কঠোর আইনেও নারী শিশুর প্রতি সহিংসতা কমছে না
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মুজিবর রহমান মিয়া বিচার বহির্ভূত হত্যা, খুন, গুম প্রতিরোধকল্পে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেছেন। তিনি বলেন, দেশে কঠোর আইন থাকলেও নারী ও শিশুর প্রতি সহিংসতা কমছেই না। সাংবাদিকদের বাক স্বাধীনতার উপর জোর দিয়ে তিনি সুশাসন প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতে জনস্বার্থে রিট করার ক্ষেত্রে আইনজীবীদের আরো সতর্ক হওয়ার তাগিদ দেন।
গতকাল শনিবার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন- বিএইচআরএফ এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান গণতন্ত্র ফিরিয়ে আনতে জুলাই অভ্যুথানের শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। নতুন এই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। যেখানে খুন হয়, মিথ্যা মামলা হয়, সাংবাদিকদের কণ্ঠ রোধ করা সে দেশে মানবাধিকার রক্ষা করা অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ। মৌলিক অধিকার ও ভোটাধিকার এক নয়। তিনি প্রশ্ন করে বলেন, ভোটাধিকার সাংবিধানিক অধিকার আমরা কি প্রজা মানসিকতার নিয়ে বেঁচে থাকতে চাই? বিগত সরকার গণতন্ত্রের নামে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে মানবাধিকার হরণ করেছে। দেশের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে ঢাকা বুদ্ধিজীবি শহীদ মিনারের পিছনে জুলাই বিপ্লবের শহিদদের গুম করে রাখা গণকবরের উল্লেখ করে এটর্নি জেনারেল আসাদুজ্জজামান আবেগ আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, গণপ্রজাতন্ত্রী শব্দটি জনগণকে প্রজা হিসেবে দেখছে। তা পরিবর্তন করা দরকার। মানবাধিকার সম্পর্কে আরো ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। বিভিন্ন দেশ যে মানবাধিকার লংঘিত হচ্ছে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। প্রতিটি মানুষকে নিজ অধিকার ও অন্যের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।
বিশেষ অতিথি জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বলেন, হাত পা থাকলে মানুষ হয় না, মানুষ হতে হলে বিবেক থাকতে হব, থাকতে হবে শুদ্ধাচার।
অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সূফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সততা না থাকলে সব ক্ষেত্রে হতাশা ছড়িয়ে পড়বে।
বিএইচআরএফ চেয়ারপারসন অ্যডভোকেট এলিনা খান বলেন, প্রত্যেকে আমরা দায়িত্বের প্রতি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি সৎ ও সচেতন থাকতে হবে। সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে আরো উদ্যোগী হতে হবে। আত্ম মানবতার সেবায় কাজ করার জন্য নিরলস প্রচেষ্টা করে যেতে হবে। যেখানেই মানবাধিকার লংঘন সেখানেই আমাদেরকে সোচ্চার হতে হবে।
সংগঠনের মহাসচিব এএম জিয়া হাবীব আহসান বলেন, ভবিষ্যতে যারা মানবাধিকার কর্মকান্ডে অবদান রাখবে তাদেরকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে। তিনি সøাইড শো’র মাধ্যমে সবার সামনে বাংলাদেশ ও বিশ্বে আলোচিত ঘটনাগুলির ডকুমেন্টারি প্রদর্শন করেন। বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার