প্রধানমন্ত্রীর আগমনে উৎসবমুখর ময়মনসিংহ একগুচ্ছ দাবি আদায়ে সরব সামাজিক সংগঠনগুলো

৮ রুটে বিশেষ ট্রেন বরাদ্দ

Daily Inqilab মো. শামসুল আলম খান

০৯ মার্চ ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম

২০১৮ সালের পর প্রায় সাড়ে চার বছর পর আগামী কাল ময়মনসিংহে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেল ২টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
তার আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ স্থানীয় প্রশাসন। ময়মনসিংহের পথে পথে উৎসবের রং লেগেছে ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও শত শত তোরণে। ফলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রিয়নেত্রীকে বরণ করতে দিনরাত নানা কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন তারা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে উৎসবমূখর এই চিত্র।

এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই জনসমাবেশের চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি জানান, প্রধানমন্ত্রীকে বরণ করতে ময়মনসিংহবাসি প্রস্তুত। এদিন চট্টগ্রাম ও রাজশাহী থেকেও বড় জনসমাবেশ হবে ময়মনসিংহে। এতে প্রায় দশ লাখ লোক উপস্থিত থাকবে। ইতোমধ্যে জনসভার মঞ্চ নির্মাণের কাজও শেষ হয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা।

একগুচ্ছ দাবি আদায়ে সরব সামাজিক সংগঠনগুলো :
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে একগুচ্ছ দাবি নিয়ে সরব ভূমিকা পালন করছেন জেলা নাগরিক আন্দোলন, জনউদ্যোগ, পাগলা থানা উপজেলা বাস্তায়ন কমিটিসহ নানা সামাজিক সংগঠনের নেতারা। এর মধ্যে নগরীর ভয়াবহ যানজট নিরসনে ফ্লাইওভার রেললাইন স্থাপন, উত্তরবঙ্গের সাথে যাতায়াতের জন্য ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, ময়মনসিংহ থেকে ঢাকা রেলপথে দুইটি আন্ত:নগর ট্রেন চালু, ব্রহ্মপুত্র নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমুদ্র সৈকতের আদলে ব্রহ্মপুত্র সৈকত নির্মাণ, সাধারণ বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর স্থাপনসহ ১৮ দফা দাবি জানিয়েছে জনউদ্যোগ নামক একটি সংগঠন।

এছাড়া জেলা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে ২৩ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমিন কালাম। সেই সঙ্গে কৃষি সংশ্লিষ্ট একাধিক সংগঠনের নেতারা ময়মনসিংহে উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণের জন্য উন্নত প্রযুক্তি সস্পন্ন হিমাগর স্থাপনের দাবি জানিয়েছেন। এছাড়াও গফরগাঁও উপজেলার পাগলা থানাকে উপজেলা ঘোষণার দাবিতে গত ৮ মার্চ প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা বাস্তবায়ন কমিটির নেতারা।

নিরাপত্তার চাদরে ময়মনসিংহ : প্রধানমন্ত্রীর জনসমাবেশকে ঘিরে ময়মনসিংহ নগরী নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. মাছুম আহম্মেদ ভূঞা। তিনি জানান, বিভাগীয় নিরাপত্তা নিশ্চিত করতে ৩২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পোষাকাদারি ছাড়াও সাদা পোষাকে দ্বায়িত্ব পালন করবে কয়েক শত পুলিশ সদস্য। সেই সঙ্গে নগরীর যানযট নিরসন ও নগরবাসির ভোগান্তি লাগবে জেলা ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে পৃথক ভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিন তিনি ময়মনসিংহের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
নগরীতে বন্ধ থাকবে ইজিবাইক ও রিকশা চলাচল : প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর উপলক্ষে যানজট নিরসন ও নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের লক্ষ্যে ইজিবাইক ও রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। ফলে গতকাল সকাল ৬টা থেকে ১১ মার্চ শনিবার রাত ৮টা পর্যন্ত ব্যাটারি চালিত সব ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত নগরীতে সকল মোটররিকশা চলাচল বন্ধ থাকবে।

জনসভায় নেতাকর্মীদের আনতে ৮টি বিশেষ ট্রেন বরাদ্দ : প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের আনতে ৮টি বিশেষ ট্রেন বরাদ্ধ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ থেকে ৮টি রেলপথে বিশেষ এসব ট্রেন চলবে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপারিন্টেডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ মার্চ রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) স্বাক্ষরিত অফিসিয়ালি এক বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, আগামী ১১ মার্চ ময়মনসিংহ জেলায় যাতায়াতের জন্য গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, অ্যাড. মতিউর রহমান-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ রেলপথে ৮টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। ফলে এদিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১ ও ২ ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ময়মনসিংহের জনসভা হবে দেশের সবচেয়ে বড় সমাবেশ। এ কারণে নেতাকর্মীদের আগমনের সুবিধার্থে বিশেষ ট্রেনের জন্য আমাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

১০০ বছর পর প্যারিসে পর্দা উঠলো অলিম্পিকের

১০০ বছর পর প্যারিসে পর্দা উঠলো অলিম্পিকের

‘খান ইউনিসে’ ৪ দিনে বাস্তুচ্যুত প্রায় ২ লাখ

‘খান ইউনিসে’ ৪ দিনে বাস্তুচ্যুত প্রায় ২ লাখ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

ইসরাইলকে বোমা সরবরাহের নীতি পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র

ইসরাইলকে বোমা সরবরাহের নীতি পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র

১ সপ্তাহে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে লোকসান ৬ কোটি

১ সপ্তাহে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে লোকসান ৬ কোটি

বিজিবির নিরাপত্তায় ট্রেনে জ্বালানি তেল পরিবহন

বিজিবির নিরাপত্তায় ট্রেনে জ্বালানি তেল পরিবহন

বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে মমতা, ‘আমাকে শেখাবেন না, বরং আপনারা শিখুন’

বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে মমতা, ‘আমাকে শেখাবেন না, বরং আপনারা শিখুন’

চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক

চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক

বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে

বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে

জাপানে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো হাজারো মানুষকে

জাপানে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো হাজারো মানুষকে

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

বেতাগী দরবারে ওরশ আজ

বেতাগী দরবারে ওরশ আজ

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড