জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মুখ এতিম সাইফুলের পাশে নেই কেউ

পাকস্থলি ভেদ করে গুলি রয়ে যায় কিডনির পাশে

Daily Inqilab হাসান-উজ-জামান

১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম


অভাবের কারণে মাধ্যমিক শেষ করেও কলেজে যাওয়ার সুযোগ মেলেনি সাইফুল ইসলামের। এরই মধ্যে ২০১৩ সালে একই বছরে হারান বাবা-মা দু’জনকেই। বেঁচে থাকার তাগিদে চাকরি নেন চট্টগ্রামের কর্ণফুলির একটি মাছ ধরার জাহাজে। বেশিরভাগ সময় কাটতো সাগরে। জাহাজ ছেড়ে যাবার পর কমপক্ষে একমাস সাগরে অবস্থান করতে হতো। দু’চার দিনের মধ্যে আবারো সাগরে যেতে হতো। সমুদ্রের জীবন ভালো না লাগায় কিছুদিন পর ছেড়ে দেন জাহাজের চাকরি। খুঁজছিলেন বিকল্প আয়ের পথ। ৪ ভাই আর দুই বোনের সবারই আলাদা সংসার। বেকারত্বের অভিশাপে আটাস পেরেনো সাইফলের বিয়েটাও করা হয়নি।
নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন যাদবপুর গ্রামের নুরুল হকের পুত্র সাইফুল। বসবাস করতেন নিজ এলাকাতেই। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ছাত্রদের পক্ষে তিনি রাস্তায় ছিলেন সক্রিয়। আগস্টের আগে থেকেই সরকার পতনের এক দফা আন্দোলন তখন নির্জন গ্রাম পর্যন্ত বিস্তৃত। গত ৪ আগস্ট দুপুরে নোয়াখালীর মাইপাল ব্রীজের নীচে তখন অবরোধ ছিলো সাধারণ মানুষের। সাইফুল সেখানে নিজেও ছিলেন অবরোধকারীদের একজন। ঘটির কাটায় বেলা তখন দেড়টা। মাইপাল ব্রীজের নিচে তখন পুলিশের বাধা পেরিয়ে আন্দোলনকারীদের সামনে আগানোর চেষ্টা। এ সময় নির্বিচারে গুলি চালায় পুলিশ। সে যেন এক ভয়াবহ পরিস্থিতি। নির্দয় পুলিশের ছোড়া একাধিক একাধিক গুলি বিদ্ধ হয় সাইফুলে শরীরে। রক্তে ভেসে যায় শরীর। আর তখনি জ্ঞান হারান সাইফুল। কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরলে নিজেকে আবিস্কার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায়। সেখানে টানা ২৪ দিন চিকিৎসা চলে তার। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফুলের বাম পায়েই ৮টি গুলি বিদ্ধ হয়। চট্টগ্রাম হাসপাতালের চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে পা থেকে ৬টি গুলি বের করেন। পিস্তলের দু’টি গুলি এখনো বের করা সম্ভব হয়নি। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গুলিটি বিদ্ধ হয়েছে তার পেটে। পুলিশের ছোড়া একটি গুলি তার পেট ভেদ করে পাকস্থলি ছিড়ে এখনো আটকে আছে কিডনির পাশে। চিকিৎসকদের বরাত দিয়ে সাইফুল বলেন, গুলিতে ছিড়ে যাওয়ায় তার পাকস্থলি ও রক্তনালীতে ৮টি জোড়া দিতে হয়েছে। কিন্তু গুলি বের করা সম্ভব হয়নি। গুলিটি বের করতে গেলে কিডনি এমনকি মূত্রথলি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। ঝুঁকি নিয়ে গুলি বের করা গেলেও সুমনকে বাঁচানো সম্ভব হবেনা। তাই দেশের চিকিৎসকরা গুলি বের না করার পক্ষেই মত দিয়েছেন।
এহেন পরিস্থিতিতে ২৪ দিন পরে সাইফুলকে চট্টগ্রাম হাসপাতাল থেকে রেফার করা হয় ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউটে। সেখানে ৮ দিন চিকিৎসার পর পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে। সিএমইচ-এ তার চিকিৎসা চলে টানা ৯ দিন। পরে সেখান থেকে রেফার করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। বর্তমানে এখানে চিকিৎসা চলছে তার। সাইফুল বলেন, চিকিৎসকদের আলোচনা থেকে তিনি জানতে পেরেছেন হয়তো বিদেশে নিয়ে চিকিৎসা করালে তার শরীরে বিদ্ধ গুলিটি বের করা সম্ভব।
হাসপাতালের বেডে শুয়ে থাকা সাইফুল এ প্রতিনিধিকে আক্ষেপ করে বলেন, তার মা-বাবা বেঁেচ নেই। ভাই- বোনদের সবাই যে যার মতো করে নিজেদের নিয়ে ব্যস্ত। সবারই আলাদা সংসার। মা বেঁচে থাকলে এহেন পরিস্থিতিতে আমার পাশেই থাকতেন। কিন্তু হাসপাতালে তাকে দেখার মতো কোনো প্রিয়জন বা স্বজন নেই। বর্তমানে সামান্য হাঁটাচলা করতে পারেন সাইফুল। হাসপাতাল জীবনে তার পাশে নার্স ও আয়া ছাড়া কারো কোনো সেবা পাননি। ভাইদের মধ্যে একজন মাঝে মধ্যে ফোন করে খোঁজ খবর নেন। দেখতেও এসেছিলেন। সাইফুল যখন কথা বলছিলেন, তখন তার মধ্যে হতাশা ভর করছিলো। তিনি কথা বলার ভঙ্গি ও আচরন বলে দেয় তিনি মানষিকভাবে বেশি ভেঙ্গে পড়েছেন।
জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১২ ডিসেম্বর এক লাখ টাকা আর্থিক অনুদান পেয়েছেন সাইফুল। তিনি বলেন, নগদ টাকার চেয়ে তার কাছে একটি চাকরি বেশি প্রয়োজন। ২০১১ সালে মেট্রিক পাস করা সাইফুল আন্দোলনে যুদ্ধাহত কোটায় নিজের যোগ্যতা অনুযায়ী একটি চাকরির জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, এ দাবি শুধু তার একার নয়, এ দাবি জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সবার। সাইফুল আরও দাবি করেন, তাকে যেন দ্রুত বিদেশে নিয়ে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে শরীর থেকে গুলি বের করা হয়। অন্যথায় বেঁচে থেকেও জীবনের পরিপূর্ণতা থেকেই যাবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার