লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব

Daily Inqilab কক্সবাজার ব্যুরো

১৫ মার্চ ২০২৫, ১২:২০ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:২০ এএম

রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে এ কথা বলেন। এই ইফতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।

গতকাল সন্ধ্যায় ক্যাম্পে আয়োজিত বিশেষ ইফতার মাহফিলে তারা অংশ নেন। ইফতার আয়োজনে বিভিন্ন ক্যাম্প থেকে প্রতি ব্লক থেকে ৭০ জন করে আসা লক্ষাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে ইফতার গ্রহণ করেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইফতারের আগে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, এবারের সফরে আমি দুটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি। প্রথমত, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যাতে মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং তাদের অধিকার সুরক্ষিত থাকে। অতীতে যে নির্যাতন ও বৈষম্যের শিকার তারা হয়েছে, তা দূর করে তাদের মর্যাদা নিশ্চিত করা জরুরি।

তিনি আরো বলেন, দ্বিতীয়ত রোহিঙ্গারা ক্যাম্পে আরো ভালো জীবনযাত্রার সুযোগ চায়। দুর্ভাগ্যজনকভাবে, সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশ রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের খাদ্য নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই সঙ্কট মোকাবিলায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি সবসময় মানবিক আচরণ করেছে। আজকের এই আয়োজন সেই সংহতির প্রতীক।
এর আগে প্রধান উপদেষ্টা কক্সবাজারের খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। বিকেলে তিনি জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত এই প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশাল সমুদ্র পেয়েছে। নেপাল-ভূটান সমুদ্র পায়নি। সেভেন সিস্টারের সাথেও সমুদ্রের সংযোগ নেই। তাই কক্সবাজারের অর্থনৈতিক ভূমিকা অনেক বেশি। সরকারের উপর ভরসা না করে কক্সবাজারের বিত্তবানদেরকে কক্সবাজারের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, কক্সবাজার শুধু পর্যটন কেন্দ্র কেন, কক্সবাজার তো অর্থনৈতিক কেন্দ্র। স্টার লিংকের সংযোগস্থল কক্সবাজার হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তখন তো কক্সবাজার প্রযুক্তির কেন্দ্র হয়ে যেতে পারে। হাসপাতালের বিষয়ে তিনি বলেন, কক্সবাজারের কোনো একজনে চাইলেও বড় আধুনিক হাসপাতাল করতে পারেন। এজন্য সরকারের উপর বোঝা চাপিয়ে লাভ নেই। লবণ শিল্পের বিষয়ে তিনি বলেন, এজন্য কী চাবি ঘুরাতে হবে তা তিনি করে দেবেন। ছাড়াও লবণ রফতানি হউক এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল দুপুর ১টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। বিমান বন্দর থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কক্সবাজারে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন।

কক্সবাজার পৌঁছে প্রথমে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তারা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।
ক্সবাজারের খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিকেলে তিনি জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত এই প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে এ সময় প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রকল্পের ৮২ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ ডিসেম্বর ২০২৬ সালের নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতি প্রস্তাব বাতিল
ঈদে ট্রেনযাত্রা : আজ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট
বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় জরুরি: প্রধান বিচারপতি
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই : প্রেস উইং
গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার
আরও
X

আরও পড়ুন

অনলাইন জুয়ার নেশায় বুঁদ ঘাটাইলের মানুষ

অনলাইন জুয়ার নেশায় বুঁদ ঘাটাইলের মানুষ

গাজাবাসীদের সিরিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোপন প্রকল্প?

গাজাবাসীদের সিরিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোপন প্রকল্প?

বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতি প্রস্তাব বাতিল

বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতি প্রস্তাব বাতিল

ঈদে ট্রেনযাত্রা : আজ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট

ঈদে ট্রেনযাত্রা : আজ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট

হিন্দুত্ববাদীদের টার্গেট আওরঙ্গজেবের মাজার, ভারতে নতুন উত্তেজনা

হিন্দুত্ববাদীদের টার্গেট আওরঙ্গজেবের মাজার, ভারতে নতুন উত্তেজনা

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় জরুরি: প্রধান বিচারপতি

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় জরুরি: প্রধান বিচারপতি

গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ২০৫, স্থল আক্রমণের হুমকি

গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ২০৫, স্থল আক্রমণের হুমকি

বিজিবির প্রতিবাদে পিছু হটলো বিএসএফ

বিজিবির প্রতিবাদে পিছু হটলো বিএসএফ

শাহরাস্তিতে প্রবাসীর বাড়ির ছাদে যুবককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা

শাহরাস্তিতে প্রবাসীর বাড়ির ছাদে যুবককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা

কোর্টের আদেশ অমান্য করে ট্রাম্পের চরম মানবাধিকার লঙ্ঘন!

কোর্টের আদেশ অমান্য করে ট্রাম্পের চরম মানবাধিকার লঙ্ঘন!

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই : প্রেস উইং

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই : প্রেস উইং

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১৩১ জনের বেশি

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১৩১ জনের বেশি

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, ১০ বাস আটক

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, ১০ বাস আটক

জুলাই আন্দোলনে হামলার ঘটনায় জাবির ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলার ঘটনায় জাবির ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

লামায় জাল সনদ দিয়ে চাকুরী করছে প্রাথমিকের ৫ শিক্ষক, সরকারি টাকা আত্মসাৎ

লামায় জাল সনদ দিয়ে চাকুরী করছে প্রাথমিকের ৫ শিক্ষক, সরকারি টাকা আত্মসাৎ

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

তাহাজ্জুদ নামাজের পর বেতের পড়তে গিয়ে তাহাজ্জুদ বেতের দু’টোই মিস হয়ে যাওয়া প্রসঙ্গে।

তাহাজ্জুদ নামাজের পর বেতের পড়তে গিয়ে তাহাজ্জুদ বেতের দু’টোই মিস হয়ে যাওয়া প্রসঙ্গে।

গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার

গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে রাশিয়ার কুর্স্ক আক্রমণে ভরাডুবি কিয়েভের

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে রাশিয়ার কুর্স্ক আক্রমণে ভরাডুবি কিয়েভের