আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
দাওয়াতে তাবলিগকে বিভক্ত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। দাওয়াতে তাবলিগকে ধ্বংস করার লক্ষ্যেই এই বিভক্ত সৃষ্টি করা হয়েছে। দেশ বরেণ্য আলেম ওলামাদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ;খুনীদের নেতৃত্বে নয়। ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়েছে। দাওয়াতে তাবলিগে কোনো বিভক্তি থাকতে পারবে না। অবিলম্বে টংগী ইজতেমা ময়দানে চার জন নিরপরাধ সাথীদের খুনের আসামী আসিফসহ জামিন প্রাপ্তদের জামিন বাতিল করে বিচার করতে হবে। খুনী সা’দপন্থিদের দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সা’দপন্থি খুনীদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দোসররা প্রশাসনে থেকে খুনী সা’দপন্থি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।
গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার ব্যানারে টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারী পথভ্রষ্ট সাদপন্থীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। মুফফি জোবায়ের রশিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা মহিউদ্দিন রব্বানী। মাওলানা এনামুল হক মুসার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা মুসলেহ উদ্দিন লালবাগ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুর রহমান, মুফতি জাকির হোসেন, মুফতি আবুল হাসান, মাওলানা জোবায়ের আহমেদ, মাওলানা জিয়াউল হক ও মাওলানা কামরুল ইসলাম। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং দিবাগত রাতে টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থী কর্তৃক হত্যাকান্ডের ঘটনায় জড়িতদ অভিযুক্ত আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্রান্ত সাদপন্থীদেরকে দেশের বিভিন্ন মসজিদে কাজ করার সুযোগ দেওয়ার প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরো বলেন, দেশের শীর্ষ আলেমদের নাম অন্তর্ভুক্ত করে টঙ্গী হামলা কেন্দ্রীক সাদপন্থীদের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা করার প্রতিবাদ জানাচ্ছি। সর্বপরী আমরা সরকারের নিকট টঙ্গী ইজতেমার মাঠে বারবার হামলাকারী ভ্রান্ত সাদপন্থীদের সকল ধরনের কর্মকা- নিষিদ্ধ করতে এবং টঙ্গী মাঠে নৃশংস হত্যাযজ্ঞ মামলার আসামিদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আগামী ৩১ জানুয়ারি ও ১-২ ফেব্রুয়ারি আলেম উলামাদের তত্ত্বাবধানে বিশ্ব এজতেমা অনুষ্ঠিত হবে। আসন্ন সেই ইজতেমা সফল করার জন্য আমরা দেশের আপামর তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কাকরাইল মসজিদে তাবলীগের কাজ শুধুমাত্র শুরাই নেজামের আলেমদের তত্ত্বাবধানে পরিচালনার দাবি জানান তিনি।
তিনি কঠিন হুসিয়ারী দিয়ে আরো বলেন, ‘বাংলাদেশে তাবলিগ জামাত থাকবে একটি। বিশ্ব ইজতেমাও হবে একটি। কেউ যদি দুটি করার পাঁয়তারা করে তাহলে কঠোর হাতে দমন করা হবে।’ তিনি বলেন, ‘সাদপন্থিরা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। তারা রাতের আধারে তৌহিদি জনতার উপর বারবার হামলা করেছে। মানুষ হত্যা করেছে। কিন্তু দুঃখের বিষয় তারা মানুষ হত্যা করেও জামিন পেয়ে যাচ্ছে।’ সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে নাঈটাঙ্গেল মোড় ঘুরে, কাকরাইল মোড় হয়ে মালিবাগে গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর দু’আর মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সমাপ্ত ঘোষণা করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এবার মা, ছোট ভাই ও আন্দোলনে আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
এই প্রথম ভারতে স্বর্ণের দাম বেড়ে ৮৩ হাজার রুপি
বিজিবি মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি
সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপদেষ্টা ড.আসিফ নজরুল
সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আজও দূষণের শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’
চীনে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু
ইসলামী আদর্শে ইসরায়েলি বন্দিদের প্রতি মানবিক আচরণ: আল-কাসাম কমান্ডার
বরগুনায় গভীররাতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত
গোয়েন্দা পরিচয়ে চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, আটক ১১
ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার পর পুনরায় পৌনে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে
মার্কিন ভিসা জটিলতা, ভারতীয়দের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদন্ড
ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রদল নেতার মৃত্যু
ভারতে এক দিনের জন্য ১০ সংসদ সদস্য সাসপেন্ড
কোরআন অবমাননায় এই প্রথম মামলা হলো ডেনমার্কে
খেলাধুলা ছাত্র ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখে: জসিম উদ্দিন
এবার ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস