বিএনপির পদযাত্রায় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ
১৭ মে ২০২৩, ০৯:৪২ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ১২:০১ এএম
উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, বিদ্যুৎ-গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদে, গুম-খুন-গায়েবী মামলার প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
বুধবার বেলা তিনটায় উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরুর ঘোষণা থাকলেও একটা থেকে নেতা-কর্মীরা সেখানে সমবেত হতে থাকেন। এসময় ওই এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। সুবাস্তু টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর ঢাকা মহানগর উত্তরের হাজার হাজার নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে পদযাত্রা শুরু করেন। মালিবাগের আবুল হোটেলের কাছে গিয়ে পদযাত্রা শেষ হয়। কর্মসূচিতে ঢাকা-১৪ আসনের বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অংশগ্রহন করে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজু। আরোও উপস্থিত ছিলেন- মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন, শাহ্আলী থানা বিএনপির আহ্বায়ক এসএম কায়সার পাপ্পু, মিরপুর থানা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক হাজী মো. দেলোয়ার হোসেন দুলু, শাহ্আলী থানা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দীন দেওয়ান, দারুসসালাম থানা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মন্ডল, মিরপুর থানা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাঁশার ভূঁইয়া, শাহ্আলী থানা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান দেওয়ান, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল রহমান রতন, মেজবাহ উদ্দিন জনি, আবু তালেব, আবু রাসেল চৌধুরী মিঠু, মফিজুল ইসলাম, সোলেমান কবির ডিউক, শহিদুর রহমান এনা, মোল্লা মো. মহিউদ্দিন, মাসুদ আক্তার পলাশ, শাহ্আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সামসুল কবীর, মিজানুর রহমান মিজান (ছোট মিজান), দারুসসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মিয়া, আলমগীর হোসেন ভুট্টো, সোহেল খান, মো. সাইফুল নবী খালেদ, এইচএম ইমরান, মো. মোস্তফা কামাল, আমান উল্লাহ, মো. ইকবাল মাহমুদ রিপন, সাবেক মহানগর যুবদল নেতা মো. দিলশাদ হোসেন দিলু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সহ-সভাপতি মো. রাজীব আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সোহেল রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ সাইফুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোকসেদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক স্বরজিত কুমার সৌরভ, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আবু বক্কর সিদ্দীক মাকসুদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রতন, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ স্বপন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনসুর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার দিল খায়ের শিপু, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন মেজবা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, ৯৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার আলম খান সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রবিন ভূঁইয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, ৮নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ মো. সাইফুল মালিক, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো. রফিক, ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী রমজান হোসেন রঞ্জু, কোষাধ্যক্ষ মো. শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন বেলাল, যুগ্ম সম্পাদক মো. আরিফুর রহমান আরিফ, ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন, ৯৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সদ্য কারামুক্ত মো. ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. চাঁন মিয়া।
আরোও উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিজানুর রহমান মিজান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রুস্তম আলী, শাহ্আলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাসির উদ্দীন বিপ্লব, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কেএম, ইয়াহিয়া সামী, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, শাহ্আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন, মিরপুর থানা শ্রমিকদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, মিরপুর থানা কৃষকদলের আহ্বায়ক মো. শহীদ, সদস্য সচিব মো. মনির হোসেন, দারুসসালাম থানা কৃষকদলের আহ্বায়ক মো. আ. রাজ্জাক, শাহ্আলী থানা কৃষকদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মো. লিটন, মিরপুর থানা মহিলা দল সদস্য সচিব সেলিনা আক্তার কনিকা, আয়েশা আক্তার শিউলী, শাহ্আলী থানা মহিলা দলের আহ্বায়ক নিলুফার ইয়াসমিন, সদস্য সচিব সুমি বেগম, দারুসসালাম থানা মহিলা দলের আহ্বায়ক পান্না বেগম, সদস্য সচিব কামরুন্নাহার লাকী, দারুসসালাম থানা জাসাসের আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান, মিরপুর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল সম্রাট, মিরপুর থানা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মোঃ বশির আহম্মেদ, বর্তমান সভাপতি মোঃ রিপন তালুকদার, শাহ্আলী থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ বশির, সদস্য সচিব মোঃ সাঈদ, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ মিয়া, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোহন চৌধুরী, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হোসেন, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, ১২ নং ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম মুরাদ, শাহ্আলী থানা বিএনপি নেতা মোঃ মাসুদুর রহমান, শাহ্আলী থানা যুবদলের আবদুল্লাহ পাটোয়ারী, ইউনুস রবিন, ৮ নং ওয়ার্ড যুবদলের মাহবুব হোসেন, রাসেল মোল্লা, ৯৩ নং ওয়ার্ড যুবদলের মিজান, শেখ মঞ্জু, ৯ নং ওয়ার্ড যুবদলের শ্যামল, আফসার, তুহিন, মোঃ হানিফ, শাহ্আলী থানা ছাত্রদলের রায়হান ইসলাম, আবুল কালাম, মোঃ ইমরান হোসেন, ইমন, দারুসসালাম থানা ছাত্রদলের রুমন আহম্মেদ, মাজহারুল ইসলাম রানা, মোঃ রাসেল, মোঃ নাহিদ, মোঃ মাসুম মিরপুর থানা ছাত্রদলের আকিল আহম্মেদ অনিক, মোঃ মেহেদী হাসান এনাম, মোঃ মিরাজ, মোঃ সাকিব, দারুসসালাম থানা শ্রমিকদলের সিরাজ, শাহ্আলী থানা শ্রমিকদলের মাভেল ভূঁইয়া, মোঃ আলামিন প্রমুখ নেতৃবৃন্দ সহ ঢাকা-১৪ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ
বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফ্রান্স প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা
পরিস্থিতি বিবেচনায় স্থগিত পরিচালক সমিতির নির্বাচন
সিলেটে আজহারীর তাফসির মাহফিল আলিয়া মাঠের পরিবর্তে এমসি কলেজ মাঠে