ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

সুপ্রিম কোর্ট বারে ইফতার মাহফিল : ফের ভাঙচুর হাতাহাতি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৭ এপ্রিল ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১৪ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিলে ভাঙচুর, হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগবিরোধী শিবিরে বিভক্ত আইনজীবীদের মাঝে এ হাতাহাতি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতাদের অভিযোগ, বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা ইফতার মাহফিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবনের উত্তর ও দক্ষিণ হলে ভাঙচুরের ঘটনা ঘটে। সরকার সমর্থকরা অভিযোগ করেন, ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এদিকে একই স্থানে সুপ্রিম কোর্ট বার ও সাধারণ আইনজীবীর ব্যানারে অ্যাডহক কমিটির পক্ষ থেকেও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু ইফতার মাহফিল শুরুর আগেই ওই স্থান ব্যানার টানিয়ে দখলে নেন সরকার সমর্থক আইনজীবী নেতা-কর্মীরা। উভয় ইফতার মাহফিলে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিগণ, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং সর্বস্তরের আইনজীবীদের আমন্ত্রণ জানানো হয়। তবে কোনো ইফতারেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ অংশ নেননি বলে জানা গেছে।

এর আগে দুপুর থেকেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আবদুন নূর দুলালের ইফতার মাহফিলের আহŸান লেখা ব্যানার ছিঁড়ে ফেলে আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্ট বারের দোতলায় পাল্টা বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।

বিকেল ৪টার দিকে বার ভবনের উত্তর ও দক্ষিণ হলে ইফতার মাহফিলের আয়োজন ছিলো দুই পক্ষের। হলের দখল নেয়াকে কেন্দ্র করে এ সময় দুই পক্ষের আইজীবীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় হল রুমের ইফতার মাহফিলের ব্যানার, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
সুপ্রিম কোর্ট বারের ইফতার মাফিলের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তবে দুই পক্ষের আইজীবীদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে তিনি ইফতার মাহফিলে আসেননি। এমনিক হাইকোর্ট ও আপিল বিভাগের কোনো বিচারপতিও আসেননি।

বিকেল সাড়ে ৪টা দিকে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি (এডহক কমিটি) সমিতির উত্তর হলে প্রবেশ করেন। তারা ইফতার মাহফিলের ব্যানার টানাতে গেলে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা তাদের ব্যানার কেড়ে নেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একই সময় বিএনপি সমর্থক আইনজীবীরা কলো পতাকা মিছিল নিয়ে হল কক্ষে প্রবেশ করেন। এতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে চেয়ার টেবিল ফেলে দেয়া হয়। এরপর সমিতির ১নং হল রুমে দুই পক্ষের আইনজীবীরা প্রবেশ করে। তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ইফতার মাফিলের চেয়ার টেবিল তছনছ হয়ে যায়। এরপর বেলা সাড়ে ৪টা থেকে থেমে থেমে দুই পক্ষের আইনজীবীরা সমিতি ভবনে বিক্ষো করেন। ইফতারের আগ পর্যন্ত দুই পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বেলা সোয়া ৫টার দিকে বিএনপি সমর্থক আইনজীবীরা সমিতি ভবনের নিচের মাটিতে বসে অবস্থান নেন। তারা প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের ইফতার মাহফিলে অংশ না নেয়ার আহŸান জানান। তারা সেখানে ইফতারের সময় পর্যন্ত অবস্থান করেন এবং সেখানে বসে অবস্থান করেন। এসময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল. আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভ‚ইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে কয়েকশ’ আইনজীবী মাটিতে বসে ইফতার করেন। অন্যদিকে সরকার সমর্থক আইনজীবীরা দুই তলায় অবস্থান করেন। তারা হল রুমে ইফতার করেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সমিতির ১ নং হল রুমে ইফতারে অংশ নেন। এদিকে সাবেক বিচারপতি এএইচএম শামিসুদ্দিন চৌধুরী মানিক অভিযোগ করেন তিনি ইফতার পার্টিতে অংশ নিতে গেলে তাকে বাধা দেয়া হয়েছে। বিএনপি সমর্থক আইনজীবীরা মারমুখি আচরণ করেন করে।

অন্যদিকে সমিতির এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদলের নেতৃত্বে এডহক কমিটির সদস্যরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে নীচ তলায় অবস্থান করেন। তারা সেখানেই ইফতার করেন।
এ দিকে ভাঙচুরের ঘটনায় দুই পক্ষই দুই পক্ষকে অভিযুক্ত করেছে। এ বিষয়ে সমিতির সমিতির সাধারণ সদস্যদের এক তলবি সভা গঠিত সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) আহবায়ক মহসিন রশিদ বলেন, সুপ্রিম কোর্ট বারে যেটা হয়েছে, এটা নিন্দনীয়। এটা ঘটনা উচিৎ হয়নি। আইনজীবীদের মধ্যে এটা হওয়া উচিৎ নয়। আমরা এডহক কমিটি কোনো পক্ষের নই। আমরা চাই আগামী ১৪-১৫ জুন সুপ্রিম কোর্ট বারে একটি সুষ্ঠু নির্বাচন করতে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বলেন, বিএনপি সমর্থক আইনজীবীরা ভাঙচুর করেছে। তারপরও আমরা ইফতার মাহফিল করেছি। তাদের কারণে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা ইফতার মাহফিলে আসেননি।

সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) সদস্য সচিব শাহ আহমেদ বাদল বলেন, আমরা সাধারণ আইনজীবীদের নিয়ে ২ নং হল রুমে প্রবেশ করলে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা হট্টগোল শুরু করে। একটা পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে চেয়ার টেবিল পড়ে যায়। তিনি বলেন, আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ ইফতার মাহফিল হবে। কিন্তু আওয়ামী লীগের দুর্বৃত্তরা তা করতে দেয়নি। তিনি বলেন, চেয়ার টেবিল ভাঙচুরের ঘটনা আওয়ামী লীগের দুর্বৃত্তরা করেছে অন্যদের ওপর দোষ চাপাতে। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ভাঙচুরের সাথে আমাদের কেউ জড়িত নন। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।

এদিন দুপুর ১টায় একতরফা নির্বাচনের মাধ্যমে বিজয়ী ঘোষিত সমিতির নতুন কমিটির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আবদুন নূর দুলাল ইফতার মাহফিলের আহŸানের প্রতিবাদে আদালত অঙ্গণে কালো পতাকা মিছিল করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। অপরদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ করেছেন।

ওদিকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে একটি প্রাইভেট কারে সরকার সমর্থকরা লাঠি বা ক্রিকেট স্ট্যাম্প রাখার অভিযোগে দুপুর আড়াইটার দিকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা হাতাহাতিত-ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, আমরা জানতে পেরেছি সরকার সমর্থক এক আইনজীবীর গাড়িতে লাঠিসোঁটা রয়েছে। আমাদের আইনজীবীরা দেখতে পেয়ে ছবি তুলতে গেলে তারা বাধা দেন।

তবে সরকার সমর্থক আইনজীবীরা দাবি করেন ওই প্রাইভেট কারে কিছু নেই। এ নিয়ে তারা ঝমেলা পাকানোর চেষ্টা করছে। এ নিয়ে দুই পক্ষে মধ্যে উত্তেজনা চলার পর আইনজীবীরা ওই স্থান ত্যাগ করেন। অপরদিকে বৃহস্পতিবার দুপুর ১টায় বিএনপি সমর্থক কয়েকশ’ আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং হাইকোর্ট অঙ্গণে বিক্ষোভ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত কালো পতাকা মিছিলে কয়েকশ’ আইনজীবী অংশ নিয়ে সুপ্রিম কোর্ট অঙ্গণে ভোট চোর ভোট বলে সেøাগান দেন। তারা সমিতির অনির্বাচিত কমিটির ইফতার পার্টিতে অংশ না নিতে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিগণের প্রতি আহŸান জানান।

 

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন