ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা
১২ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
কিশোরগঞ্জের রূপসী হাওর অঞ্চলখ্যাত নিকলী উপজেলার গোরা উত্তরা ও ধনু নদীর পাড় জুড়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ করা হয়েছে সোনালী ফসল ভুট্টা। প্রতি বছরের ন্যায় এ বছরও অধিক লাভের আশায় অল্প পরিশ্রমে ভুট্টা আবাদ করেছেন উপজেলার সিংপুর, দামপাড়া, নিকলী সদর, গুরুই ছাতিরচর জারুইতলা, ইউনিয়নের কৃষকেরা। পরিত্যাক্ত জমিগুলোতেও এখন আবাদী হয়ে উঠেছে। এলাকার ধনু ও গোরাউত্তরা নদীর দুই পাড়ে ভরে উঠেছে সবুজের বিশাল ভুট্টা ফসলের সবুজের মাঠ।
উপজেলার প্রত্যন্ত অঞ্চল ডুবি, ঘোরাদিগা, মজলিশ, টেংগুরিয়া, বড়কান্দা নিকলী জংশাই ও ভরাটিয়া গ্রামের কয়েকজন কৃষক জানান, ভুট্টা চাষে অল্প পরিশ্রমে ধানের তুলনায় অধিক ফলন হয়। চৈত্র মাসে ভুট্টা উঠানো হয় বাজারে ভুট্টার চাহিদা থাকায় কৃষকেরা ভালো মূল্যে পায়।
সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের প্রিন্সিপাল (অব.) মাওলানা শামছ উদ্দিনের ছেলে মো. ফাইজুল্লাহ জানান, বেড়াচাপরা হাওরে আমাদের নিজস্ব ৩ একর জমিতে ভুট্টা চাষ করেছি। এতে বীজ, সার, শ্রমিক, সেচ, হালচাষ (টিলার) ডিজেলসহ ২ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে আবহাওয়া ভালো থাকলে ৩ একর জমিতে প্রায় ৩শ’ মণ ভুট্টার ফলন হতে পারে। যদি বাজারমূল্যে ভালো পাওয়া যায় তবে এসব ভুট্টা ৫ লাখ ৫০ হাজার টাকা বিক্রয় হবে। অধিক লাভের আশায় নিজেদের প্রায় ৩ একর জমিতে এ বছর ভুট্টা চাষ করেছি।
অন্যান্য কৃষকেরা জানান, ধানের তুলনায় ভুট্টার চাষে লাভ বেশি তাই দিন দিন হাওরে ভুট্টার আবাদ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া উপজেলার হাজার হাজার একর জমিতে এখন ভুট্টা চাষ করছে কৃষক পরিবারগুলো। আবহাওয়া এবং তাপমাত্রা অনুকূলে থাকলে সঠিক পরিচর্যায় মাত্র পাঁচ মাসেই জমি থেকে ভুট্টা উত্তোলন করা যায়। বছরের অগ্রহায়ণ মাসে জমিতে হালচাষ করে বীজ রোপণ করা হয়। সঠিক পরিচর্য়ার মাধ্যমে চৈত্র্যের কাঠফাটা রোদে এ ফসল সংগ্রহ করা হয়।
উপজেলার সিংপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাজিমুদ্দিন জানান, প্রতি বছর নদী এলাকার কৃষক মুরাদ হোসেন জমিতে ভুট্টা চাষ করে সাবলম্বী হচ্ছে। ধানের চেয়ে ফলন ভালো এবং বর্তমান বাজারে ধানের চেয়ে বাজারে ভুট্টার চাহিদা ও মূল্য বেশি। তাই ভুট্টা চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে কৃষকেরা।
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেনের সাথে মুঠোফোনে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, ধান চাষের চেয়ে ভুট্টা চাষে খরচ কম, লাভ হয় বেশি সে কারণে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে বেশি লাভের কথা চিন্তা করেই বেশি করে ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন। এ বছর উপজেলায় ৩ হাজার ১শ’ ১৫ একর জমিতে ভুট্টা আবাদ হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস