বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণ

পানিবন্দি লাখো মানুষ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২১ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২১ আগস্ট ২০২৪, ১২:০২ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত তিন দিন ধরে টানা বর্ষণে নোয়াখালী, কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ, বুড়িচং, ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে পানিবন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের লাখো মানুষ। টানা বর্ষণে তলিয়ে গেছে শত শত হেক্টর আমন বীজতলা, আউশ ও রোপনকৃত আমন ধানসহ নানা ধরনের সবজি ক্ষেত। এছাড়া বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলার অনেক সরকারি দফতরেও ডুকে পড়েছে পানি। ফলে পানিবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার পানিবন্দী মানুষ।

এদিকে নোয়াখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে শ্রেণি কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। তা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে আসতে হয়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। সার্বিক বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। পানি কমে গেলে প্রতিষ্ঠান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদন-

নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত তিন দিনের বিরামহীন অতিবৃষ্টির কারণে নোয়াখালী জেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরমধ্যে বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পানি বন্দী মানুষ। গত কয়েকদিনের টানা বর্ষণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শত শত হেক্টর আমন বীজতলা, আউশ ও রোপনকৃত আমন ধানসহ নানা ধরনের সবজি ক্ষেত সম্পূর্ণ পানির নীচে ডুবে আছে।

গতকাল দুপুরে জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাইজদী শহরে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ভারী বৃষ্টিপাতে জেলা শহরের কালেক্টরেট ভবন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, প্রেস ক্লাব, জজকোর্ট ভবন, পৌরসভা, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, সড়ক ও জনপদ বিভাগ, টাউন হল মোড় ফ্ল্যাট রোড, জেলা জামে মসজিদ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, সরকারি মহিলা কলেজ, সার্কিট হাউজ রোড, আবহাওয়া অফিসসহ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি কার্যালয় পানিবন্দী রয়েছে।
এছাড়া জেলার দ্বীপ উপজেলা হাতিয়া, উপকূলীয় উপজেলা কোম্পানীগঞ্জ, কবিরহাট, সূবর্ণচর, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ী, বেগমগঞ্জ চৌমুহনীসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মাছের অসংখ্য ঘের-পুকুরের মাছ ভেসে যাওয়ার কথা জানিয়েছে খামারিরা। শহরের ব্যাটারিচলিত রিকশাচালক আবদুল হাফিজ বলেন, বসতঘর, রান্নাঘরের চুলাসহ সব কিছু গত কয়েকদিন পানিতে ডুবে গেছে। খাবার কেনার টাকা নেই তাই রিকশা নিয়ে বের হয়েছি। এখন রিকশার মোটরে পানি ঢুকে তাও বিকল হয়ে গেছে।

শহরের ফকিরপুর এলাকার খোয়াজ খিজির বলেন, পানি নিষ্কাশনের খালগুলো দখল-ভরাটে বৃষ্টির পানি নামতে না পাড়ায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমাদের বাড়িঘরসহ পুরো এলাকা গত কয়েকদিন নোংরা পানিতে তলিয়ে রয়েছে। পরিবারের সদস্যদের জীবনযাপন দূরুহ হয়ে পড়েছে।

কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকার পোলট্রি খামারি নুর উদ্দিন মুছাপুরী বলেন, বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় খামারের তিন হাজার মোরগ ও বাচ্চা মারা গেছে। এছাড়া ওই এলাকার শত শত পুকুরের মাছ ভেসে গেছে। সেনবাগ উপজেলার কুতুবের হাট এলাকার গৃহিণী নুর নাহার বলেন, টানা বৃষ্টিতে বাড়ির উঠানেও পানি জমেছে। রান্নাঘরের চুলায়ও পানি। আজ রান্নাও করতে পারিনি। চাপাকলের পানিতে ময়লা আসে।

পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, নোয়াখালীতে বিগত ২০ বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আমরা পানিবদ্ধতা রোধ প্রকল্পে শহর ও আশপাশের ১৬১ কিলোমিটার খাল খনন করেছি। এতে সব উপজেলায় পানি নিষ্কাশন হওয়ার কথা। তবে ড্রেন ও নালা রক্ষণাবেক্ষণ না থাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী শহরটি বেশ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। তবে পানিবন্দী লোকজনের সাহায্যে কাজ করার জন্য প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেয়া হয়েছে। কোথাও খাল বা ড্রেনে বাঁধ থাকলে তা কেটে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে নোয়াখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত একমাসের টানা বৃষ্টিতে একাধিকবার নোয়াখালী জেলা শহরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। পানি ঢুকেছে জেলার অনেক সরকারি দফতরেও। সবশেষ গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে ফের ডুবে গেছে পৌর এলাকা। পানিবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশিরভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনায়। একই চিত্র দেখা দিয়েছে জেলার নয়টি উপজেলায়ও। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানির কারণে শ্রেণি কার্যক্রম চালাতে বেগ পেতে হয় শিক্ষকদের। প্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা হয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পানিতে তলিয়ে যাওয়ার উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। বর্ষা অব্যাহত থাকায় আগের ভাঙন স্থানগুলো মেরামত না হওয়ার ফলে গত দুইতিন দিনের অতিবৃষ্টিতেই গ্রামগুলো প্লাবিত হয়।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদীর পানি পরশুরাম ও ফুলগাজী পয়েন্টে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে অতি বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ছাগলনাইয়া উপজেলার কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙন দেখা দিয়েছিল। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে গত সোমবার দুপুর থেকে আবারো ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে পরশুরাম উপজেলার পশ্চিম অলকার মাস্টারবাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের ভাঙন অংশ, মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলি কাশিনগর ও চম্পকনগর এলাকায় বাঁধের দুইটি অংশ, চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন, দক্ষিণ শালধর, কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেটেশ্বর ও সাতকুচিয়া এলাকার ভাঙন অংশ এবং পশ্চিম মির্জানগর এলাকার সিলোনিয়া নদীর বাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে দুই উপজেলার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

পরশুরামের কালীকৃষ্ণনগর এলাকার বাসিন্দা মো. শাহীন বলেন, অল্প কয়েকদিনের ব্যবধানে ঘরবাড়ি তিনবার পানিতে তলিয়ে গেছে। এভাবে টানা বৃষ্টি হলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন। প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। খুব কষ্টে দিন পার করছি। ৯৮-এর বন্যায়ও বাড়িতে পানি ওঠেনি, এবার পরিস্থিতি ভয়াবহ বীরচন্দ্র নগর এলাকার বাসিন্দা বাহার উদ্দিন বলেন, এদিকের এলাকা উঁচু হওয়ায় সাধারণত বন্যার পানি প্রবেশ করে না। কিন্তু এবার ভারী বর্ষণে ঘর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও আত্মগোপনে। কোনো ধরনের সহায়তা দূরের কথা, কেউ খোঁজ-খবরও নেননি আমাদের। ফুলগাজী উপজেলার নিলক্ষী এলাকার কৃষক আলী আজম বলেন, গত দুইদিনের ভারী বৃষ্টিতে এখন নতুন করে সব জমি পানিতে তলিয়ে গেছে। দেড় মাসের মধ্যে তিনবার বন্যায় হওয়া ক্ষতি কাটিয়ে উঠার সুযোগ নেই। আমাদের না খেয়ে থাকতে হবে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম বলেন, গত ২ আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭ অংশে ভাঙন সৃষ্টি হয়। সেগুলো মেরামত করার আগেই গত দুইদিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে ভাঙন অংশ দিয়ে আবারো লোকালয়ে পানি প্রবেশ করছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় নদীর ১২টি ভাঙন অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে ৪০টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৯ হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় ৫০০ প্যাকেট শুকনো খাবার ও ৫০ টন চাল মজুদ আছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, বন্যার পানিতে উপজেলার তিনটি ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়ে ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এখনও নদীর বাঁধ উপচে প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে। উপজেলায় ৩০০ প্যাকেট শুকনো খাবার ও ১৮ মেট্রিক টন চাল মজুদ আছে।

ফেনী আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনীতে টানা দুইদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় পরশুরাম উপজেলায় ৫০০ প্যাকেট শুকনো খাবার ও ৫০ টন চাল এবং ফুলগাজী উপজেলায় ৩০০ প্যাকেট শুকনো খাবার ও ১৮ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার দিনব্যাপী ফুলগাজী ও পরশুরাম উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং অসহায় সাধারণ মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। এসময় তার সঙ্গে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, টানা বৃষ্টিতে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। দুই উপজেলার বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানিবদ্ধতার কারণে প্রায় তলিয়ে গেছে। লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। এতে লোকজনের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

জানাযায়, উপজেলা দুইটির বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা। এছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক ক্ষেতে আমন লাগাতে পারছেন না। ডুবে গেছে সড়ক, মাছের ঘের, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় দীর্ঘ সময়ের ব্যাপক পানিবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর এলাকার গৃহিণী সাবিনা ইয়াসমিন বলেন, টানা বৃষ্টিতে বাড়ির উঠানে পানি জমেছে। রান্নাঘরেও পানি। পানির কারণে আজ রান্নাও করতে পারিনি। কলের পানিতে ময়লা আসে। আমরা অসহায় অবস্থায় আছি। মনোহরগঞ্জ উপজেলার কৃষক মো. মোজাম্মেল হোসেন বলেন, আমাদের উত্তর হাওলা ইউনিয়নের কৃষি জমি তলিয়ে গেছে। বীজতলা নষ্ট হয়ে গেছে। আমরা সবাই হাত গুটিয়ে বসে আছি। প্রশাসন যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতো তাহলে কৃষক বাঁচতে পারতো।

আবহাওয়া কর্মকর্তা বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত হয়েছে। গত সোমবার ভোর ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনেও বৃষ্টি অব্যাহত রয়েছে।
লাকসাম জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম-মনোহরগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। যা বিগত ২০ বছরেও হয়নি। এছাড়া জোয়ার থাকায় পানি নামতে পারছেনা। সাবেক এলজিআরডি মন্ত্রী খাল খননের নামে পুকুর কাটা দুর্নীতি করে অর্থ লুটপাট করে নিয়ে গেছে তাই আমাদের উপজেলা দুইটিতে পানিবদ্ধতা নিরসনে খাল খনন করা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া পুরোপুরি পানিবদ্ধতা থেকে মুক্তি পেতে ড্রেন ও নালা রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা ইনকিলাবকে বলেন, সকলের সহযোগিতায় আমরা পানিবদ্ধতা নিরসনে কাজ করছি। ইতিমধ্যে বিভিন্ন অবৈধ বাঁধ কেটে পানি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। বৃষ্টিপাত কমে গেলে পানি কমে যাবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় দেয়ার জন্য উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক, প্রাথমিক প্রতিষ্ঠান ও মাদরাসাসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। যেখানে যে সহযোগিতা প্রয়োজন আমরা তা করছি।

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচংেেয় গত দুই দিনের হালকা ও ভারী বৃষ্টিতে পানিবদ্ধতা হয়ে সড়ক ও রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে। বুড়িচং উপজেলা আওয়ামী লীগ অফিস সড়ক, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক, বুড়িচং থানা সড়ক ও বুড়িচং ইউনিয়ন পরিষদ থেকে বুড়িচং আলিম মাদরাসা পর্যন্ত রাস্তাগুলোর মধ্যে অন্যতম। গত রোববার ও মঙ্গলবার দুই দিনের হালকা ও ভারী বৃষ্টিতে পানিবদ্ধতা হয়ে সড়ক-রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে। ফলে জনগণ ও যান চলাচলে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

বুড়িচং উপজেলার পূর্ব পাশের রাস্তার পিচ ওঠে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এছাড়া, বুড়িচং উপজেলা সদর হতে কালিকাপুর, জরইন শংকুচাইল সড়কটির বিভিন্ন স্থানে পিচ ওঠে গেছে। শংকুচাইল থেকে বুড়িচং উপজেলা আসার সড়কটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে গেছে।

কোম্পানীগঞ্জ-কবিরহাট (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, কোম্পানীগঞ্জ ও কবিরহাটের ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় টানা বর্ষণে লক্ষাধিক মানুষ পানিবন্দী। উপজেলার উপকূলীয় অঞ্চলে চরএলাহী ইউনিয়ন, চরফকিরা ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন, চরহাজারী ইউনিয়ন, চরপার্বতী ইউনিয়ন, রামপুর ইউনিয়ন ও কবিরহাট উপজেলা ধাঁনসিঁড়ি, ধাঁনশালিক, ঘোষবাগ ও বাটইয়া ইউনিয়নের বেশিভাগ এলাকার মানুষ পানিবন্ধদী হয়ে পড়েছে। এরমধে মধ্যে অধিক ক্ষতিগ্রস্থ চরবালুয়া, গুচ্ছগুাম, দক্ষিণ চরএলাহী, চর মওদুদ, চরগাজী মিজান, চর আমজাদ, চর রমজান ও গাংচিল গ্রাম। অপরদিকে বসুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ব্যাপক পানিবন্ধতা সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পাটওয়ারী জানান, আজ বুধবার থেকে ক্ষতিগ্রস্থ ও পানিবন্ধী মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
আরও

আরও পড়ুন

ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে আরেক যুবক খুন

ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে আরেক যুবক খুন

খাঁটি মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে-ছারছীনা পীর সাহেব

খাঁটি মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে-ছারছীনা পীর সাহেব

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে

হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা

হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী

সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান

হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি

সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’

আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক

আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক

বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম

বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩

নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ

নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ

হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী

হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম

চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক

চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক