ভদ্রের বিরুদ্ধে দুদকের মামলা মাত্র ১৫ কোটির
২১ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
২০ হাজারটি পওস মেশিন। কাজে লাগেনি একটিও। ডাক অধিদফতরে একটি প্রকল্পেই লুট হয় ৭০ কোটি টাকা। কোনো ধরণের সার্ভার না কিনেই আত্মসাৎ করা হয় এ অর্থ। ‘ই সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প’র আওতায় ৪৮২টি উপজেলা ডাকঘরে এবং ৬৫টি জেলা ডাক ঘরের জন্য একটি করে সার্ভার কেনার কথা ছিলো। বিভিন্ন ক্যাটাগরিতে ৫৩০টির মতো সার্ভার কেনার কথা। কিন্তু সার্ভার না কিনেই প্রকল্পের আওতায় ‘খরচ’ দেখানো হয়েছিলো ১১০ কোটি টাকা। এভাবে নয়-ছয় করে ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা ‘নাই’ করে দিয়েছিলেন হাসিনা সরকারের লুটপাটতন্ত্রের অন্যতম সহযোগি ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং সহকারি প্রকল্প পরিচালক মোস্তাক আহমেদের বিরুদ্ধে। কিন্তু মূল অভিযোগকে পাশ কাটিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে মাত্র ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের। এজাহারে অভিযোগ আনা হয়েছে ‘পোস্ট-ই সেন্টার ফর রুরাল কমিউটি’ শীর্ষক প্রকল্পের আওতায় অর্থ আত্মসাতের।
গতকাল মঙ্গলবার দুদকের সহকারি পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন।
এ মামলায় ভদ্রের বিরুদ্ধে ‘অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, ‹ পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি› শীর্ষক প্রকল্পের আওতায় ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা থেকে ৫০০টি এইচপি সার্ভার এবং উইনার ইউপিএসসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনা হয়। পরে জেলা ও উপজেলা পর্যায়ে ডাকঘরগুলোতে বিতরণ করা হয় সেসব সরঞ্জাম।
ওই প্রকল্পের কোটি কোটি টাকা অপচয় এবং আত্মসাতের অভিযোগ ওঠে, যা তদন্তের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব ( টেলিকম) মো: মুহিবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়।
তদন্ত টিম দৈবচয়নের ভিত্তিতে কিছু ডাকঘর পরিদর্শন করে। সংশ্লিষ্ট অফিসগুলোর স্টক রেজিস্টার পরীক্ষা করে তারা দেখেন, ২০১৭ সালের জুন মাসে ওই প্রকল্প শেষ হলেও সরবরাহ করা চালানের কোনো কোনো মালামাল পৌঁছেছে প্রকল্প সমাপ্তির প্রায় দুই বছর পর।
টেশিসের সরবরাহকৃত সার্ভার, ইউপিএসসহ অন্যান্য যন্ত্রপাতি অফিসে অব্যবহৃত অবস্থায় পায় তদন্ত দল। সংশ্লিষ্ট পোস্টমাস্টারসহ উপস্থিত কর্মচারীরা তাদের বলেন, ওইসব যন্ত্রপাতি চালানোর বিষয়ে প্রশিক্ষণ না পাওয়ায় সেগুলো তারা ব্যবহার করেন না। অব্যবহৃত অবস্থায় সেগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে।
এজাহারে বলা হয়, প্রকল্পের আওতায় সংগৃহিত এসসব যন্ত্রের কোনটিই ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো কোনো ক্ষেত্রে মেশিন ও যন্ত্রাংশ প্যাকেটজাত অবস্থাতেই পড়ে ছিল। এসব মেশিন কী কাজে ব্যবহার করা হবে তার কোনো নির্দেশনা প্রকল্প কর্তৃপক্ষ না দেয়ায় যন্ত্রগুলো কোনো কাজে আসেনি।
প্রকল্পের প্রশিক্ষণ খাতে ৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ থাকলেও এসব যন্ত্র ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেয়ার কোনো তথ্য তদন্ত দল পায়নি। প্রকল্পের আওতায় ক্রয় পরিকল্পনা অনুসারে কেনাকাটা সারা হলেও কেনা সামগ্রি কার্যক্ষম করার জন্য পরবর্তী কোনো কার্যক্রম নেয়া হয়নি।
এজাহারে সুধাংশু শেখর ভদ্র ও ডাক বিভাগের তৎকালিন সহকারি প্রকল্প পরিচালক মোস্তাক আহমেদের বিরুদ্ধে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ২৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তারা সরকারি অর্থের অপব্যবহার করে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত: ২০১৯ এবং ২০২০ সালে ডাক বিভাগে বিভিন্ন প্রকল্পের নামে শত শত কোটি টাকা লুটপাটের বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এসব প্রতিবেদনের ভিত্তিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তৎকালিন ডাক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে ৩টি তদন্ত কমিটি গঠন করে। এসব তদন্তে সরকারি অর্থ অপচয় তথা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। ইনকিলাব প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনও এসএস ভদ্রের দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করে। কিন্তু রহস্যজনক কারণে তদন্তের নামে দীর্ঘদিন অনুসন্ধানটি ধামাচাপা দিয়ে রাখে দুদক। একের পর এক অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করা হলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি সংস্থাটি। বিষয়টি যখন মানুষের বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেছে, তখন দেশের নানা ঘটনাপ্রবাসের ডামাঢোলে দায়সারা গোছের মামলা ঠুকে দেয় দুদক। শত শত কোটি টাকা সরকারি অর্থ আত্মাসাৎকে ধামাচাপা দিতেই নামকাওয়াস্তে দায়ের করা হয় এ মামলা। যদিও মামলায় সুধাংশু শেখরের দুর্নীতির সহযোগি তেমন কাউকেই আসামি করা হয়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৭, আহত ৯৮
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে আরেক যুবক খুন
খাঁটি মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে-ছারছীনা পীর সাহেব
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী