উত্তরায় ভুয়া ছাত্র-সমন্বয়কের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা
২৮ অক্টোবর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ১২:১৬ এএম
ভুয়া ছাত্র-সমন্বয়কের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে উত্তরার ব্যবসায়ীরা। গত কয়েক মাস যাবত এ চক্রের বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ি, ব্যাবসা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল ও মদের বারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এদের মধ্যে বেশির ভাগই হচ্ছে উত্তরা শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও রয়েছে আইইউবিটি টঙ্গী সরকারি কলেজ, সাউথ ইষ্ট ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। সরকারের পতনের পর থেকে তারা নিজেদেরকে সমন্বয় দাবি করে দলবদ্ধ ভাবে বিভিন্ন গার্মেন্টস ফেক্টরী, বাসা বাড়ি,অফিস আদালত, আবাসিক হোটেল ও মদের বারসহ বিভিন্ন গার্মেন্টস ফেক্টরীতে অভিযান চালিয়ে চাঁদা দাবি করে আসছে। মোটা অংকের চাঁদা পেলে তারা চলে যায়, চাঁদা না পেলে ব্যবসায়ীদের কে অকথ্য ভাষায় গালাগালি করে এবং পুলিশ দিয়ে হয়রানি করার ভয় দেখায়। সম্মানের ভয়ে ফ্যাক্টরীর মালিক, বাড়ীর মালিক, অফিসের মালিক এবং আবাসিক হোটেলের মালিকগণ কাউকে কিছু না জানিয়ে নিরুপায় হয়ে চাঁদা দিতে বাধ্য হয়।
ছাত্র সমন্বয় পরিচয়ে তাদের এহেন কর্মকান্ড ও চাঁদাবাজির ঘটনায় উত্তরায় সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাত্র সমাজের প্রতি মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তরায় বসবাসরত বিএনপির সিনিয়র নেতা মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, একটা চক্র ছাত্র আন্দোলনের অর্জনকে ম্লান করতে এবং ছাত্র সমাজের সুনামক্ষুন্ন করতে আওয়ামী লীগের দালালী করছে। প্রকৃত ছাত্র সমাজ কখনো এমন নিকৃষ্ট কাজ করতে পারে না। তারা আওয়ামী লীগ, যুব লীগের হয়ে এসব অপকর্ম করছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা মানুষের জানমাল রক্ষা ও সমাজে বিশৃঙ্খলা এড়াতে মসজিদ মাদ্রাসা ও মন্দির পাহাড়া দিচ্ছে। অথচ ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে একটা চক্র ব্যাবসায়ীদের টাকা পয়সা লুটপাট করে নিবে এটা হতে দেওয়া যাবে না। আমরা প্রশাসনের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎতেও থাকবো। চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ইনকিলাবকে বলেন, এ চক্রের জ্বালায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। তাদের বিরুদ্ধে বিচ্ছিন্ন অভিযোগ পাওয়ার পর তাদেরকে কয়েক দফা সর্তক করা হয়েছে। তারা সময় অসময় রাত বিরাতে ফোন করে থানা পুলিশকে বিরক্ত করতো। তাদের যন্ত্রণায় উত্তরা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। টাকার নেশায় এ চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। এ চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাত্র-প্রতিনিধি শাহ আলম বলেন, তারা এই ইউনিভার্সিটির নিয়মিত শিক্ষার্থী নয়, তাদের কারণে শান্ত মারিয়ামের বদনাম হচ্ছে। এখানকার কোন ছাত্র-ছাত্রী সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে ক্যাম্পাসে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। পাশাপাশি তাদের ভর্তি বাতিলের সুপারিশ করা হবে।
শিক্ষার্থীদের চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকায় বিষয়ে উত্তরা শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর গোলাম রাব্বানী ইনকিলাবকে বলেন, তারা গত এক মাস আগে জানতে পেরেছেন কিছু শিক্ষার্থী চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। এ সব ঘটনায় তারা যাচাই বাছাই করে জানতে পেরেছেন তারা শান্ত মারিয়াম ইউনিভার্সিটির নিয়মিত শিক্ষার্থী নয়। তারা টঙ্গীর কিছু শিক্ষার্থীদের প্ররোচনায় উত্তরায় এ সব অপকর্ম করে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।
এখানকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ বখাটে কিছু নামধারী ভূয়া ছাত্র-সমন্বয়কের হাতে নাজেহাল হয়েছে। সুযোগ বুঝে তারা কারণে অকারণে ব্যাবসায়ীদেরকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে সেনাবাহীনি ও পুলিশকে ধরিয়ে দিবে বলে হুমকি দিয়ে চাঁদাবাজির মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। দীর্ঘদিন যাবত ভূয়া সমন্বয় এ গ্রুপের অত্যাচারে ব্যাবসায়ীরা অতিষ্ঠ। আওয়ামী লীগ
গত বৃহষ্পতিবার রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি করার সময় দুইজন নারীসহ নয়জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ২৪ অক্টোবর উত্তরা ৩ নম্বর সেক্টর বেইজিং হোটেলে চাঁদাবাজি করা সময় যৌথবাহিনির হাতে তারা গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলো সিনথিয়া কবির (২৫), ইউআইবিটি বিশ্ববিদ্যালয়ে ৭ম সেমিস্টারের ছাত্রী। খান মোহাম্মদ ওয়ালিদ (২৭) অতীষ দিপংকর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। কাজী জুবায়ের (২২) এআইইউবি বিশ্ববিদ্যালয়ে ৪র্থ সেমিস্টারে লেখাপড়া করেন। রাইয়ান কবির অয়ন (২১) শান্তা মরিয়ম বিশ্বিদ্যালয়ে লেখাপড়া করেন। ইরফান পায়েল (১৯) ইউসিএইচইপি এ ৪র্থ সেমিস্টার ডিপ্লোমা (সিভিল)। বিভাষ বড়াল (২৮) সে ২০১৮ সালে টুঙ্গী সরকারি কলেজ হতে লেখাপড়া শেষ করেছেন। সূবর্না (২০) সে ২য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। মো. মনিরুল ইসলাম (৩০) সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। মো. নিহাদ (২৪) উত্তরা বিশ্ববিদ্যালয়েতে ৭ম সেমিস্টার। শিহাব (২৮) লেক ভিউ হাসপাতালে মালামাল সরবরাহ করেন। মুন (২৪) শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ে ৩য় সেমিস্টারে লেখাপড়া করেন। তানজিলা খানম (৩৮) শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয় হতে লেখাপড়া শেষ করেছেন। জাহাঙ্গীর, আপন (মাইলষ্টোন স্কুলের ছাত্র)। দিব্ব, উমিদ শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছেন।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর একদল দুষ্কৃতিকারী ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা ৩ নম্বর সেক্টর ৭ নম্বর সড়কে অবস্থিত বেইজিং হোটেলে প্রবেশ করে। প্রশাসনের অনুমতি ছাড়াই তারা অবৈধভাবে হোটেলে তল্লাশি চালায়। তারা হোটেলে অনৈতিক কাজ হয় বলে মালিকের নিকট পাঁচ লাখ টাকা দাবি করেন। এ সময় তারা হোটেলের রিসিপশনের ক্যাশ থেকে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদাবাজি করে নিয়ে যায়। যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে সেখান থেকে কয়েকজন চাঁদাবাজ পালিয়ে যায়। বাকীদের হাতেনাতে ধরে ফেলে যৌথ বাহিনী। গ্রেফতারের পর তাদের কাছ থেকে নগদ চাঁদাবাজির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা পলাতক আসামিদের কাছে রয়েছে বলে জানান তারা।
গত ১৮ অক্টোবর রাতে ১২ নং সেক্টর শাহ মাখদুম এভিনিউ রোডের ড. হারুনর রশিদ হাওলাদারের ফ্ল্যাট থেকে বিজিএমইএ ও শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র সমন্বয় পরিচয় দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা জোরপূর্বক ৮০ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। মামলার পর মারুফ হাসান পল্লব এবং আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেফতার করে।
ছাত্র-সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি বিষয়ে জানতে চাইলে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান ইনকিলাবকে বলেন, এ চক্রটির বিরুদ্ধে তাদের কাছে বিছিন্নভাবে দেয়া অভিযোগ ছিলো। যেহেতু তারা ছাত্র আন্দোলনের সময় কয়েকজন রাস্তায় ছিলো সে কারণে অভিযোগ পেয়ে আমরা তাদেরকে কয়েক দফা সতর্ক করেছি। তারা আমাদের কথা শুনেনি। আমরা তাদেরকে নজরদারিতে রেখেছিলাম। উত্তরাতে এমন আরো কয়েকটি ছাত্র নামধারী চক্র রয়েছে। আমার কাছে কোন অপরাধীর ছাড় নেই। অপরাধীদের বিরুদ্ধে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া