ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ আজ

ভারত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে-পীর সাহেব চরমোনাই

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম

ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
গতকাল সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এধরনের হামলা, পতাকা পুড়িয়ে ফেলা এবং কূটনৈতিকদের উপর আক্রমনের ঘটনাকে অনভিপ্রেত, অনাকাক্সিক্ষত ও উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কলকাতা ও আগরতলায় ভারতের সরকার দলীয় উগ্র কর্মীরা বাংলাদেশ উপহাইকমিশনে হামলা করেছে। এমনকি দূতাবাসের ওপর থেকে বাংলাদেশি পতাকা নামিয়ে টেনে হেঁচড়ে ছিড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজেপি সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ভারতে একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে যে হামলা চালানো হয়েছে কোন সভ্য জাতি তা করতে পারে না।
ইসলামী আন্দোলনের আমীর বলেন, বিশ্বে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের দাবীদার ভারত আজ প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ জন্য ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ভারত সরকার বাংলাদেশ হাইকমিশন, উপহাইকমিশনসহ কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ সরকারের উচিত হবে ভারত থেকে মিশন ফিরিয়ে আনা। তিনি বলেন, বর্তমানে সরকার দলীয় উগ্রপন্থীদের হুমকির মুখে কলকাতা ও আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও উপহাইকমিশন চরম নিরাপত্তাহীনতা বোধ করছে। আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা বিধান করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পীর সাহেব চরমোনাই। আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় উস্কানির প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : এদিকে, রাতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে দেশটির পুলিশের সহযোগিতায় উগ্রবাদী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে দলের সিনিয়র সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফির সভাপতিত্বে নেতৃবৃন্দ বলেন, ভারত ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ভারত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ভারত বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ উত্থাপন করতে হবে। ভারতকে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ : এদিকে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান গতকাল রাতে এক বিবৃতিতে বলেন, ভারত সরকার আর কত নীচে নামবে। তারা বাংলাদেশকে বিশৃঙ্খল করার উদ্দেশ্যে আভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে যেমন কলকাঠি নাড়ছে তেমনি তাদের দেশেও সকল কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বিভিন্ন দল ও গোষ্টিকে দিয়ে বাংলাদেশর দূতাবাস গুলোতে হামলার মত ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, ভারতের এই ঘৃণ্য মানসিকতা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। তাদের এহেন নোংরা কর্মকান্ড কোন আদব কায়দা বা ভদ্রতার মধ্যেই পড়েনা। তিনি ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় গতকাল বিকেলে হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনটির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভারত সরকারের নিকট হামলার নায়কদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। তিনি বাংলাদেশ সরকারকে ভারতের এহেন নোংরা এবং শিষ্টাচার বিবর্জিত বেআইনী ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিষয়ে জাতিসংঘে উত্থাপন করার আহ্বান জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম রাতে এক বিবৃতিতে ভারতের আগরতলায় বাংলাদেশি উপহাইকমিশনে উগ্র হিন্দু সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ভারত মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারবার। ভারত একটি ধ্বজাধারী গণতন্ত্রের দেশ। তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। উগ্র হিন্দুরা দেশটিতে বারবার মসজিদ ভেঙ্গে মন্দির করছে। তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি প্রভু হয়ে থাকতে চায়। তাদের নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদী ও সন্ত্রাসী হিন্দুরা হামলা করেছে। বাংলাদেশের ২০ কোটি জনগণ তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে। তিনি বলেন, ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা আমাদের কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তার প্রমাণ আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশনে হামলা। আমরা ৭১ দেশ স্বাধীন করেছি। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছি। সুতরাং বাংলাদেশের কোন কিছু হলে দল-মত নির্বিশেষে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। প্রয়োজনে আমরা ভারত দূতাবাস ঘেরাও করবো। তিনি ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতি উদাত্ত আহবান জানান।

খেলাফত মজলিস : ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। রাতে এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। আজকে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে। আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরেণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন সভ্য দেশে এই ধরণের বিদেশী দূতাবাসে হামলার ঘটনা ঘটতে পারেনা। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোরজন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক

ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া

ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া

লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ

‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’

‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩

সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ

টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?

টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?

বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব

সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার

সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার

বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার

বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার

টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক

টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক

এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব

এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব

প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি

ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!

ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা

ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ

ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ

রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার

রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার