অভিনব কায়দায় পণ্য লোপাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় চক্রের ৪ জন গ্রেফতার

কাভার্ড ভ্যানের সিলগালা অক্ষত রেখেই সরিয়ে নেয় মালামাল

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম


কাভার্ড ভ্যানের তালা এবং সীলগালা অক্ষত। সেটি নিরাপদেই পৌঁছে গেছে আমদানিকারকের গুদামে। কিন্তু পরে দেখা গেছে, যে পরিমাণ পণ্য বন্দর থেকে কাভার্ড ভ্যানে তোলা হয়েছে তা গুদামে যায়নি। অক্ষত কাভার্ড ভ্যানের ভেতর থেকেই হাওয়া হয়ে গেছে আমদানিকৃত মালামাল। মাথায় হাত আমদানিকারকের। তিনি ছুটে গেলেন থানায়, যথারীতি মামলা। এরপর রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-অভিনব কায়দায় সিলগালা অক্ষত রেখেই কাভার্ড ভ্যান থেকে পণ্য সরিয়ে নিচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় পণ্যলোপাটকারী চক্রের সদস্যরা।
চট্টগ্রাম বন্দরে আনা-নেয়ার পথে আমদানি-রফতানি পণ্য লুটের ঘটনা অনেক পুরোনো। তবে পণ্যলোপাটে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে লোপাটকারীরা। এক সময় ডাকাতি-দস্যুতার নাটক সাজিয়ে পণ্যলোপাট করা হতো। আবার কখনো সিলগালা খুলে কিছু পণ্য সরিয়ে নেয়া হতো কাভার্ড ভ্যান কিংবা ট্রাক থেকে। পরে ধরা পড়ে যাওয়ায় ওইসব কৌশল বাদ দিয়েছে লোপাটকারীরা। এখন কাভার্ড ভ্যানের তালা এবং সিলগালা অক্ষত রেখেই পণ্য সরিয়ে নেয়া হচ্ছে। এমন একটি লোপাটের ঘটনার রহস্য উদঘাটন করেছে পিবিআই। ওই ঘটনায় চীন থেকে আনা ১০ কোটি টাকার মালামালের মধ্যে ৩৭ লাখ টাকার মালামাল গায়েব হওয়ার অভিনব কৌশল ধরা পড়েছে। মামলার তদন্ত গ্রহণের ১২ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার এবং অপরাধী চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান জেলার পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন পিপিএম (সেবা)। মামলার বাদী ও আমদানিকারক মো. ফোরকান তার প্রতিষ্ঠান লিমুনিয়াস মাল্টি লিমিটেডের নামে চীন থেকে থ্রি হুইলারের পার্টস আমদানি করেন। আমদানীকৃত থ্রি হুইলার পার্টস যথাক্রমে- হুইল, মোটর, ডিপেন্সিয়াল, চার্জার চট্টগ্রাম বন্দর থেকে সিলগালা অবস্থায় ৩৬টি কাভার্ডভ্যান যোগে গত ৮ নভেম্বর এবং ৩ ডিসেম্বর গাজীপুর শালনা পোড়া বাড়ি ডিপোতে তার কারখানায় পৌঁছানো হয়। এলসির তালিকা অনুযায়ী আমদানীকৃত ১০ কোটি টাকার মালামালের মধ্যে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যমানের ১৯৩ পিস হুইল, ১১ পিস মোটর, ১৭১ পিস ডিপেন্সিয়াল, ১১৬ পিস চার্জার, ১৭ সেট স্প্রিন ঘাটতি দেখা যায়। আমদানিকারক খবর পান, আমদানিকৃত মালামাল চট্টগ্রাম বন্দর থেকে তার কারখানায় নেয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় গাড়ি থামিয়ে ড্রাইভার হেলপারের সহযোগিতায় অজ্ঞাতনামা প্রতারকচক্র বিশেষ কৌশলে গাড়ির সীলগালা অক্ষত রেখে মালামাল লুট করে নিয়ে যায়। তিনি গত ১৬ ডিসেম্বর সীতাকু- থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন বলেন, পিবিআই চট্টগ্রাম জেলা মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণের আদেশ পেয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত গ্রহণের ১২ ঘণ্টার মধ্যে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি জাকির হোসেন ও নুর মুহাম্মদ তাসপিনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে, বাদীর প্রতিষ্ঠানের আমদানীকৃত কালো রংয়ের ৩-২৫-১৬ সাইজের ৮৯টি টায়ার, কালো রংয়ের ২-৭৫-১৪ সাইজের ৯৫টি টায়ারসহ সর্বমোট ১৮৪টি ছোট ও বড় সাইজের টায়ার উদ্ধার করা হয়। পরে এই চক্রের সদস্য মোহাম্মদ নাঈম উদ্দীন নয়ন ও শেখ মো. আবু মুছা পাবেলকে গ্রেফতার করা হয়। তারা পণ্য লোপাটকারী চক্রের সক্রিয় সদস্য। অপরাপর সহযোগীদের প্রতিনিধি হিসাবে বিশেষ কায়দায় সিলগালা অক্ষত রেখে কভার্ড ভ্যান থেকে মালামাল চুরি করে চোরাইকৃত মালামাল গোপন স্থানে লুকিয়ে রাখে। পরবর্তীতে নিজেদের মালামাল দাবি করে জাল জালিয়াতির মাধ্যমে ক্যাশমেমো প্রস্তুত করে তা খোলা বাজারে বিক্রয় করে দেয়। চট্টগ্রামে এরকম বেশ কয়েকটি অপরাধী চক্র সক্রিয় রয়েছে।
মামলার তদন্তকারী কর্তা পিবিআই জেলা ইউনিটের এসআই শাহাদাত হোসেন বলেন, ওই চক্রের সাথে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার জড়িত। চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত মালামাল কাভার্ড ভ্যানে বোঝাই করে তাতে সিলগালা করে দেয়া হয়। কিন্তু চালক ও তার সহকারীর সহযোগীতায় কাভার্ড ভ্যানের তলায় একটি পাটাতন খোলা রাখা হয়। সেটি বন্দর থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছার পর রাতের আঁধারে কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশে দাঁড় করানো হয়। এরপর সেখানে আগে থেকে প্রস্তুত থাকা চক্রটি একটি শিশু বা কিশোরকে কাভার্ড ভ্যানের পাটাতনের ওই খোলা অংশ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। সে ভেতর থেকে মালামাল রেব করে আনে। এরপর ওই পাটাতন লাগিয়ে দিয়ে বাকি পণ্য গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
পিবিআই কর্মকর্তারা জানান, ওই চক্রটি টায়ারের ওই চালান ছাড়াও আমদানিকৃত আরো কয়েকটি চালানের পণ্য লোপাট করেছে। বেশির ভাগ সময় কম পণ্য লোপাট হলে আমদানিকারক বিষয়টি বুঝতে পারেন না। আবার অনেকে বুঝতে পারলেও উল্টো ঝামেলায় পড়ে যাওয়ার ভয়ে থানা পুলিশের দ্বারস্থ হন না। ফলে পণ্য লোপাটকারী চক্রটি অধরা থেকে যায়। আমদানি পণ্যের পাশাপাশি চক্রটি রফতানি পণ্যও লোপাট করে। রফতানিপণ্য জাহাজীকরণের আগে পথেই লুট হয়ে যাওয়ায় বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা অনিশ্চিত হয়ে পড়ে। অনেক সময় কমপণ্য পাঠাতে বাধ্য হন রফতানিকারক। তাতে ক্রেতার সাথে করা চুক্তির যেমন লঙ্ঘন হচ্ছে তেমনি বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণœ হচ্ছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য লোপাটকারী চক্রের হাত ধরে চোরাই পণ্যের জমজমাট ব্যবসা চলছে। আমদানি এবং রফতানিকৃত পণ্য খোলাবাজারে বিক্রি হচ্ছে। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। #

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ
চাঁদপুরে সেভেন মার্ডার: নৃশংসতার বর্ণনা দিলো র‌্যাব
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
আরও

আরও পড়ুন

সালথায় দু'গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বাড়ি-ঘর ভাঙচুর

সালথায় দু'গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বাড়ি-ঘর ভাঙচুর

শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ

শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ

নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১

নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১

জম্মু-কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত

অ্যাবারক্রোম্বি সিইও যৌন পাচার মামলায় অভিযুক্ত

অ্যাবারক্রোম্বি সিইও যৌন পাচার মামলায় অভিযুক্ত

চাঁদপুরে সেভেন মার্ডার: নৃশংসতার বর্ণনা দিলো র‌্যাব

চাঁদপুরে সেভেন মার্ডার: নৃশংসতার বর্ণনা দিলো র‌্যাব

ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া

ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া

আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা

আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার

চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার

নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩

নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ

পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ

হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান

হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি

সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক