উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেয়র আরিফুল হক চৌধুরী

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৫ মার্চ ২০২৩, ০৮:৫৯ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৪:১৩ পিএম

উচ্চ রক্তচাপজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (১৫ মার্চ) দুপুরে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। বিকেলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, মেয়রের মাইনর হার্ট অ্যাটাক হওয়ার কারণে এনজিওগ্রাম করা জরুরি। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক ডা. শিশির বসাক। রোববার (১২ মার্চ) হাসপাতালে ভর্তির পর মেয়রের ট্রপনিল পয়েন্ট বেড়ে ১৫ হয়েছিল। যেখানে ২.২ থাকার কথা। পরবর্তীতে সোমবার রাত থেকে সেটি কমে ২ এর মধ্যে এসেছে।

প্রসঙ্গত,এর আগে গত রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে মেয়র আরিফুল হক চৌধুরীকে নগরের নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সিসিইউতে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।


বিভাগ : জাতীয়


আরও পড়ুন