ছাত্রদের গুলি করা বিজিবি-আনসার সদস্যদের শনাক্তে গোয়েন্দারা
২০ আগস্ট ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১২:১০ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সারা দেশে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় জড়িত বিজিবি-আনসার কর্মকর্তা-সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এরই মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। এসব তথ্যের মধ্যে রয়েছে বিভিন্ন টিভির ভিডিও ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন।
তদন্তের সাথে জড়িত একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। পুলিশের পাশাপাশি মাঠ পর্যায়ে মোতায়েনকৃত বিজিবি ও আনসার কর্মকর্তা-সদস্যরা কোথায় কোথায় গুলি করেছেন এবং হতাহতের ঘটনা কী ঘটেছিল তা পর্যালোচনা করা হচ্ছে। রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে গুলির ঘটনায় বিজিবি ও আনসার সদস্যদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তথ্য প্রমাণ সংগ্রহ করে সরকারের উচ্চ পর্যায়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
মাঠ পর্যায়ের একজন গোয়েন্দা কর্মকর্তা ইনকিলাবকে বলেন, প্রাথমিক তদন্তে বিজিবি ও আনসার সদস্যদের অনেক স্পটেই গুলি করেছে এমন তথ্য উঠে এসেছে। অনেক স্পটে দেখা গেছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিজেরাও ছাত্র-জনতার উপর গুলি করছেন এবং বিজিবি-আনসার সদস্যদের গুলি করতে নির্দেশ দিচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে ‹কমপ্লিট শাটডাউন› কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে শত শত প্লাটুন বিজিবি-আনসার মোতায়েন করা হয়। যারা বেপরোয়ার আচরন করেছেন তাদেরও শনাক্ত করার কাজ চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলন চলঅর সময় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ জুলাই সারা দেশে ্রকমপ্লিট শাটডাউনগ্ধ ঘোষণা করছি।
মোস্তাক আহমেদ নামে এক ব্যবসায়ী বলেন, ভোটাধিকার না থাকা, কথা বললেই আওয়ামী লীগ ও পুলিশের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেখ হাসিনার ক্ষমতার দম্ভ, আওয়ামী লীগ নেতাদের চাটুকারিতা ও বিরোধীদের ওপর সব দোষ চাপানো, জনগণকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ না দেওয়া, দুর্নীতি, সুশাসনের অভাবসহ নানা কারণে সাধারণ মানুষ এমনিতে ক্ষুব্ধ ছিলেন। আবু সাঈদকে হত্যার পর ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিএনপিসহ অন্য দলের আন্দোলনে সাড়া না দিলেও শিক্ষার্থীদের সঙ্গে এবার দলে দলে জনতা নেমে আসে। ১৮ থেকে ২১ জুলাইয়ের পুলিশ, বিজিবি ও আনসারকে দিয়ে যেভাবে গণহত্যা করা হয় মানুষ আর শেখ হাসিনাকে কোনোভাবেই গণভবনে মানতে পারছিলেন না।
কোটা আন্দোলনের সময় ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশগ্রহণকালে গাজীপুরের সফিপুর আনসার অ্যাকাডেমির সামনে গুলিতে গুরুতর আহত হন কলেজশিক্ষার্থী রায়হান মিয়া (২২)। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ তলায় বার্ন ইউনিটের ৪১৯ নম্বর (পুরুষ) ওয়ার্ডে ৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। এক হাত থেতলানো ছাড়াও পুরো শরীরে অসংখ্য ছররা গুলির ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন রায়হান। গত ৬ আগস্ট তিনি ওই হাসপাতালে ভর্তি হন। রায়হান গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা করছেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজের ১৮ ব্যাচের এবং ক্রোড়গাছা বি এল উচ্চবিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ
চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা
জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১