রাজধানীতে দুষ্কৃতকারীদের চক্রান্ত নির্মূলে প্রস্তুত পুলিশ

Daily Inqilab সাখাওয়াত হোসেন

১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম


রাজধানীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের কঠোর হস্তে দমন করতে প্রস্তুত পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ভেঙ্গে পড়া ঢাকা মহানগর পুলিশ গত তিন মাসের মধ্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া এবং নিষিদ্ধ রাজনৈতিক দলসহ যে কোন ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ ও র‌্যাব নিজেদের মধ্যে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। পুলিশ ও র‌্যাবকে সব ধরনের সহযোগিতায় মাঠে রয়েছে সেনাবাহিনী। ফলে দুষ্কৃতকারীদের যে কোন চক্রান্ত নির্মূল করতে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে নিষিদ্ধ রাজনৈতিক দল বা দুষ্কৃতিকারীরা রাজধানীতে আইন-শৃঙ্খলা অবনতি করা এবং সাধারণ মানুষের জানমালের হুমকির কারণ হয় এমন কর্মসূচি দেয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ডিএমপির একাধিক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ইসরাইল হাওলাদার সার্বক্ষণিকভাবে ডিএমপির মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা বাস্তবায়নে এসব কর্মকর্তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে নগরবাসী পুলিশের কাক্সিক্ষত সেবা পেতে শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যে ডিএমপির পুলিশের মধ্যে কাজের গতি ফিরে এসেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল। তাদের কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। তাদের কর্মসূচি আইন-শৃঙ্খলা বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ, মিছিল করার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গে কোনো প্রচেষ্টাকে বরদাশত করবে না।

ডিএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে রাজধানীতে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ যে সব সন্ত্রাসীমূলক ঘটনা ঘটছে প্রতিটি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির পাশাপাশি র‌্যাবের বিভিন্ন ইউনিট রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করতে রাত-দিন কাজ করে যাচ্ছে। একই সাথে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা করায় দ্রুত সময়ের মধ্যে পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অপরাধীদের কঠোর হস্তে দমন করছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় হুমকির কারণ হয় এমন কর্মসূচি কঠোরভাবে দমন করতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান ইনকিলাবকে বলেন, রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় র‌্যাব রাত-দিন কাজ করে যাচ্ছে। কোনো নিষিদ্ধ সংগঠন কোনো কর্মসূচি দিলে র‌্যাব পূর্ণশক্তি দিয়ে তা মোকাবিলা করবে। এছাড়া জনগণের নিরাপত্তায় হুমকির কারণ হয় এমন কোনো সমাবেশ বা কর্মসূচি যারাই করবে বা করার চেষ্টা করবে তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। র‌্যাব সারাদেশে পূর্ণ শক্তি ও সাধারণ মানুষের সহযোগিতায় দুষ্কৃৃতিকারীদের মোকাবিলা করে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান মন্তব্য করেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান ইনকিলাবকে বলেন, যে কোনো সময়ের চেয়ে এখন ঢাকা মহানগর পুলিশ সুসংগঠিত। নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল বা কোনো দুর্বৃত্ত রাজধানীর শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোন বিশৃঙ্খলা বা দুষ্কৃৃতিকারীকে বরদাস্ত করা হবে না। ঢাকা মহানগর পুলিশের অনুমতি ব্যতিত কেউ কোনো রাজনৈতিক কর্মসূচি বা জনসাধারণের জানমালের হুমকির কারণ হয় এমন কাজ করার চেষ্টা করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান মন্তব্য করেন।

পুলিশের কর্মকর্তারা বলছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী সরকারের পতনের পর সবচেয়ে ‘নাজুক’ পরিস্থিতিতে ছিল পুলিশ। কোটা সংস্কার আন্দোলন দমাতে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাদের। ফলে আওয়ামী সরকারের পতনের পর সারা দেশের অন্তত চার শতাধিক থানায় হামলার ঘটনাও ঘটে। সিরাজগঞ্জের একটি থানাতেই সাধারণ মানুষ হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। পুলিশ এর আগে এমন নাজুক পরিস্থিতির মুখোমুখি কখনোই হয়নি। থানায় এসে কারো ভাঙচুর এবং তা নিয়ন্ত্রণে সেনা সদস্যদের ডাকার ঘটনা এই প্রথম। সরকার পতনের পর প্রথম কয়েক দিন পুলিশ সদস্যদের ‘চরম আতঙ্ক’ নিয়ে রীতিমতো পালিয়ে ও আত্মগোপনে থাকতে হয়েছে। গত তিন মাসের মধ্যে বর্তমান সময়ে পুলিশের সব কর্মকর্তা ও সদস্য সাধারণ মানুষকে সাথে নিয়ে দায়িত্ব পালন করছেন। এখন আর পুলিশ সদস্যদের মধ্যে ভয় ও অস্বস্তি নেই। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হয়েছে এবং পুলিশ তাদের কার্যক্রম শতভাগ চালু করেছে।

পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা ইনকিলাবকে বলেন, সারাদেশেই পুলিশের স্বাভাবিক কার্যক্রম চলছে। থানায় কেউ অভিযোগ বা মামলা করতে গেলে তা নেয়া হচ্ছে। টহল ডিউটি দেয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান চলছে। ডিএমপিসহ দেশের সকল মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক বিভাগ সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তবে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। থানায় থানায় ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে পুলিশের যানবাহনগুলো আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তোরণের চেষ্টা চলছে পুলিশ বাহিনীতে। পুলিশ সম্পর্কে মানুষের অনেক বেশি নেতিবাচক ধারণা জন্ম নিলেও বর্তমানে তা কমে আসছে। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হচ্ছে। একইসঙ্গে যেকোনো অপরাধ সংঘটিত হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন