ফের সিন্ডিকেটের আনাগোনা
২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
স্বপ্নের দেশ মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সিন্ডিকেট চক্রের আনাগোনা শুরু হয়েছে। এতে বায়রার সাধারণ সদস্যদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট চক্রের (১০৩ জন) বিরুদ্ধে পল্টন থানায় মানবপাচারের মামলা দায়ের করা হলে ফ্যাসিস্ট পতিত হাসিনার সাবেক প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদ গ্রেফতার হয়ে কারাবন্দি। মামলার বাকি আসামিদের ব্যাপারে তদন্ত কার্যক্রমে ধীরগতি চলছে। পুলিশ কর্তৃপক্ষ সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন ও মালয়েশিয়ার বেস্টিনেট কোম্পানির মালিক আমিন নূরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য মালয়েশিয়া সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছে। মালয়েশিয়া সরকার এ ব্যাপারে কিছু কাগজপত্র চেয়ে বাংলাদেশ সরকারের কাছে লিখিত চিঠি দিয়েছে। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো তথ্যাদি মালয়েশিয়ায় পাঠানো হয়নি। সিন্ডিকেট বিরোধী আলোচিত উল্লেখিত মামলাটি বাদি আলতাব খানের অনুমতি ছাড়াই সিআইডিতে হস্তান্তরের জোর লবিং চলছে। গতকাল কুয়ালালামপুর থেকে মামলার বাদি আলতাব খান এ তথ্য জানিয়েছেন। আসামি পক্ষ থেকে বাদী আলতাব খানকে হুমকি দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। দেশটিতে কর্মী নিয়োগ বন্ধ হবার পর অতিসম্প্রতি দেশটির একমাত্র প্লানটেশন খাতে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, আগামী ১০ ডিসেম্বর ঘোষিত বায়রার দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখকে সামনে রেখে সিন্ডিকেট চক্রের সদস্যরা নির্বাচনের মাধ্যমে বায়রা দখলের জন্য উঠে-পরে লেগেছে। বায়রার কার্যকরী কমিটি থেকে পদত্যাগকারী একজন শীর্ষ নেতা গতকাল ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়া পল্টনের রিক্রুটিং ব্যবসায়ী মালয়েশিয়া সিন্ডিকেটের একজন অন্যতম সদস্য একটি রাজনৈতিক দলের নেতার নেতৃত্বে বায়রা দখলে নির্বাচনী মাঠে নেমেছে। মঙ্গলবার উচ্চ আদালত রিটের পরিপ্রেক্ষিতে বায়রার ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করেছে। আদালত আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণশুনানী সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঞ্চল্যকর মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আইনী লড়াই শুরু হলেও তদন্ত কার্যক্রম চলছে ধীরগতিতে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রাতে তদন্ত কর্মকর্তা নাজমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনার সামনা সামনি আসলে সব বলবো। ফোনে বলা যাবে না। সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠছে। স্বৈরাচারী হাসিনার প্রেতাত্মা সাবেক প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদ ও সাবেক প্রবাসী সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আসামি করে ১০৩ সিন্ডিকেটের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানায় একটি মানবপাচার আইনে (২০১২) দায়ের করা হয়েছে। মামলা নং ০৬ (০৩-০৯-২০২৪) পল্টন মডেল থানা। পটুয়াখালী জেলার কোটখালী গ্রামের আলতাব খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সাবেক মন্ত্রী ইমরান আহমেদ গ্রেফতার হলে বর্তমানে কারাবন্দি।
বিএমইটির সূত্র জানায়, ২০২২ সাল থেকে ৩১ আগস্ট পর্যন্ত সিন্ডিকেটের মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ কর্মী মালয়েশিয়ায় চাকরি নিয়ে যায়। একাধিক দালাল চক্রের হাত বদল হয়ে দেশটিতে চাকরি নিয়ে যেতে ভিটেমাটি, গবাদি পশু বিক্রি এবং চড়া সুদে ঋণ করে জনপ্রতি সাড়ে চার লাখ টাকা থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট চক্র। শুধু ভিসা প্রসেসিং এর নামেই গডফাদার রুহুল আমিন স্বপনকে প্রায় দেড় লাখ টাকা গুনতে হয়েছে বলে মামলায় অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিন্ডিকেট চক্রের গডফাদার ক্যাথারসিস ইন্টারন্যাশনালের প্রোপাইটর বায়রার সাবেক মহাসচিব মো. রুহুল আমীন (স্বপন), সদস্য রিক্রুটিং এজেন্সি এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিনার মনোনীত সাবেক এমপি লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, আহমেদ ইন্টারন্যাশনালের প্রোপাইটর সাবেক এমপি বেনজীর আহমেদ, রিক্রুটিং এজেন্সি ওভারসীজ লিমিটেডের চেয়ারম্যান সাবেক এমপি নিজাম হাজারি, ইউনিক ইস্টার্ণ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুর আলীসহ ১০১টি রিক্রুটিং এজেন্সির মালিককে (সাবেক প্রবাসী মন্ত্রী ও সচিবসহ) মামলায় আসামি করা হয়। এজাহারে আরো অজ্ঞাতনামা ৪০/৫০ জনকেও আসামি করা হয়।
রিক্রুটিং এজেন্সি আফিয়া ওভারসীজ (আর এল-১০১০)-এর প্রোপাইটর আলতাব খান এজাহারে উল্লেখ করেন বিবাদীগণ একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র। তারা দেশের উন্নয়নের অংশীদার প্রবাসী শ্রমিকদের বিদেশে চাকরি দেয়ার জন্য সংঘবদ্ধ সিন্ডিকেট মাফিয়া চক্র গড়ে তুলেন। বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার স্থলে অতিরিক্ত অর্থ আদায় করে হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশে ও বিদেশে গড়ে তুলেছে। উক্ত টাকা বিদেশে পাচার করেছে। দুই হাজারের অধিক রিক্রুটিং এজেন্ট থাকা সত্ত্বেও বিবাদীগণ মাফিয়া সিন্ডিকেট চক্র ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য তৈরি করে সংবিধানের পরিপন্থী জঘন্য অপরাধ করেছে। সাবেক প্রবাসী সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন চাকরিতে থাকা অবস্থায় তার মন্ত্রণালয়ের অধীনে তার নিজ ছেলেকে সিন্ডিকেট চক্রের সদস্য বানিয়ে ফায়দা লুটেছেন। ২০২২ সালের অক্টোবর মাসে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে আফিয়া ওভারসীজ দেশটি থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র সংগ্রহ করে। এসব কর্মী প্রেরণের প্রক্রিয়া শুরু করলে ১ ও ২ নং বিবাদী মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ১শ’ সিন্ডিকেটের মাধ্যমে কর্মী প্রেরণের নির্দেশ দেন। সিন্ডিকেটরা প্রত্যেক কর্মীর ভিসা প্রসেসিং বাবদ দেড় লাখ টাকা দাবি করে। ২ নং বিবাদী ড. আহমেদ মুনিরুছ সালেহীন বাদী আলতাব খানকে তার অফিসে ডেকে নিয়ে সিন্ডিকেটের দাবিকৃত চাঁদা না দিলে কাজ করতে পারবো না বলে হুমকি দেন। সিন্ডিকেটের এরূপ আচরণে আলতাব খানের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এজাহারে আরো উল্লেখ করা হয়, সিন্ডিকেটের এহেন আচরণ সহ্য করতে না পেরে সুপ্রিম কোটের হাইকোট ডিভিশনে রীট মামলা নং-৪৩৭/২০২৩ দায়ের করলে আসামিদের বিরুদ্ধে রুল ইস্যু হলে তারা ক্ষুব্ধ হয়ে বাদীকে আর ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। বাদী জীবনের ভয়ে ওই রীটটি প্রত্যাহার করেন বলেও এজাহারে উল্লেখ করেন। বায়রার সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী ইনকিলাবকে বলেন, বায়রার সাবেক মহাসচিব মালয়েশিয়ার ১শ’ সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন মালয়েশিয়াগামী লাখ লাখ কর্মীর কাছ থেকে প্রক্রিয়া ফি’র নামে দেড় লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে। সে জনশক্তি রফতানির খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মালয়েশিয়ার সিন্ডিকেট থেকে হাজার হাজার কোটি টাকা স্বপন বিদেশে পাচার করেছে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ রাখছেন। যেসব সিন্ডিকেট চক্র মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তিনি তাদের লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বায়রার সাবেক শীর্ষ নেতা মো. নূরুল আমিন গতকাল ইনকিলাবকে বলেন, মালয়েশিয়ার ১শ’ সিন্ডিকেট চক্র হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এসব পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আশুহস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, এসব চিহ্নিত সিন্ডিকেটের লাইসেন্স বাতিলের দাবিতে আমি শিগগিরই হাইকোটে মামলা দায়ের করবো। তিনি আরো বলেন, মালয়েশিয়ার সিন্ডিকেটের অন্যতম মাস্টারমাইন্ড একটি রাজনৈতিক দলের নামধারী নেতা ফের বিদেশি শ্রমবাজার সিন্ডিকেট করার জন্য বায়রা দখলের জন্য নির্বাচনী মাঠে নামতে শুরু করেছে। আগামী বায়রা নির্বাচনে সচেতন বায়রা সদস্যরা এসব চিহ্নিত সিন্ডিকেট চক্রকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের
মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন ভুটান রাষ্ট্রদূত
ইয়েমেন টনক নাড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের
মহাখালীতে রিকশা চালকদের অবরোধ : ট্রেন চলাচল বন্ধ
মহাখালীতে রেললাইনে ব্যাটারিচালিত রিকশা রেখে চালকদের অবরোধ, শহরজুড়ে তীব্র যানজট
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া ২৪ নারী-পুরুষ
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে যা বলছে নেটিজেনরা
উ.কোরিয়ার চিড়িয়াখানায় সিংহ ও বাদামী ভাল্লুক উপহার দিলেন পুতিন
"আমি 'স্টারবাকস বর্জন করি আপনাদেরও করা উচিত"
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে
বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না জাবির শিক্ষার্থী রাচির
লাওসে বিষাক্ত মদের বিষক্রিয়ায় পর্যটকের মৃত্যু
বিদায় বেলা ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
ইউক্রেন যুদ্ধ,রাশিয়া-যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতা!
রাজধানীর বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভে ব্যাটারিচালিত রিকশাচালকরা : চরম ভোগান্তি
সেন্ট মার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেভাবে পাবেন
রাসিকের মাষ্টাররোলে নিয়োজিত ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ৩৬, আহত ৫০
অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ কার্যকর হবে কি?
ক্ষেপণাস্ত্রের পর এবার ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে স্থলমাইন ব্যবহারের অনুমতি দিলেন বাইডেন