রশিদ বাবুল হাওলাদার, বিএনপি নেতা মার্তুজ আলম ঢালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মুন্সী প্রমুখ।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল জেলা বিএনপির আয়োজনে শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, জেলা কমিটির সহ-সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, দফতর সম্পাদক মো. আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু প্রমুখ।

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, দৌলতখান উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি, সাবেক ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম জহির প্রমুখ।

রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা মহিলা দলের সভানেত্রী কুমকুম নজরুল প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জে বিএনপি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন।

তালতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, তালতলীতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। গতকাল শহরের সদর রোডে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিয়া শামীম আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র অন্যতম নেতা ফরহাদ হোসেন আক্কাস মৃধা। মিয়া রিয়াজ উদ্দিন রিয়াজ এর পরিচালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদ্য সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, হুমায়ূন কবির বাদশা, শাহজাহান মাদবার, জাহাংগীর ঘরামী, ইমরান হোসেন ফোরকান, জসিম উদ্দিন মিঠু, হাবিব খলিফা, আ. হক, জহিরুল ইসলাম ও রুহুল আমিন প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদি যুবদল। বুধবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যা ও আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিল করেন। যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক শিবলি সাদিক, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডলসহ জাতীয়তাবাদি যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, শিক্ষার্থী ফাইজ রহমান তনয় প্রমুখ।

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গদলের কর্মসূচির অংশ হিসাবে বুধবার বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গদলের আয়োজনে দলীয় কর্যালয় সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর হারুন আর রশিদ, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। অন্যদিকে গাবতলী পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে থানার তিনমাথার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ছাগল মহালে উপস্থিত দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য একেএম হারুন-অর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মনিরামপুর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে মনিরামপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে পৃথক দুটি স্থানে দু’গ্রুপ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মনিরামপুর দক্ষিণ বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মাদ মুছা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, শামসুজ্জামান শান্ত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, থানা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলতাফ হোসেন, থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
আরও

আরও পড়ুন

নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১

নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১

ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া

ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া

আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা

আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার

চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার

নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩

নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ

পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ

হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান

হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি

সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি

গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি

ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত

ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া

বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া