স্বাধীন সার্বভৌমত্বে গেরুয়া হানা
০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের ইসকন আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে জাতীয় পতাকার উপরে সম্প্রদায়িক গোষ্ঠীর গেরুয়া পতাকা উড়িয়ে রাষ্ট্রের অখন্ডতাকে অস্বীকারের অভিযোগ আনা হয়েছে মামলায়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন।
বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন এক গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক বিশাল সমাবেশ থেকে নিউমার্কেট এলাকার জিরো পয়েন্টে স্বাধীনতা স্তম্বের উপর জাতীয় পতাকা উড়িয়ে দেয়। ছাত্র-জনতার রক্তভেজা সেই বিজয়ের ফসল বর্তমান সরকারের প্রতি রীতিমত বৃদ্ধাঙ্গুলি প্রর্দশন করে বিগত ২৫ অক্টোবর সনাতন জাগরণ মঞ্চের এক সমাবেশ শেষে ওই জাতীয় পতাকার উপর গেরুয়া রঙের পতাকা উড়িয়ে দেওয়া হয়।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখন্ডতার ওপর এমন গেরুয়া হানায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহল থেকে ভারতীয় হিন্দুত্ববাদী আরএসএসের কায়দায় চট্টগ্রাম নগরীতে সমাবেশ শেষে জাতীয় পতাকার চরম অবমাননার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি উঠে। এ প্রেক্ষাপটে বুধবার রাতে দুই যুবককে নগরীর সদরঘাট থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন- রাজেশ চৌধুরী ( ১৮) ও হৃদয় দাশ (২৫)। সিসি টিভির ফুটেজ বিশ্লেষন ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করার কথা জানায় পুলিশ।
এরপর ওই রাতেই থানায় রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। মামলার প্রধান আসামি ইসকন সংগঠক চিন্ময় কৃঞ্চ দাশ ব্রহ্মচারী সনাতন জাগরণ মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্রের দায়িত্বে আছেন। গত ২৫ অক্টোবর নগরীর লালদিঘী মাঠে সংগঠনটির উদ্যোগে মহাসমাবেশ হয়। সেখান থেকে বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় সমাবেশ এবং ঢাকা অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নিউমার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত ২৫ অক্টোবর লালদিঘী মোড়ে সনাতন মঞ্চের সমাবেশের দিন সু-পরিকল্পিতভাবে দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা প্রদর্শনের হীন উদ্দেশ্যে, দেশের অখন্ডতাকে অস্বীকার করার মানসে এবং দেশমাতৃকার সার্বভৌমত্বের প্রতীক স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শনপূর্বক অবমাননা করে নিউমার্কেটের জিরো পয়েন্টে স্তম্ভে জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা স্থাপন করে দেওয়া রাষ্ট্রের অখন্ডতাকে অস্বীকার করার সামিল।
এজাহারে আরো বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার ওপর আসামিরা তাদের ধর্মীয় পাতাকা উত্তোলন করে দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার তথা রাষ্ট্রদ্রোহ কর্মে লিপ্ত হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে শ্রেণি বিদ্বেষের জন্ম হয়েছে এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বাংলাদেশের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে নাগরিকদের মধ্যে শ্রেণি বিদ্বেষ ছড়িয়ে জাতীয় পতাকার অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগ আনা হয়। দ-বিধির ১২০(খ), ১২৪(ক), ১৫৩(ক), ১০৯ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের হয়েছে। পুলিশ জানায়, জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে, বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না। নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিধিমালাও লঙ্ঘন করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, মামলার আসামিদের মধ্যে রাজেশ চৌধুরী ও হৃদয় দাশকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। রাষ্ট্রদ্রোহ মামলার আসামিরা হলেন- ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পু-রীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে বুধবার রাতে ইসকন প্রবর্তক ধাম অফিসয়িাল ফেইসবুক পেজে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর সনাতনীদের ওপর চালানো হামলা, নির্যাতনের প্রতিবাদে আমাদের এ আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়।
হিন্দুদের সমাবেশে সিভাসুকে নিয়ে সাম্প্রদায়িক বক্তব্যের নিন্দা : লালদীঘিতে হিন্দু সম্প্রদায়ের সমাবেশে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু)কে নিয়ে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল এক বিবৃতিতে বলা হয়, শনিবার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের প্রেক্ষিতে সিভাসু কর্তৃপক্ষ জানতে পেরেছে, গত ২৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে আয়োজিত এক গণসমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পু-রীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সিভাসুকে নিয়ে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, ‘আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটিতে হিন্দুদেরকে চিহ্নিত করা হচ্ছে। মাঝখানে কিছুদিন থেমে গিয়েছিলো। আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। সিভাসু কর্তৃপক্ষ মনে করে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর এই বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্ববিদ্যালয়ের সুনামহানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে তিনি সিভাসু সম্পর্কে এমন বক্তব্য প্রদান করেছেন- যা কোনোভাবেই কাম্য নয়। সিভাসু কর্তৃপক্ষ দ্ব্যর্থহীনভাবে বলতে চায় যে, সিভাসুতে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। বরং শুরু থেকে অদ্যাবধি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে-যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাই, সিভাসু কর্তৃপক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
ঐক্য পরিষদের প্রতিবাদ : রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল এক বিবৃতিতে বলা হয়, অবিভক্ত ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের অন্যতম পীঠস্থান পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জনগোষ্ঠী যে মুহুর্তে অস্তিত্বের সংকটে পরে নিজেদের জীবন রক্ষায় ব্যতিব্যস্ত, সে মুহুর্তে এ মামলা তাদের আরো হতাশাগ্রস্থ করে তুলবে। সরকার এবং স্বার্থান্বেষী মহল সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করার যে অপচেষ্টা করছে, ঐক্য পরিষদ মনে করে এ মামলা সে প্রচেষ্টারই একটি অংশ। ঐক্য পরিষদ অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে সংখ্যালঘু জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ্যড. রানা দাশগুপ্তসহ ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাসমূহ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। এছাড়া ৩০ অক্টোবর ষড়যন্ত্রমূলক মামলায় যে দু’জন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি করছে। ঐক্য পরিষদের পক্ষে সভাপতি তাপস হোড় ও সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী উপরোক্ত বিবৃতি প্রদান করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর,ট্রাম্পের সাথে ফোনালাপ
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি: রিজভী
জীবন নামক রঙ্গমঞ্চকে বিদায় জানালেন কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র
ট্রাম্পের সম্মানে ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ‘ট্রাম্প টাওয়ার’
ইসরাইলি হামলায় লেবাননের উত্তরের আয়ন ইয়াকুব শহরে নিহত ১৪
রাজনৈতিক দলগুলোকে নতুনদের আকাঙ্ক্ষা ও মনোভাব বুঝতে হবে : নিউইয়র্কে মঞ্জু
জাবির তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ
না.গঞ্জ মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জনি গ্রেপ্তার
হাইমচর উপজেলা আ.লীগ নেতা ফখরুদ্দিন গ্রেফতার
কলাপাড়ায় সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার
২৩৭ কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতা সুমন গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে আওয়ামলীগের ২ নেতা আটক
৬ দিনের রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু
সিডনির বন্ডি এলাকায় ছুরিকাঘাতের মর্মান্তিক ঘটনা,তদন্তে উঠে এলো রক্তাক্ত ৩ মিনিটের কাহিনী
মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ ২ জন নিহত, আহত ৩
‘ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ : রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে বার্তা
উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি অনুমোদন,যুদ্ধক্ষেত্রে নতুন মোড়
সাবেক নির্বাচন কমিশনার জাকারিয়ার ইন্তেকাল
সাভারে মাথা-হাতবিহীন নারীর লাশ উদ্ধার
নিউজিল্যান্ডের সেবাকেন্দ্রে নির্যাতনের জন্য ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন