নেছারাবাদে কামারকাঠিতে ছারছীনা পীরের একদিনের মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
০৮ মার্চ ২০২৩, ০৬:২৪ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

নেছারাবাদ উপজেলার পূর্ব কামারকাঠিতে ছারছীনা পীরের একদিন ব্যাপী বাৎসরিক মাহফিল বৃহস্পতিবার(৯মার্চ) শুরু হবে। জলাবাড়ী ইউনিয়নের পূর্ব কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়(মডেল স্কুল) ময়দানে বাদ আসর থেকে ওই এক দিনের মাহফিল শুরু হবে । ছারছীনা শরীফের আ'লা হযরত পীর ছাহেব হুজুর কেবলার শুভাগমনে আলহাজ্ব মৌলভী মো: আজাহার আলী চৌধুরীর ২৩ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে প্রতি বছর উক্ত ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল হয়ে থাকে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি থাকবেন মোজাদ্দে যামান আমীরে হিযবুল্লাহ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ(মা.জি.আ)।
মাহফিলে হযরত পীর ছাহেব হুজুর কেবলার সফর সঙ্গী ও বিশিষ্ট ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত করবেন বলে মাহফিল সূত্রে জানা গেছে।
মাহফিল আয়োজক কমিটির লোকেরা জানান, ইতোমধ্য মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পূন্ন হয়েছে। তারা আশা করছে প্রতি বছরের ন্যায় এবছরও উক্ত একদিনের মাহফিলে হাজার হাজার দীনদ্ধার ধর্মপ্রান মুসল্লিদের সমাগম ঘটবে।
বিভাগ : জাতীয়
আরও পড়ুন