প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ
১৮ মার্চ ২০২৩, ০৯:৫৭ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৫:২৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের এমপির নেতৃত্বে ক্রস পার্টি পার্লামেন্টারি ডেলিগেশন টিম। শনিবার রাতে তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এর আগে ওই প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেন। এরপর সেখান থেকেই তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য যান।
তারও আগে যুক্তরাজ্যের এমপিসহ যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল শনিবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বেক্সিমকো গ্রুপের পরিচালক ও সিইও সৈয়দ নাভেদ হোসেন তাদের স্বাগত জানান।
ব্রিটিশ এমপিদের নিয়ে গঠিত যুক্তরাজ্যের প্রতিনিধি দলে ছিলেন, টম হান্ট এমপি, পল ব্রিস্টো এমপি, জেন হান্ট এমপি, অ্যান্থনি হিগিনবোথাম এমপি, পলেট হ্যামিল্টন এমপি, জেডআই ফাউন্ডেশনের এমবিই-চেয়ারম্যান জিল্লুর হুসেন, এসএমআর-এর ভাইস চেয়ার ড্রাইভেলিনা বানিয়ালিভা, কাউন্সেলর আলেকজান্ডার টার্নার, ক্লিয়ার ইন্স্যুরেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক রডনি ফ্লাওয়ার, এলপিজির প্রতিষ্ঠাতা ও সিইও জো লি বেক্সিমকোর ভার্টিক্যাল লিডস গ্রিন সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন।
তারা বেক্সিমকোর দৃষ্টিভঙ্গি, কৌশল, বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি, উৎপাদন ও টেকসইতায় প্রযুক্তির প্রয়োগ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়ে আগ্রহ প্রকাশ করেন।###
বিভাগ : জাতীয়
এই বিভাগের আরও





আরও পড়ুন