স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকতে পারেননি ভারপ্রাপ্ত ডিজি
২০ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
আওয়ামী সরকারের সুবিধাভোগী প্রফেসর ডা. রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব প্রদানে ক্ষুব্ধ একদল বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও একদল চিকিৎসক। আর তাই গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকতে দিবেন না বলে ঘোষণা দেন তারা। ঘোষণা মোতাবেক গতকাল দিনভর অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের বিক্ষোভে অধিদপ্তরে মহাপরিচালকের রুমে প্রবেশ করতে পারেননি ডা. রোবেদ আমিন। এদিকে গত রোববার ডা. রোবেদ আমিনকে স্বাস্থ্যের ডিজি পদে দায়িত্ব প্রদানের পরদিন গতকাল অন্তর্বর্তীতালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তরে আসার ঘোষণা দেন। ঘোষণা মোতাবেক গতকাল সকালে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। অপরদিকে সকাল থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের ফটকে বিক্ষোভ করছিলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকসহ আওয়ামীপন্থি চিকিৎসক, কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে মিছিল করেন। তাদের বাধার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে ঢুকতে পারেননি। যদিও স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম স্বাস্থ্য অধিদপ্তরে না গিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে যান। এ খবরে মিছিল নিয়ে বিক্ষুব্ধ চিকিৎসকরা সেখানে যান। এক পর্যায়ে তারা হাসপাতালের প্রশাসনিক ব্লকে ঢোকার চেষ্টা করেন। এসময় হাসপাতালের একজন নারী চিকিৎসক তাদের বাধা দেন। তাদের সঙ্গে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কির এক পর্যায়ে বিক্ষোকারীরা ভেতরে ঢুকে পড়েন। এ সময় হাসপাতালের সম্মেলন কক্ষে বৈঠক করেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। সেখানেও বিক্ষুব্ধরা আওয়ামী সরকারের সুবিধাভোগী ও দালাল নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. রোবেদ আমিনের অপসারণের দাবি জানান। এ সময় কোটাবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।
বিক্ষোভকারীদের মতে, পরে বেলা সোয়া ১২টার দিকে বিক্ষোভকারীদের পক্ষে পাঁচজনকে রেখে বাকিদের বের করে দেয়া হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর বিক্ষোভকারীরা উপদেষ্টার কাছে দুঃখ প্রকাশ করে বলেন, তারা উপদেষ্টাকে সম্মান করেন, কিন্তু পরিস্থিতি তাদের ‘বাধ্য করেছে’ বিক্ষোভ করতে। উপদেষ্টা নূর জাহান বেগম এ সময় বলেন, আমাকে সম্মান করলে আমার সামনে এ ধরনের কাজ করতেন না। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য করোনা ডেডিকেটেড হাসপাতালে বৈঠক করছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম, বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ রোবেদ আমিন, অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. আহমেদুল কবীর, কোটাবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন, ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সম্প্রতি কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলনে আহতদের ডিএনসিসি করোনা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা এ নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. রোবেদ আমিনসহ অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে আজ মঙ্গলবার সারাদেশে হাসপাতালগুলোতে মৌন মিছিল করবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এর আগে গতকাল দিনভর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেয় বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এখনও রাজত্ব করে চলছে। অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় এখানে কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। স্বৈরাচারের দোসর দুই সচিব, সচিবালয়ের অন্যান্য কিছু কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ বিরোধিতাকারী দুই মহাপরিচালক এবং অধিদপ্তরে তাদের অধঃস্তন দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদের পদে বহাল থেকে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারী স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে নবনিযুক্ত উপদেষ্টার সরলতার সুযোগ নিয়ে এ সকল দুর্বৃত্ত পরস্পরের যোগসাজসে তাঁকে বিভ্রান্ত করে মন্ত্রণালয়ের কাজকর্মে স্থবিরতা ও বিশৃঙ্খলা এনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার এক অন্তর্ঘাতী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ছাত্রজনতার আশা, আকাক্সক্ষা ও আন্দোলনের ফসল এ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের এ ষড়যন্ত্র রুখে না দেওয়া হলে তারা যে কোনো সময়ে স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করে তুলবে।
বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের সচিব জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। সচিব পদে অধিষ্ঠিত থাকার পরও তিনি গণভবন সংলগ্ন সরকারী বাসভবনে বসবাস করতেন, যা ৫ আগস্ট বিপ্লবী জনতা পুড়িয়ে দিয়েছে। সচিবালয়ে একটি আওয়ামী বলয় তৈরি করেছেন। সরকার পতনের পরে কয়েকদিন পলাতক থাকার পরে ১৮ আগস্ট কর্মস্থলে যোগ দিয়েই তিনি বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নে নেমে পড়েছেন।
স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমানও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করার সুবাদে বিগত সরকারের ঘনিষ্ঠজন। এই দুই সচিবের অনতিবিলম্বে অপসারণ ব্যতিরেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পতিত সরকারের বিপজ্জনক প্রভাব দূর করা যাবে না। বিক্ষুব্ধ চিকিৎসকরা বলেন, অনিয়ম ও দুর্নীতির কেন্দ্রবিন্দু স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের কিছু সহযোগী অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিরাট ঝুঁকি তৈরি করে আছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিম, জাহিদ মালিক, ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুসহ পতিত স্বৈরাচারের পৃষ্ঠপোষক বিভিন্ন মাফিয়া গ্রুপের সহচর হিসেবে দুর্নীতি চালিয়ে আসছিল। বিগত সরকারের সবচেয়ে সুবিধাভোগী ডা. রোবেদ আমিন গত ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার ভারতে পলায়নের পর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর এখন রং বদলিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে মিশে গিয়ে তারা স্বাস্থ্য অধিদপ্তরে নিজেদের দখল বজায় রাখার চেষ্টা করছে। এরাই বিভিন্ন দেশকে বড় অঙ্কের ঘুস দিয়ে এবং ভারত সরকারের ইচ্ছায় শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিজিওনাল ডিরেক্টর বানানোর মূল ভূমিকা পালন করেছিল। গত রোববার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীরের কারসাজিতে প্রফেসর ডা. এবিএম খুরশিদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সচিবের সহযোগী ডা. রোবেদ আমিনকে তার স্থলাভিষিক্ত করেন। কিন্তু চিকিৎসক সমাজ ইতোমধ্যেই এ নিয়োগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
বক্তারা বলেন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক হচ্ছে- স্বৈরাচারী সরকারের প্রত্যক্ষ অংশীজন। দেশের মেডিক্যাল শিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য এরাই দায়ী। তারা বলেন, স্বাস্থ্যব্যবস্থার দুই কেন্দ্রবিন্দুকে অরক্ষিত রাখার অর্থ পুরো অন্তর্বর্তীকালীন সরকারকেই হুমকির মুখে ফেলা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পতিত স্বৈরাচারের এই দোসরদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ রয়েছে। তারা আন্দোলনে আহতদের চিকিৎসা প্রদানে বাধা প্রদান, চিকিৎসকদের হুমকি, আন্দোলনবিরোধী সমাবেশে যোগদানের বাধ্য করা এমনকি পোস্ট মর্টেম রিপোর্ট পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। অবিলম্বে এসব বিষয়ের সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
চিকিৎসকরা বলেন, আন্দোলনে সমর্থন এবং সোশ্যাল মিডিয়াতে মত প্রকাশের জন্য ১৬ জুলাইয়ের পর এই চক্র বেশ কয়েকজন চিকিৎসককে বদলি করিয়েছিল। এসব কর্মকর্তা স্বপদে বহাল রাখার অর্থ হচ্ছে যে কোনো মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দিয়ে তারা সরকারকে একটি বিব্রতকর এবং বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিতে পারে। এমতাবস্থায় সরকার এবং বৈষম্যবিরোধী আন্দোলনকে রক্ষার জন্য এ মুহূর্তে এসব আমলা ও চিকিৎসককে অপসারণ প্রয়োজন। ছাত্র-জনতার অর্জনকে বিপদগ্রস্থ করার অধিকার কারো নেই।
এদিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ডা. রোবেদ আমিনকে স্বৈরাচার হাসিনার পক্ষের শক্তি উল্লেখ করে তাকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বাস্থ্য অধিদপ্তর শাখা। শাখার সভাপতি ডা. ফারুক বলেন, বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা রোবেদ আমিনকে মহাপরিচালক হিসেবে নিয়োগের আদেশ মানেন না। গতকালের মতো আজ মঙ্গলবারও মৌন মিছিল কর্মসূচির মাধ্যমে আমরা অধিদপ্তর ঘেরাও করবো। অধিদপ্তরে মহাপরিচালকের অফিসে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে অধিদপ্তরের সকল দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের সুবিধাভোগীদের অপসারণের দাবি করবেন। ডা. ফারুক বলেন, রোবেদ আমিন একজন সুবিধাবাদী লোক। বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে তিনি অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডিসি) শাখার পরিচালক হিসেবে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন। আমরা বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেছি। তারা আমাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ
চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা
জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১