ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে নিয়োগ বাণিজ্যের ভিডিও ফাঁস
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলে নিয়োগ বাণিজ্যের ভিডিও ফাঁস হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে হৈচৈ পড়ে গেছে। মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ঘনিষ্ট বন্ধু গোলাম রসুলকে ভিডিও ফুটেজে বলতে শোনা গেছে, এমপি, এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন ব্যক্তির তদবিরে তিনি কিভাবে চিনিকলে শ্রমিক কর্মচারী নিয়োগ করেছেন। দৈনিক ইনকিলাবের হাতে আসা একটি ভিডিওতে নিয়োগ বাণিজ্যের এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ভিডিওতে দেখা গেছে, মোবারকগঞ্জ চিনিকলের ক্যান্টিনের পাশে একটি গোল ঘরে বসে শ্রমিক নিয়োগের বিষয়ে সাথে কথা বলছেন গোলাম রসুল। সেখানে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মেহেদী হাসান সজলকেও দেখা গেছে। ১ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওতে গোলাম রসুল বলতে শোনা যায়, ‘একশ’ একটা লোক। এইবার ভাগ করো, এমপি ৫০টা চলে গেল, কাউন্সিলর সজলকে দেখিয়ে বলছেন, ইরা চলে গেল ১৭, তাহলে কয়টা থাকে? পাশ থেকে একজন বললেন তাহলে থাকে আর ৩৪টা। এবার আমার (গোলাম রসুল) শ্রমিক ইউনিয়নে ১৫টা বাদ দাও। এবার থাকে ১৯টা। এবার এসো এনএসআই, ডিজিএফআইসহ প্রশাসনিক তদবির, সেখানে গিয়েচে তিনডে। এবার হেড অফিসে গিয়েচে ৫টা। পাশ থেকে একজন বলে উঠলেন, তাহলে তো আপনার থাকছেই না। উত্তরে শ্রমিক নেতা গোলাম রসুল বলেন, আমি ওইটুকুর উপরেই দাঁড়িয়ে আছি।
ভিডিওতে তিনি আরো বলেন, অথচ অন্য নেতারা হলে এমপির ১০টা দিয়ে এদিকে মেইন-টেইন করে চালিয়ে চলে যেত। এইজন্য কালকে আমি এমপির বলেই ফেলিলাম, যে অনেক তেল হয়ে গিয়েছে। এরপর যদি বেশি চাপাচাপি করো, তাহলে আমি নিয়োগ বন্ধ করে দেবো। আমার আর একবছরই আছে, আমি ওভারটাইম দিয়ে চালিয়ে যাবো। আমিতো ওভারটাইম বন্ধ করে দিয়ে অনেক মেকানিজম করে কাজটা করলাম’।
তথ্য নিয়ে জানা গেছে, কোটি কোটি অবৈধ সম্পদের মালিক গোলাম রসুল ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের প্রভাব খাটিয়ে মোবারকগঞ্জ চিনিকলে দেদারছে নিয়োগ বাণিজ্য করেছেন। এভাবে তিনি রাতারাতি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। তার কথার বাইরে গেলে চিনিকলের শ্রমিকদের কপালে নেমে আসতো নির্যাতনের খড়গ। মোবারকগঞ্জ চিনিকলের ক্যান্টিনের পাশের এই গোলঘর আওয়ামী লীগের ১৬ বছর রীতিমত টর্চার সেলে পরিণত হয়। টানা দুইবার বিনা ভোটে শ্রমিক ইউনিয়নের সভাপতি হয়েছেন গোলাম রসুল। তার বিরুদ্ধে ২৪ জন সিডিএর কাছ থেকে পদোন্নতির নামে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যা চিনিকলটির হেড অফিস তদন্ত করছে। একাধিক মামলার আসামি দুর্নীতিবাজ গোলাম রসুল এখনো গ্রেফতার না হওয়ায় চিনিকলের নির্যাতিত শ্রমিক কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন।
গত ৫ আগস্টের পর থেকে গোলাম রসুল পলাতক থাকায় তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপক সাইফুল আলম। তিনি জানিয়েছেন শ্রমিক নিয়োগে টাকা লেনদেনের বিষয়ে গোলাম রসুলের বিরুদ্ধে ২৪টি অভিযোগ পেয়েছি। সেগুলো তদন্ত করা হয়েছে। কিন্তু এসব লেনদেনের সাথে আমরা বা মিলের কোনো কর্মকর্তা জড়িত না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত