২ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ট্রেন যাবে ঢাকায়
২৬ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ট্রেন যাবে ঢাকায়। সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। থাকবে ১২টি বগি। ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরআগে ঢাকা-ভাঙ্গা-যশোর-খুলনা রুটে ৩ দফায় পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। সর্বশেষ রোববার দুপুরে ১২টি বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে নড়াইল হয়ে খুলনায় আসে ট্রেনটি।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা খুলনা রেলপথে রোববার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন চালু হওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে আনন্দ দেখা গেছে। পদ্মা সেতুর ওপর দিয়ে এখন নিয়মিত ঢাকা-খুলনা ট্রেন চলাচল করবে। বর্তমানে ঢাকা-ভাঙ্গা-যশোর হয়ে খুলনার দূরত্ব হবে মাত্র ১৭২ কিলোমিটার। খরচ ও সময় দুটিই সাশ্রয় হবে। প্রস্তাবনা অনুযায়ী, সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসসহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়।
প্রতিদিন ভোর ৬টা, বেলা সাড়ে ১২টা, দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে। এতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা।
ঢাকা-নড়াইল-খুলনা রুটে শেষ হয়েছে ট্রেনের ট্রায়েল। শেষ পরীক্ষায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে খুলনা পৌঁছায় রোববার দুপুর ১টা ১০ মিনিটে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘণ্টায় ১শ’ কিলোমিটার গতিতে ঢাকা থেকে খুলনা স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল। ১২টি বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক খুলে দেয়া হয়। তখন ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ চালু হয়। এবার ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার যোগ হচ্ছে। এতে ঢাকা থেকে যশোরের ১৬৯ কিলোমিটার রেলপথে সরাসরি যোগাযোগ চালু হতে যাচ্ছে।
রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-২) বীরবল মণ্ডল জানান, ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে ভাঙ্গা জংশন থেকে নতুন রুটে নড়াইল-কাশিয়ানি এবং যশোরের সিঙ্গিয়া স্টেশন হয়ে খুলনায় যায়। ঢাকা থেকে খুলনার এই রুটটি নতুন। যে কারণে এই রুটে নতুন ট্রেন চালানো হবে।
রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, রোববার ঢাকা থেকে নতুন রুটে ট্রেনটি খুলনা অভিমুখে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। নতুন ট্রেনের নামকরণ কি হবে তা জানা যায়নি। নতুন ট্রেনে ১২টি যাত্রীবাহী বগি থাকছে। এরমধ্যে এসি চেয়ার এবং এসি সিøপার বগিও রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও শিডিউল পেলেই নতুন ট্রেন চলাচল শুরু করবে।
ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, রোববার আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে খুলনা ট্রায়াল ট্রেন চালু হয়েছে। আগামী ১ ডিসেম্বর উদ্বোধন করা হতেপারে বাণিজ্যিক চলাচল। প্রতিদিন থেকে তিনটি ট্রেন ঢাকা থেকে খুলনায় চলাচল করবে। সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।
রেলওয়ের খুলনা ট্রাফিক ইন্সপেক্টর হংশুমান রায় তপু জানান, আমরা আশা করছি ডিসেম্বরের ১ বা ২ তারিখ থেকে আমরা স্বাভাবিক চলাচল শুরু করতে পারবো। এরিমধ্যে জনবল প্রেরণ করা হয়েছে। নতুন জনবল নিয়োগ না দিয়ে আমরা অন্য সেটআপের জনবল দিয়ে শুরু করছি।
রোববার পরীক্ষামূলক চলা ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি বলেন, প্রথমে আমরা এই অঞ্চলের যাত্রী ও জনসাধারণকে ধন্যবাদ জানাই। তারা অনেক দিন ধরে অপেক্ষায় আছে। আমরা সফলভাবে তিনটি ট্রায়াল সম্পন্ন করেছি। আমরা দেখলাম ৩ ঘণ্টা ৪৫ থেকে ৫০ মিনিটে সময় লেগেছে। আমাদের এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং টেকনিক্যাল কর্মকর্তা সবাই উপস্থিত ছিলেন। আমাদের পরিকল্পনা আছে ডিসেম্বরে প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেনের যাত্রা শুরু করা।
রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন বলেন, পদ্মা হয়ে ঢাকাণ্ডখুলনা রুটে কতটি ট্রেন চলবে তা এখনো চূড়ান্ত করতে পারিনি। আমাদের পর্যাপ্ত কোচের সংকট আছে। যে পরিমাণ চাহিদা তা পূরণ করতে হলে সমন্বয় করে চালাতে হবে। আমরা চেষ্টা করব আমাদের সীমিত সম্পদ নিয়ে মানুষের সর্বোচ্চ সেবাটা করা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ