১৫ আগস্ট ছুটি বাতিলে জাতি কলঙ্কমুক্ত হলো
১৫ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
জনগণের ইচ্ছা ও আকাক্সক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিলকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে কলঙ্কমুক্ত করেছে বলেও মন্তব্য করেছেন এসব দলের নেতারা। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একথা বলা হয়। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করায় ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনে জন আকাক্সক্ষার পূর্ণতা পেল বলে মনে করেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, ১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের প্রথম মৃত্যু হয়েছিল, ২০২৪ সালে তার কন্যা শেখ হাসিনার স্বৈরাচারী একনায়কতান্ত্রিক দুঃশাসনের ফলে দ্বিতীয়বারের মতো শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।
নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন- ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা র সহ সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।
জাগপা: ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ১৫ আগস্ট ছুটি বাতিলের মাধ্যমে আওয়ামী লীগের লুটপাট বন্ধ এবং একই সাথে দেশের অর্থের অপচয় রোধ হয়েছে। তিনি বলেন, দেশবাসী হুশিয়ার থাকবেন ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তবে বাংলার ছাত্র জনতা আবারো আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ লাখো শহীদদের রক্তের বিনিময়ে নির্মিত। তবে এদেশের মানুষ কোন দল বা ব্যক্তির আধিপত্য মানতে বাধ্য নয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলন: ১৫ আগস্টের সরকারি সাধারণ ছুটি বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, একটি শোক দিবস পালনের জন্য রাষ্ট্রীয় ছুটি পালন করে একদিন রাষ্ট্রীয় কার্যক্রম বন্ধ রাখা দেশের অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।
আর বর্তমান পরিস্থিতিতে এই ছুটি বাতিল করা সময়োপযোগী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শোক দিবস পালন করাকে কেন্দ্র করে দেশে ভয়াবহ হট্টগোল ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা ছিল। তাছাড়া শোক দিবস পালন করা ইসলামের দৃষ্টিতেও বৈধ নয়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানান। গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাস্টার আতিকুল ইসলাম ও মাওলানা মাসুদুর রহমান । সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়ার জন্য সরকারকে তিনি মোবারকবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের শত শত ছাত্র জনতাকে যারা খুন করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকান্ড এবং ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদেরকে দ্রুত বিচার ও আলেম-ওলামাদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম গতকাল এক বিবৃতিতে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী খুনি সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করে ইসরাইলি হত্যাযজ্ঞকেও হার মানিয়েছে। খুনি হাসিনাসহ পলাতক মন্ত্রি এমপিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ১৫ আগস্টের ছুটির নামে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী গুন্ডা-পান্ডারা সন্ত্রাস, নিরাজ্য সৃষ্টির চেষ্টা চালাবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। বাংলাদেশ নেনজামে ইসলাম পার্টি : অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরোয়ার কামাল আজিজী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী । তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কোনো আইনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দিতে পারি না। রাষ্ট্রীয় অর্থ-সম্পদ লুটপাট করে করা ফ্যাসিস্ট জালিমের যতগুলো অবৈধ কালাকানুন তৈরি করা হয়েছে তা’ বাতিল করতে হবে। নেতৃদ্বয় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্ট ছুটি বাতিল করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বিশেষত খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের বিভীষিকাময় গণহত্যা দেশবাসী আজও ভুলিনি। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। সীমাহীন অর্থপাচার ও লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আওয়ামী ফ্যাসিবাদীদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের রুখে দিতে হবে। তাদের ১৫ আগস্টের ছুটি চিরতরে করব দিতে হবে। শত শত নিরপরাধ ছাত্র-জনতা হত্যাযজ্ঞের মাধ্যমে খুনি হাসিনা গোটা মানবজাতির দুশমনে পরিণত হয়েছে। এদের দেশে ফিরিয়ে এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানে শ্বৈরাচার সরকারের পতন হলেও তার দোসররা এখনো নানা রকম অপতৎপরতা চালাচ্ছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল বানিয়ে এবং ১৫ আগষ্ট শোকদিবসের কর্মসূচির আড়ালে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এমতাবস্থায় জুলাই হত্যাকাণ্ডের শোকে মুহ্যমান গোটা জাতি ১৫ আগষ্টকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা সহ্য করবে না। ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, নির্বিচারে গুলি বর্ষণ করে গণহত্যা চালানের সাথে জড়িত সকলকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। নেতৃবৃন্দ আরো বলেছেন, দীর্ঘদিন ধরে মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যারা পালিয়েছেন অথবা দেশের ভেতর কোথাও লুকিয়ে আছেন তাদের প্রত্যেকেকেই বিচারের মুখোমুখি করতে হবে। এ ক্ষেত্রে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা যাবে না। ফ্যাসিবাদী খুনি হাসিনার দেশকে অশান্ত করে তুলতে নানামুখী ষড়যন্ত্র করছে। এদের দেশবিরোধী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি শায়েখ জিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এ সব কথা বলেছেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পাটি ঃ বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক, মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম গতকাল এক বিবৃতিতে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকার অভিনন্দন জানিয়ে বলেন, খুনি হাসিনা সরকার বিগত ১৬ বছর যাবত বাংলাদেশে জনগণের উপর এক জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। স্বৈরাচার আওয়ামী লীগের সরকার কখনো দেশের জনগণের পছন্দ অপছন্দ ও মতামতের কোনো তোয়াক্কা করেনি। হাজার হাজার ছাত্র জনতার রক্তচুষা পতিত ফ্যাসিস্ট সরকারের কোনো আইন কানুন রাখা যাবে না বলে তারা দাবি করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ ‹ জয়বাংলা› শ্লোগান ও ‹ বাঙালি শব্দ ব্যবহার নিষিদ্ধ করে ‹বাংলাদেশ জিন্দাবাদ› ও বাংলাদেশি শব্দ ব্যবহারের আইন করার দাবি জানান। আগামী দিনে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ জন্য দেশের সকলকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোনো ব্যক্তি মারা গেলে তার অনুসারীরা তার জন্য দেয়া করতে পারে। কিন্তু তার জন্য পুরো রাষ্ট্রকে চাপিয়ে দিয়ে জাতীয় শোক দিবস পালন করার কোনো অর্থ হয় না। ১৫ ্আগস্ট শোক দিবসকে বাতিল ঘোষণা করে অর্ন্তবর্তীকালীণ সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। নেতৃদ্বয় আরও বলেন, পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা ভারতে বসে ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এ অশুভ শক্তি যাতে আমাদের অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ না করতে পারে সেজন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খেলাফত মজলিস ঃ নির্বাহী আদেশে অন্তর্বর্তী কালীন সরকার ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করেছে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস। এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ১৫ আগস্ট এর ছুটিকে কেন্দ্র করে প্রতিবছর রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থের অপচয় হতো। এই দিনটিকে কেন্দ্র করে বর্তমানে দিল্লীতে বসে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শত শত ছাত্র-জনতার খুনী হাসিনা ও তার দোসরদেরকে পুনর্বাসনের লক্ষ্যে যারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ছাত্র-জনতা আবারো তা রুখে দিবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক এই সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা ৫ আগস্ট স্বৈরাচার-ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ