পৃথক দুই ঘটনায় তিন শিক্ষার্থী ও বিএনপি নেতাসহ পাঁচ খুন
১৫ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
রাজধানীর সায়েদাবাদে তিন শিক্ষার্থী এবং ওয়ারীতে দুই সহোদরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সায়দাবাদে নিহত তিন জনের মধ্যে সাইফ আরাফাত শরীফ (২০) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯) পরিচয় নিশ্চিত হলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স (৩০)। তাদেরকে একটি আবাসিক হোটেলে পিটিয়ে খুন করা হয়। নিহত দুই শিক্ষার্থী শেখ হাসিনার সরকার পতনের পর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছিলো। গণধর্ষণের অভিযোগ এনে দুর্বৃত্তরা তাদের পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও মৃত্যুর আগে তারা স্বজনদের জানিয়েছেন, মিথ্যা অভিযোগ তুলে তাদের পিটানো হয়েছে।
অপরদিকে ওয়ারীতে ফ্লাট নিয়ে দ্বন্দের জের ধরে আল আমিন ভুঁইয়া (৪২) ও নুরুল আমিন ভুঁইয়া (৩৫) নামে আপন দুই ভাইকে কুপিয়ে খুন করা হয়েছে। এদের মধ্যে আল-আমিন ভূঁইয়া ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
উভয় ঘটনাতেই মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তবে হত্যাকান্ড দুটিতে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। সায়েদাবাদে নিহত দুই শিক্ষার্থীর বিষয়ে স্কাউট সদস্য সম্রাট শেখ জানান, ব্যাপক মারধরের শিকার ৩ ছাত্রকে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর অবস্থায় কয়েকজন মিলে যাত্রাবাড়ী থানায় দিয়ে যায়। সেখানে তারা মৃত্যু যন্ত্রনায় ছটফট করছিলো। তখন জানা যায়, সায়দাবাদ এলাকায় কোনো হোটেলে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আস্তে আস্তে তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সাইফ ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত যুবক মারা যায় চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায়।
নিহত ইয়াসিনের মা শিল্পী আক্তার জানান, ইয়াসিন ১৫ দিন ধরে সেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছিলেন। গত মঙ্গলবার সকালে সে যাত্রাবাড়ী ধলপুর বউবাজারের বাসা থেকে বের হন। এরপর বহুবার মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। গতকাল বুধবার ভোর ৪টার দিকেও মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তখনো ইয়াসিন সুস্থ্য স্বাভাবিক আছেন বলে জানান মাকে। এরপর গতকাল সকালে কেউ একজন তার মাকে ফোন করে জানান, তার ছেলের অবস্থা ভালো না, দ্রুত যাত্রাবাড়ী থানায় আসতে। সঙ্গে সঙ্গে তিনি থানায় গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। শিল্পী আক্তার আরো জানান, থানা থেকে গাড়িতে করে হাসপাতালে নেয়ার সময় আমার ছেলে কথা বলতে পারছিলো। বলছিলো, ওদেরকে মিথ্যা অভিযোগে মারধর করা হয়েছে। ওরা কোনো অপরাধ করেনি। এরপর ধিরে ধিরে নিস্তেজ হয়ে যায় ইয়াসিন। ইয়াসিনের বাবার নাম সাখাওয়াত হোসেন। থাকেন ধলপুর বউ বাজার এলাকায়। কুতুবখালি এলাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করেন তিনি।
আর নিহত সাইফের মানিব্যাগে থাকা এনআইডি কার্ড থেকে তার নাম পরিচয় জানা যায়। তার বাবার নাম কবির হোসেন ও মা মরিয়ম। বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কদমিরচর গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী টনি টাওয়ার এলাকায় থাকতেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ওই শিক্ষার্থীরা কেন পিটানো হয়েছে- সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। তদন্ত চলছে। হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিহতদের লাশ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি আবুল হাসান।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, এক নারীকে গণধর্ষনের অভিযোগে ওই শিক্ষার্থীদের পিটিয়ে হত্যা করা হয়। ওই নারীকে সেনা সদস্যদের হেফাজতে দেয়া হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ওয়ারীর হাটখোলা এলাকার ফকির বানু টাওয়ারের পাশের গলিতে আল আমিন ভুঁইয়া ও নুরুল আমিন ভুঁইয়া নামে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। দুপুর দেড়টার দিকে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা ওয়ারীর ২ নং কে এম দাস লেনের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে।
নিহতের বড় ভাই রুহুল আমিন বলেন, আমার ছোট ভাই আল আমিন ওয়ারী থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আরেক ছোট ভাই নুরুল আমিন পাঠাও মোটরবাইক চালক ছিল। দুই ভাইকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করে ওয়ারীর হাটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক জানান, আমার দুই ভাই আর বেঁচে নেই। আল আমিন ভুঁইয়ার স্ত্রী মুনমুন বলেন, দেড় বছর আগে রিপন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলাম আমরা। ফ্ল্যাট রেডি হলেও তা বুঝিয়ে দেয়া হচ্ছিল না। এসব নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে রিপন তার লোকজন নিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ফ্ল্যাট সম্পর্কিত ঝামেলায় এ হত্যাকান্ড ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে স্বজনরা একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন