মরা পদ্মার চরে সবুজের সমারহ রকমারী ফসলে ভরছে চর
৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
মরা পদ্মায় বছরের মাস দুয়েক পানি থাকে। এরপর বিশাল চর। যেখানে পলি জমে সেখানে কৃষক প্রানান্তকর প্রচেষ্টা চালায় ফসল ফলানোর। চরের বুকে চলে মরুদ্যান বানানোর চেষ্টা। ফারাক্কা দিয়ে পদ্মাকে মেরে ফেলার পর মাইলের পর মাইল বুকজুড়ে চর। তলদেশ ভরাট হতে হতে আঠারো মিটার পুরু হয়ে গেছে। রাজশাহীর পদ্মা নদীর বিভিন্ন চরে ১২ ধরনের ফসলের চাষ হচ্ছে। জেলার ১৪টি চরের ১৪ হাজার ৮৫৩ হেক্টর জমিতে বছরের নয় মাস থাকে নানান ফসল। স্বল্প খরচে ফসল ফলানো আর বিক্রি ব্যবস্থা ভাল হওয়ায় চরের অর্থনীতিতে ভূমিকা রাখছে কৃষি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, পদ্মার চরে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফসল চাষ শুরু হয়। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে গম, ভূট্টা, মসুরের চাষ শুরু হয়েছে। চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। গত বছর ১০ হাজার ১৮৭ হেক্টর চারের ভূমিতে মসুর, গম, সরিষা বিভিন্ন শাকসবজি, ভূট্টা, পেয়াজ, রসুন, আদা, আলু, মাসকালাই, চিনাবাদাম ও ধনেপাতার চাষ হয়েছিল। জানাগেছে, রাজশাহী জেলায় মোট ৯ উপজেলার মধ্যে পবা, গোদাগাড়ী, চারঘাট ও বাঘায় পদ্মা নদীর চর রয়েছে। এসব উপজেলায় চর রয়েছে ১৪টি। এরমধ্যে পবার চর মাজারদিয়াড় ও চর খিদিরপুর, গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ও চর দিয়ার মানিকচর এবং চারঘাটের টাংগন উল্লেখযোগ্য। প্রায় ৫ হাজার ৮১৬ হেক্টর জমির আয়তন নিয়ে সবচেয়ে বড় চর মাজারদিয়াড় ও চর খিদিরপুর। গত অর্থবছরে ১৪টি চরের অন্তভূক্ত মোট জমি ছিল ১৪ হাজার ৮৫৩ হেক্টর। এরমধ্যে ১০ হাজার ১৮৭ হেক্টর জমিতে ফসল আবাদ হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চর এলাকার ১১টি ব্লকে মোট জমি রয়েছে ১৪ হাজার ৪৪ হেক্টর। এরমধ্যে ৭ হাজার ৯৪৮ হেক্টর জমিতে আবাদ হয়ে থাকে। আর ১৫ হেক্টর জমি পতিত রয়েছে। চরাঞ্চলের ২ হাজার ৯৮ হেক্টর জমিতে বছরে এক ফসল হয়। আর ৪ হাজার ১৭০ হেক্টর জমিতে দুই ফসল এবং বাকি ১ হাজার ৮১৯ হেক্টর জমিতে আবাদ হচ্ছে তিনটি ফসল।
বাঘার চকরাজাপুর ইউনিয়েনের আতারপাড়া চরে গিয়ে দেখা যায়, বিস্তুীর্ণ চরজুড়ে চলছে গম, মসুর ও ভূট্টার চাষ। এসব ফসল চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। যদিও এই চরটির এক অংশ কুষ্টিয়া জেলার মধ্যে পড়ছে। চরটি আবার ভারতীয় সীমান্ত ঘেষা। কাটা তারের বেড়ার পাশে বাংলাদেশ সীমান্তে কৃষকদের নানান ফসল চাষে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। শুধু তাই নয় চরের কৃষিতে আধুনিক ছোঁয়া লেগেছে। পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে জমি। এই চরের রুবেল ও সাইফুল ইসলামের সাথে কথা বলে জানাগেছে, এ বছর চরে ভালো কলাইয়ের চাষ হয়েছে। স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে বাঘা ও কুষ্টিয়ার চরের কালাই রাজশাহীর বানেশ্বরে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। তারা বলেন, বর্তমানে চরের জমিতে গম, মসুর ও ভূট্টার চাষ শুরু হয়েছে। পদ্মার চরে উর্বর পলির কারনে ফসল চাষে তেমন সারের প্রয়োজন হয়না। ফলে অল্প খরচে ফসল উৎপাদন হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, চরাঞ্চলে পলিমাটির সুবিধা পাওয়ায় সার কম লাগে। তবে পানির সমস্যা সমাধানে ছোট ছোট পাম্প মেশিন বসালে তাদের জন্য সুবিধাজনক হবে। এতে চরাঞ্চলের অর্থনীতি আরও চাঙ্গা হবে। এখানে একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌকা। কৃষি ছাড়া সব ধরনের পন্য আনা নেওয়ার একমাত্র মাধ্যম নৌকা।
চরের কিটনাশক ব্যবসায়ী জানায়, চরের ফসলে কম সারের প্রয়োজন হয়। চর ছাড়া অন্য জমিতে যেখানে কোনো ফসলের ক্ষেত্রে তিনবার লাগে। কিন্তু চরের ফসলে একবার সার দিলে হয়। এ থেকে কৃষকের সারের খরচ বেঁচে যায়। রাজশাহী কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক উম্মে ছালমা জানান, চরে প্রায় ১২ থেকে ১৩ ধরনের ফসল হয়। বর্তমানে গম, ভূট্টার চাষ চলছে। পর্যায়ক্রমে আরও ফসলের চাষ হবে। চরাঞ্চলে অর্থকরি ফসলে অনেক কৃষকের ভাগ্য বদলেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি