ঢাকা   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৯ কার্তিক ১৪৩১
আগস্টে দেশে ৪৬ শতাংশই অতি বর্ষণ : অঞ্চলভেদে বৃষ্টিপাতে অসঙ্গতি

সেপ্টেম্বরেও বন্যার শঙ্কা!

Daily Inqilab শফিউল আলম

০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম

চলতি সেপ্টেম্বর (ভাদ্র-আশি^ন) মাসে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের অভ্যন্তরে এবং উজানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি বর্ষণ হতে পারে। এর ফলে পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত জুন, জুলাই ও আগস্ট মাসে দেশের কোথাও এক থেকে দুই দফা, কোথাও তিন থেকে চার দফায় স্বল্প ও মধ্যমেয়াদি বন্যা হয়েছে। ভারতের উজান থেকে পাহাড়ি ঢল, ত্রিপুরায় বিনা নোটিশে ভারতের ডম্বুর বাঁধ খুলে পানি ছেড়ে দেয়া এবং দেশের অভ্যন্তরেও টানা অতি বৃষ্টিপাতের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত হয়েছে চট্টগ্রাম বিভাগ বিশেষত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটিসহ ১১টি জেলা। ভয়াল এই বন্যার দগদগে ক্ষত না শুকাতেই ফের এ মাসে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল রোববার আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির সভায় দেওয়া পূর্বাভাস সূত্রে উপরোক্ত শঙ্কার কথা জানা গেছে।

পূর্বাভাসে আরও জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে এক বা দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসুমী নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যেতে পারে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন মাঝারি ধরনের বজ্র-ঝড় সংঘটিত হতে পারে। এ ছাড়াও সারা দেশে ৩ থেকে ৫ দিন হালকা ধরনের বজ্র-ঝড় সংঘটিত হতে পারে। এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দু’টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। গত পরপর পাঁচ মাসের মতো সেপ্টেম্বরেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই থাকতে পারে।

চলতি সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গতকাল আবহাওয়া বিভাগের (বিএমডি) ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় উপরোক্ত পূর্বাভাস দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া বিভাগের উপ-পরিচালক ও কমিটির চেয়ারম্যান ড. মো. ছাদেকুল আলম।

সভায় পূর্বাভাসে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক হার ও পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা থেকে জানা গেছে, গেল আগস্ট (শ্রাবণ-ভাদ্র) মাসে সারা দেশে সার্বিকভাবে গড়ে স্বাভাবিকের চেয়ে ৪৬ দশমিক ২ শতাংশ বৃষ্টিপাত বেশিই হয়েছে। আবার বৃষ্টিপাতের ক্ষেত্রেও অঞ্চলভেদে ছিল অসঙ্গতি বা ভারসাম্যহীনতা। গত আগস্ট মাসে চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক হার ও পরিমাণের চেয়ে ৮২ দশমিক ৬ শতাংশই বেশি বৃষ্টিপাত হয়েছে। ঢাকা বিভাগে স্বাভাবিকের চেয়ে ৮.৮ ভাগ বেশি, ময়মনসিংহ বিভাগে প্রায় স্বাভাবিক, সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে ২৬ ভাগ বেশি, রাজশাহী বিভাগে ২১ ভাগ বেশি, খুলনা বিভাগে ৬৪.২ শতাংশ বেশি, বরিশাল বিভাগে ৬১ দশমিক ২ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে। অথচ রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে ৪১ দশমিক ৪ শতাংশই কম বৃষ্টিপাত হয়েছে।

গত জুলাই মাসে সারা দেশে সার্বিকভাবে গড়ে স্বাভাবিকের চেয়ে ১৭ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়। এর আগে গত জুন মাসেও স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়। গত মে মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে গড়ে প্রায় ১০ শতাংশ বেশি এবং এপ্রিল মাসে ৮১ শতাংশই কম বৃষ্টিপাত হয়। গত আগস্ট মাসে দেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে যথাক্রমে গড়ে শূন্য দশমিক ৩ এবং শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সারা দেশে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৫ ডিগ্রি সে. বেশি ছিল। আগস্ট মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৩৭.৫ ডিগ্রি সে. (৩১ আগস্ট)। গেল মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে ২৭৬ মিলিমিটার (১ আগস্ট)।
এদিকে গতকাল আবহাওয়া বিভাগ জানায়, ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদুরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল ভোররাতে কলিঙ্গপাত্তামের পাশ দিয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী নিম্নচাপটি কেটে যাওয়ার ফলে চট্টগ্রামসহ চার সমুদ্র বন্দরকে দেওয়া সতর্ক সঙ্কেত তুলে নেয়া হয়েছে। মৌসুমী বায়ুর একটি বলয় ভারতের রাজস্থান, মধ্য-প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বর্ষার বাহক মৌসুমী বায়ু কম সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাতের আবহ কমে গেছে। গতকাল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে উত্তর জনপদের নীলফামারী জেলার ডিমলায় ৬৮ মিলিমিটার। রংপুর বিভাগ ছাড়া দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাতীয়তাবাদী নাম ব্যবহার করে কেউ সংগঠন সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: রিজভী

জাতীয়তাবাদী নাম ব্যবহার করে কেউ সংগঠন সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: রিজভী

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিবে ইউজিসি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিবে ইউজিসি

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

গুজব উড়িয়ে দিয়ে পুরোদমে অফিস করলেন প্রধান উপদেষ্টা

গুজব উড়িয়ে দিয়ে পুরোদমে অফিস করলেন প্রধান উপদেষ্টা

রাজশাহী থেকে চালু হচ্ছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন

রাজশাহী থেকে চালু হচ্ছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন

ফরিদপুরের পদ্মায় চলছে ইলিশ মাছ ধরার মহা উৎসব আইনশৃঙ্খলা বাহিনীর নিরব নিথর।

ফরিদপুরের পদ্মায় চলছে ইলিশ মাছ ধরার মহা উৎসব আইনশৃঙ্খলা বাহিনীর নিরব নিথর।

নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিবের মতবিনিময়

তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিবের মতবিনিময়

সরকারি ইন্ধনে তাণ্ডব হিন্দুদের, বাহরাইচে আতঙ্কে মুসলমানরা

সরকারি ইন্ধনে তাণ্ডব হিন্দুদের, বাহরাইচে আতঙ্কে মুসলমানরা

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পিপিপি প্রকল্পের অবহিতকরণ সভা

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পিপিপি প্রকল্পের অবহিতকরণ সভা

কেরানীগঞ্জে অবৈধ শিশা কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা

কেরানীগঞ্জে অবৈধ শিশা কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা

বন, বনভূমি, ডলফিন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

বন, বনভূমি, ডলফিন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

ইরানের সঙ্গে যৌথ নৌ মহড়া চালাতে চায় সৌদি

ইরানের সঙ্গে যৌথ নৌ মহড়া চালাতে চায় সৌদি

কুষ্টিয়ায় হাসপাতালের ২০ শয্যার বিপরীতে ভর্তি চার শতাধিক শিশু

কুষ্টিয়ায় হাসপাতালের ২০ শয্যার বিপরীতে ভর্তি চার শতাধিক শিশু

সুন্দরবনে ৯০ অফিসের ৮শতাধিক বনকর্মীকে সতর্ক থাকার নির্দেশ জেলায় প্রস্তুত ৩৫৯ আশ্রয় কেন্দ্র

সুন্দরবনে ৯০ অফিসের ৮শতাধিক বনকর্মীকে সতর্ক থাকার নির্দেশ জেলায় প্রস্তুত ৩৫৯ আশ্রয় কেন্দ্র

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে যেভাবে নিউইয়র্কে পালিয়ে যান হারুন

পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে যেভাবে নিউইয়র্কে পালিয়ে যান হারুন

তবে কি ঐশী-শুভ'র প্রেমের গুঞ্জন সত্যি? সংসার জীবনের ইতি টানতে চলেছেন আরিফিন শুভ?

তবে কি ঐশী-শুভ'র প্রেমের গুঞ্জন সত্যি? সংসার জীবনের ইতি টানতে চলেছেন আরিফিন শুভ?

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে থেমে থেমে বৃষ্টি,লঞ্চঘাটে আটকা পড়েছে ভোলাগামী শতাধিক যাত্রী

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে থেমে থেমে বৃষ্টি,লঞ্চঘাটে আটকা পড়েছে ভোলাগামী শতাধিক যাত্রী

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার