ঢাকা   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | ১৪ কার্তিক ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রী জাকির-সচিব মোস্তফা কারাগারে, ঢাবি ছাত্রলীগ নেতা রাকিব ও উর্মিসহ ৩ জন কারাগারে

Daily Inqilab কোর্ট রিপোর্টার

২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম

পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক ও মনিরুল ইসলামের পৃথক দু'টি আদালত এই আদেশ দেন।

এছাড়াও শাহবাগ থানায় হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার ও শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার উর্মিসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া অপর আসামি হলেন, ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোঃ সাহিল হোসেন।

গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাহমুদ হাসান ঢাবি ছাত্রলীগ নেতা রাকিব ও উর্মিসহ ৩ জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. রাগীব নূরের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গুলি করে শামীম হাওলাদার নামে এক ইলেকট্রিশিয়ানকে হত্যার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানায় করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে জাকির হোসেনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজু আহম্মেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় তিন রিমান্ড শেষে মোস্তফা কামাল উদ্দিনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ২৪ অক্টোবর সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন দিন চট্টগ্রাম থেকে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৫ অক্টোবর ঢাকার আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জাকির হোসেনের মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। ওই সময়ে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই জাকির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

২০০৮ সালের জাকির হোসেন নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি দ্বিতীয় বার নির্বাচিত হন। ২০১৯ সালে জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।

অন্যদিকে মোস্তফা কামালের মামলায় বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এসময় য্বুদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঢাবি ছাত্রলীগ নেতা রাকিব ও উর্মিসহ ৩ জনকে আটক রাখার আবেদনে বলা হয়: গত ১৫ জুলাই মামলার এজাহারনামীয়সহ অজ্ঞাত নামা আরও ৮০০-১০০০ জন মিলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরস্পর যোগসাজসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীগণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরের বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধ
আন্দোলনের অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের উপরে ইট, কাঁচ, কাঁচের বোতল, পাইপ, লোহার রড, লাঠি, হকিস্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র ইত্যাদি দেশি ও বিদেশি অস্ত্র দিয়ে দফায় দফায় হামলা চালায়।
আসামিরা ককটেল বিস্ফোরণ করে ও হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর গুলি করে। ঐদিন আওয়ামী সন্ত্রাসীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান, হল, মল চত্বর, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার, শহীদুল্লাহ হল, ইত্যাদি এলাকায় শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের গুরুতর আঘাত, ভাংচুরসহ মেয়ে শিক্ষার্থীদের শ্লীলতাহানি করে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

আবেদনে আরও বলা হয়, গত ৫ জুন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা আরোপ নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন নিয়ে সাবেক দলীয় সরকার গত ১৪ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করলে শিক্ষার্থীরা শান্তি পূর্ণভাবে এর প্রতিবাদ করে। এর প্রেক্ষিতে ১৫ জুলাই রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর বিপরীতে ছাত্রলীগ অবৈধ সমাবেশ করে এবং উক্ত সমাবেশের উদ্দেশ্য যেকোন মূল্যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরকে দমন করা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। কিছু শিক্ষার্থীরা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আসামিরা জরুরী বিভাগে প্রবেশ করে সেখানেও তাদের উপর হামলা চালায়। আসামিগন অত্র মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকে তৎকালীন সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশে তারা অপরাপর আসামিদের সহায়তায় অত্র মামলার ঘটনা ঘটিয়েছে। আসামিগণদের বর্ণিত নাম-ঠিকানা সন্দেহজনক। যাহা যাচাই বাছাই প্রক্রিয়াধীন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামির নাম-ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে আটল রাখা একান্ত প্রয়োজন। প্রকাশ থাকে যে, মামলার তদন্তের স্বার্থে পরবর্তীতে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আসামিগণদের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদক থেকে সমাজকে বাঁচাতে হলে কোরআন ও হাদিসের সঠিক শিক্ষা সন্তানদের দিতে হবে -ধর্ম উপদেষ্টা

মাদক থেকে সমাজকে বাঁচাতে হলে কোরআন ও হাদিসের সঠিক শিক্ষা সন্তানদের দিতে হবে -ধর্ম উপদেষ্টা

উৎপাদনে ২১১৩ পোশাক কারখানা, বন্ধ ৬টি

উৎপাদনে ২১১৩ পোশাক কারখানা, বন্ধ ৬টি

হাবের বার্ষিক সাধারণ সভা চেম্বারকোর্টে স্থগিত

হাবের বার্ষিক সাধারণ সভা চেম্বারকোর্টে স্থগিত

লগি বৈঠার তান্ডবকারীদের বিচার দাবীতে পঞ্চগড়ে গণ অবস্থান

লগি বৈঠার তান্ডবকারীদের বিচার দাবীতে পঞ্চগড়ে গণ অবস্থান

বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির

বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির

‘সংবিধানের দোহাই দিয়ে অযথা সময়ক্ষেপন করবেন না'

‘সংবিধানের দোহাই দিয়ে অযথা সময়ক্ষেপন করবেন না'

জিয়াউর রহমান, তারেক রহমান ও বাংলাদেশ

জিয়াউর রহমান, তারেক রহমান ও বাংলাদেশ

বগুড়ায় সাবেক এমপি রিপুর দেহরক্ষী নিঝুম জনতার হাতে আটক।। পরে পুলিশে সোপর্দ

বগুড়ায় সাবেক এমপি রিপুর দেহরক্ষী নিঝুম জনতার হাতে আটক।। পরে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অঙ্গনে সরকারি কারিকুলামে ইসলামী শিক্ষা

আন্তর্জাতিক অঙ্গনে সরকারি কারিকুলামে ইসলামী শিক্ষা

সঠিক অবস্থানেই আছে বিএনপি

সঠিক অবস্থানেই আছে বিএনপি

প্রকাশ্যে এলো ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

প্রকাশ্যে এলো ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

ইসরাইলে ট্রাক হামলায় হতাহত ৪১

ইসরাইলে ট্রাক হামলায় হতাহত ৪১

সুদানে আবারো আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ১২০

সুদানে আবারো আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ১২০

ধিক্কারের মুখে বক্তৃতা থামাতে বাধ্য হলেন নেতানিয়াহু

ধিক্কারের মুখে বক্তৃতা থামাতে বাধ্য হলেন নেতানিয়াহু

আগামী ২ নভেম্বর ঢাকায় আলা হযরত কনফারেন্স

আগামী ২ নভেম্বর ঢাকায় আলা হযরত কনফারেন্স

তাইওয়ানে বিলিয়ন ডলার মূল্যে মার্কিন অস্ত্র বিক্রি, চীনের হুঁশিয়ারি

তাইওয়ানে বিলিয়ন ডলার মূল্যে মার্কিন অস্ত্র বিক্রি, চীনের হুঁশিয়ারি

ইউরোপজুড়ে চ্যালেঞ্জের মুখে মুসলিমরা

ইউরোপজুড়ে চ্যালেঞ্জের মুখে মুসলিমরা

ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উ.কোরিয়ার, নিশ্চুপ সিউল

ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উ.কোরিয়ার, নিশ্চুপ সিউল

নিউ ইয়র্কে ট্রাম্পের সমাবেশে অশোভন ও বর্ণবাদী মন্তব্য

নিউ ইয়র্কে ট্রাম্পের সমাবেশে অশোভন ও বর্ণবাদী মন্তব্য

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের রেপ্লিকা’ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের রেপ্লিকা’ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার