ঢাকা   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রহায়ণ ১৪৩২

উত্তরার কয়েকটি থানার কার্যক্রম চলছে এনালগ পদ্ধতিতে

Daily Inqilab মাসুদ পারভেজ (উত্তরা)

১৮ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম

রাজধানী উত্তরার জনজীবন স্বাভাবিক করতে এখানকার থানা পুলিশের উপস্থিতি বাড়লেও সব জায়গায় পুরোপুরি সেবা কার্যক্রম এখনো চালু হয়নি। সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর মহাসড়ক উত্তরা ৪ নং সেক্টর আজমপুরে অবস্থিত উত্তরা পূর্ব থানা ভবনের একাংশ পুরে যাওয়ায় এবং চেয়ার টেবিল, ইন্টারনেট সংযোগ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও থানা পুলিশের কয়েকটি গাড়ি পুরে যাওয়ায় এখানকার সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে স্বল্পপরিসরে এ থানার কার্যক্রম চলছে উত্তরা ৬ নং সেক্টর উত্তরা কমিউনিটি সেন্টারের ২য় তলায়। এসময় উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার আজাদ বলেন, আমরা স্বল্প পরিসরে এনালগ পদ্ধতি জিডি এবং অভিযোগ নিচ্ছি। অভিযোগের তদন্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ গুরুতর হলে সেটি আমরা সেনাবাহিনীকে দিয়ে দিচ্ছি। কয়েকটি থানায় গিয়ে জানা যায়, ইন্টারনেট সংযোগ সচল না থাকায় এখানকার কয়েকটি থানায় এনালগ পদ্ধতিতে কার্যক্রম চলছে। আবার কোন কোন থানায় স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। ডিএমপি-উত্তরা জোনে রয়েছে মোট ৬টি থানা। উত্তরা পূর্বথানা, পশ্চিম থানা, তুরাগ থানা, বিমানবন্দর থানা, উত্তরখান ও দক্ষিণখান এ কয়েকটি থানা নিয়ে ডিএমপি উত্তরা বিভাগ। এখানে প্রায় ১০ লাখ লোকের বসবাস।

এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, এনালগ পদ্ধতিতে থানায় সাধারণ ডায়েরি, অভিযোগ এবং মামলা নেওয়া হলেও এর তদন্ত বা অনুসন্ধান করা হচ্ছে না। সঠিক সময়ে বিচার না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় অনেক জায়গা থেকে গতকাল পর্যন্ত লুট হওয়া অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার অধিকাংশ গাড়ি, চেয়ার টেবিল, কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ আগুনে পুরে ছাই হয়ে যায়। এদিকে অন্যান্য থানাগুলোতে ও ইন্টারনেট সংযোগ বিছিন্ন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপে থানা ও সড়কে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, উত্তরা বিভিন্ন সেক্টর ও বিমানবন্দর মহাসড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। তাদের উপস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি এখনো উত্তরার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরাও কাজ করেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। শনিবার সকাল থেকে উত্তরা বিমানবন্দর মহাসড়ক আব্দুল্লাহপুর হয়ে হাউজ বিল্ডিং চৌরাস্তা, জমজম টাওয়ার, হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচক্কর এলাকায় ট্রাফিক পুলিশের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এসময় শিক্ষার্থীরা জানায়, সড়কে পুরোপুরি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত তারা স্বেচ্ছায় এ কাজ করে যাবে। সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশকে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা ও সহযোগিতা করছে। এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখতে সেনবাহীনি ও থানা পুলিশের সদস্যরা পাড়া মহল্লায় টহল অব্যাহত রেখেছে।

এ বিষয়ে উত্তরা জোনের ট্রাফিক পুলিশের এডিসি কামরুজ্জামান ইনকিলাবকে বলেন, আমাদের অনেক ট্রাফিক পুলিশ সদস্য নিজ নিজ কাজে জয়েন্ট করেছে। সিঙ্গেল ডিউটিতে এখনো কিছুটা ভয় ও আতঙ্ক রয়েছে, আশাকরছি দুই একদিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে। সড়কে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে জানতে তিনি বলেন, শিক্ষার্থীরা আসলে আমরা তাদের সাথে সমন্বয় করে কাজ করছি। সেনাবাহিনীও তাদেরকে সাপোর্ট দিচ্ছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শেখ মফিজুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় তারা সেক্টর এলাকায় পুলিশের টহল অব্যাহত রেখেছে। এছাড়াও জনগণের সুবিধার্থে মামলা, অভিযোগ ও সাধারণ ডায়েরিসহ সকল প্রকার নাগরীক সেবা কার্যক্রম চালু রেখেছেন। তুরাগ থানার ডিউটি অফিসার আছমা উল হুসনা বলেন, তারা মামলা,অভিযোগ এবং সাধারণ ডায়েরি সব ধরনের সেবা কার্যক্রম চালু রেখেছেন। গুরুত্বপূর্ণ মামলা হলে জরুরি ব্যবস্থাও নিচ্ছেন। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এস আই নার্গিস বলেন, গত ৫ তারিখের পর থেকে ম্যানুয়েল জিডি, অভিযোগ এবং মামলা করা হচ্ছে।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান (পিপিএম ) বলেন, তাদের থানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত ৫ তারিখের পর থেকে তারা থানার কার্যক্রম চালু রেখেছেন। মামলার আসামি গ্রেফতার ও আদালতে চালান সবকিছুই তাদের স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ উদয় কুমার মন্ডল বলেন, গতকয়েক দিন যাবত তারা সাধারণ ডায়েরি এবং মামলা অনলাইনে রেকর্ড করেছেন। ইন্টারনেট সমস্যার কারণে কিছু সময় কাজের ব্যাঘাত ঘটেছে। কেউ যেন আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটাতে না পারে সে দিকে দৃষ্টি রেখে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় পাড়া মহল্লায় পু্লেিশর টহল অব্যাহত রয়েছে। এছাড়াও থানার অন্যান্য কার্যক্রম ও স্বাভাবিক রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলন
বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
পোস্টাল ভোটিংয়ে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি
আরও

আরও পড়ুন

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনের ভূমিকা রাখতে হবে :মাওলানা আব্দুর রব ইউসুফী

তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনের ভূমিকা রাখতে হবে :মাওলানা আব্দুর রব ইউসুফী

আনিসুল ১৮৩*, মার্শাল ১০৯*

আনিসুল ১৮৩*, মার্শাল ১০৯*

পেপসিকো ডিস্ট্রিবিউটরদের জন্য এসএমই ক্রেডিট কার্ড চালু

পেপসিকো ডিস্ট্রিবিউটরদের জন্য এসএমই ক্রেডিট কার্ড চালু

আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে  ব্যবস্থা  নেয়া না হলে কঠোর আন্দোলন

আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলন

ব্রাজিল কঠিন গ্রুপে পড়েছে: আনচেলত্তি

ব্রাজিল কঠিন গ্রুপে পড়েছে: আনচেলত্তি

এনভয় টেক্সটাইলসের সাবেক এমডি সালামের লভ্যাংশ স্থগিত করেছে আয়কর গোয়েন্দা ইউনিট

এনভয় টেক্সটাইলসের সাবেক এমডি সালামের লভ্যাংশ স্থগিত করেছে আয়কর গোয়েন্দা ইউনিট

এমবাপে-হল্যান্ড লড়াই দেখতে মুখিয়ে আছেন ফ্রান্স কোচ

এমবাপে-হল্যান্ড লড়াই দেখতে মুখিয়ে আছেন ফ্রান্স কোচ

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি: গ্রাহকদের ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয়

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি: গ্রাহকদের ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয়

ইনিংস হার চোখ রাঙাচ্ছে ইংল্যান্ডকে

ইনিংস হার চোখ রাঙাচ্ছে ইংল্যান্ডকে

বগুড়ায় হিন্দু পল্লীতে দাঁড়ি পাল্লায় ভোটের ওয়াদা এবং বয়স্ক ভাতার কার্ড করার নামে চাঁদাবাজি অভিযোগে জামায়াত কর্মী  আটক

বগুড়ায় হিন্দু পল্লীতে দাঁড়ি পাল্লায় ভোটের ওয়াদা এবং বয়স্ক ভাতার কার্ড করার নামে চাঁদাবাজি অভিযোগে জামায়াত কর্মী আটক

নওগাঁ–২ আসনের সাবেক এমপি হুমায়ুন কবির চৌধুরীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নওগাঁ–২ আসনের সাবেক এমপি হুমায়ুন কবির চৌধুরীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নন পারফর্মিং লোন ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নন পারফর্মিং লোন ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ৪৩ শিশুসহ ৭৯ জন

সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ৪৩ শিশুসহ ৭৯ জন

ফ্রান্সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

ফ্রান্সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

মোল্লাহাটে পাঁচ শতাধিক হিন্দুধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মোল্লাহাটে পাঁচ শতাধিক হিন্দুধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

সেভেন রিংস সিমেন্টের ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫ উদযাপন

সেভেন রিংস সিমেন্টের ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫ উদযাপন

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর

ছয় মাসের মধ্যেই ফের যুদ্ধে জড়াতে পারে ইরান-ইসরায়েল

ছয় মাসের মধ্যেই ফের যুদ্ধে জড়াতে পারে ইরান-ইসরায়েল