স্পিকারের দেয়া অবৈধ নিয়োগ বাতিল চায় কর্মকর্তা-কর্মচারী
১৫ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
আওয়ামীলীগ সরকারে আমলে জাতীয় সংসদে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধ চাকরি,যোগ্যতা ছাড়াই উপসচিব ও যুগ্মসচিব পর্যায়ে পদায়ন, ঠিকাদার নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা লোপাট এবং আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তির দাবি এবং কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় সংসদ থেকে নিয়ম বহির্ভূত ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে চাকরিচ্যুত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপির সরকারে আমলে নিয়োগ পাওয়া নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুকে অপসারণের আল্টিমেটাম দিয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। এ সময় ১১ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্সণ করা হয়।
জানা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় সংসদ থেকে নিয়ম বহির্ভূত ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত ওই মানববন্ধনে চাকরিচ্যুত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে কাজী তৌহিদুজ্জামান রাজু বলেন, অনির্বাচিত সংসদের অবৈধ স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। উনি একজন দুর্নীতিবাজ। স্পিকারের আশপাশে যত কর্মকর্তা-কর্মচারী আছে, সকলেই দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত। তাদের লুটপাটের কারণে সংসদ এখন দেউলিয়ায় পরিণত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারিরা বলেন, স্পিকার অবৈধভাবে অসংখ্য নিয়োগ দিয়েছে। অবৈধভাবে ঠিকাদার দিয়ে কোটি কোটি টাকা লোপাট করেছে। তার সঙ্গে অবৈধভাবে আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীরা কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে তারা চাকরি দিয়েছেন। তারা এখন উপসচিব ও যুগ্মসচিব পর্যায়ে চলে গেছেন। তাদের চাকরির কোনো ভিত্তি নেই। অথচ নিময়তান্ত্রিক ভাবে চাকুরি পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা সংসদ সচিবালয় থেকে বিতাড়িত হয়েছেন। তাই এই মুহুর্তে পলাতক স্পিকার ও তার সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের জরুরি ভিত্তিতে অপসারণ করতে হবে। নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে কাজী তৌহিদুজ্জামান রাজু বলেন, গত অনির্বাচিত সংসদের অবৈধ সরকারের অবৈধ স্পিকারের অপসারণের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। উনি একজন দুর্নীতিবাজ, উনার আশপাশে যত কর্মকর্তা-কর্মচারী আছে সবাই দুর্নীতি ও লুটপাট করে সংসদকে শেষ করে দিয়েছে। তাদের লুটপাটের কারণে সংসদ আজ দেউলিয়ায় পরিণত হয়েছে। তিনি বলেন, স্পিকার অবৈধভাবে নিয়োগ দিয়েছে। অবৈধভাবে ঠিকাদার দিয়ে কোটি কোটি টাকা লোপাট করেছে। তার সাথে অবৈধভাবে আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীরা কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে তারা চাকরি দিয়েছেন। তারা এখন উপসচিব ও যুগ্মসচিব পর্যায়ে চলে গেছেন। তাদের চাকরির কোনো ভিত্তি নেই। নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি গুলো হচ্ছে, অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণ, জাতীয় সংসদের সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ, জাতীয় সংসদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, সকল প্রকার চুক্তিভিত্তিক এবং আত্মীকরণ কর্মকর্তাদের চাকরিচ্যুত করা, জাতীয় সংসদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংসদ এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া, বর্ডার এবং এয়ারপোর্ট দিয়ে যেন কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী দেশত্যাগ না করতে পারে তার ব্যবস্থা নেওয়া এবং গ্রেফতার করে যথাযথ শান্তি নিশ্চিত করা, বিগত স্বৈরাচার আমলের সকল নিয়োগ বাতিল করা এবং স্বচ্ছ প্রক্রিয়ায় পুনঃনিয়োগ দেওয়া, বিগত স্বৈরাচারী সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল করা, দুর্নীতি করে উপার্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা, স্বৈরাচারের প্রেতাত্মাদের দুর্নীতির প্রমাণ মুছে ফেলার জন্য যারা তাদের সহযোগিতা করছে তাদের প্রত্যাহার করা, স্বৈরাচারী সরকারের আমলে নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে পদোন্নতি এবং সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়া,স্বৈরাচারের দোসর অবৈধ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রোটোকল প্রত্যাহার করা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন