ধানমণ্ডি লেকের গাছে কুড়ালের কোপ
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
রাজধানীর ধানমণ্ডি লেকপারের গাছ কাটা হয় নির্বিচারে। গত কয়েক দিনে লেকপারের বিভিন্ন স্থান থেকে অন্তত ৩০টি গাছ কেটে ফেলা হয়েছে এবং ধানমণ্ডি ৮, ১০, ১২ নম্বরসহ রবীন্দ্রসরোবর এলাকায় লেকের বিভিন্ন অংশের অনেক গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশ ধ্বংসকারীরা নিজেদের লেকের ইজারাদার পরিচয় দিয়ে এই কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
মৎস্যজীবী লীগের এক সদস্য গত ৯ জানুয়ারি ধানমণ্ডি লেকের ৮ থেকে ১০ নম্বর রোড, ৮ নম্বর ব্রিজ থেকে সুধাসদন, ডিঙ্গি রেস্তোরা থেকে ১২ নম্বর পর্যন্ত এবং রবীন্দ্র সরোবরের কয়েকটি স্থান থেকে বড় বড় অন্তত ৩০টি গাছ কেটে নিয়ে যান। এই কাজে তাকে সহায়তা করেন ধানমণ্ডি লেকের ইজারাদার পরিচয় দেওয়া কয়েকজন। পরে গাছ কাটার খবর পেয়ে ধানমণ্ডি সোসাইটির নিরাপত্তাকর্মীরা শওকত এবং গাছসহ ট্রাক আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে গত ৫ আগস্টের পর বিষ প্রয়োগে ধানমণ্ডি লেকের মাছ মারার ঘটনায়ও এই চক্রটি জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ট্রেড এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মোহাম্মদ শুভসহ বেশ কয়েকজন নিজেদের ধানমণ্ডি লেকের বিভিন্ন অংশের ইজারাদার দাবি করে লেকপারের গাছ কাটছেন। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্টের পর আগের ইজারাদাররা কাজ না করলেও নতুন করে এখনো কাউকে ইজারা দেওয়া হয়নি।
গত ৫ আগস্টের পর আগের ইজারাদাররা উধাও হয়ে গেলেও এখনো কাউকে লেক দেখভালের জন্য নতুন করে ইজারা দেওয়া হয়নি। আর ইজারাদার থাকা অবস্থায়ও কাউকে কখনো লেকপারের গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। এসব গাছ কাটার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ধানমণ্ডি সোসাইটি।
ধানমণ্ডির একজন বাসিন্দা বলেন, কয়েক দিন ধরে লেকপারের গাছ কাটা হচ্ছে। এভাবে নির্বিচারে গাছ কাটা হলে শান্তির এই জায়গাটিও নষ্ট হয়ে যাবে। একটু বিশুদ্ধ বাতাসের স্পর্শ নিতে মানুষ এখানে হাঁটতে বা ঘুরতে আসে। সামনে সেটাও আর পাওয়া যাবে না।
নাম প্রকাশ না করার শর্তে ধানমণ্ডি সোসাইটির একজন সদস্য বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা যেখানে যেখানে জানানো দরকার জানিয়েছি। পরিবেশ-প্রকৃতি ধ্বংস করা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অতীতের মতো এখনো আমরা সোচ্চার। নিরাপত্তাকর্মীরা জড়িত একজনকে ধরেছে। কিন্তু কিভাবে যেন ওই ব্যক্তি ছাড়া পেয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ শুভ ইনকিলাবকে বলেন, আমরা সিটি করপোরেশন থেকে ইজারা নিয়েছি। দুই মাসের মতো হবে আমারা ইজারা নিয়েছি। অতিরিক্ত গ্যাসের কারণে লেকের মাছ মারা গেছে। সিটি করপোরেশনের মৌখিক অনুমতি নিয়ে আমরা লেকের ওপরে ঝুঁকে থাকা গাছের ডাল কেটে পরিষ্কার করছি। এখন আমরা বলেছি যেন লেকের পারের আর কোনো গাছ যাতে কাটা না হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, আমরা নতুন করে কাউকে ইজারা দিইনি। আর ইজারা কার্যক্রম সম্পন্ন হলেও তো কাউকে গাছ কাটার অনুমতি দেওয়া হতো না। এটা কখনো সম্ভব নয়। যারা গাছ কাটছে, তারা মিথ্যা বলছে। বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি কারা এই কাজ করছে।
নগর বিশেষজ্ঞ অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, রাজধানীর বিভিন্ন পার্কের লেকগুলো ইজারা দেওয়ার ক্ষেত্রে আরো সচেতন হতে হবে। দলীয় ট্যাগ দেখে অতীতে ইজারা দেওয়া হয়েছে। এই ট্যাগ ব্যবহার করে ইজারার মূল কাজ ছেড়ে সবাই শুধু ধ্বংস করেছে। এখনো যদি এসব চলে, তা মেনে নেওয়া যায় না। এমনিতেই প্রাকৃতিক কারণে রাজধানীতে গাছের সংখ্যা কম। সেখানে যদি এভাবে গাছ কাটা হয় তাহলে প্রকৃতি কাউকে ছাড় দেবে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী