আওয়ামী লীগের ব্যানারে ‘বঙ্গবন্ধুর’ হয়ে গেলো ‘বঙ্গন্ধুর’!
২৭ মে ২০২৩, ১১:৫২ এএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১১:৫২ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকিদাতা আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওই সমাবেশের ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ব্যানারে বঙ্গবন্ধুর নাম ‘বঙ্গন্ধুর’ লেখা ছিল।
ভুল বানানের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে তারা মহানগরের নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ওই সময় মঞ্চে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (২৬ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
দেখা যায়, সমাবেশের ব্যানারে ‘বঙ্গবন্ধুর’ জ্যেষ্ঠ কন্যা লিখতে গিয়ে লেখা হয় ‘বঙ্গন্ধুর’ জ্যেষ্ঠ কন্যা। আর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘হুমায়ুন’ কবিরের নামে লেখা হয় ‘হুমাযুন’ কবির। এছাড়া ব্যানারে শেখ হাসিনাকে প্রাণনাশের ‘হুমকিদাতা’ না লিখে প্রাণনাশের ‘চেষ্টাকারী’ লেখারও সমালোচনা করেন নেতারা।
সমাবেশে উপস্থিত একাধিক নেতা বলেন, ব্যানারে জাতির পিতার নাম ভুল দেখে ডা. দীপু মণি ও মির্জা আজম মহানগর নেতাদের ওপরে রাগান্বিত হন। এতো বড় ভুল কীভাবে হলো সেটা জানতে চান। তখন মহানগর দক্ষিণের নেতারা সঠিক কোনো জবাব দিতে পারেননি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সমাবেশের ব্যানার তৈরি দায়িত্বে থানা নেতা সাইফুন্নবী সাগর বলেন, গত দুই বছরে একটি বানানও ভুল হয়নি। ঢাকা মহানগরের ব্যানার এখন অনেক সুন্দর হয়। গত কয়েক কমিটির চেয়ে এখন সুন্দর হয়। গরু-ছাগল ভুল করে না, মানুষ ভুল করে। একটা গ্রেট ভুল হয়ে গেছে।
ভুলের কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ব্যানার সব সময় আমি নিজের টাকা দিয়ে করি। আমি প্রচার সম্পাদক, আমি ডিজাইন করি, আমার নিজস্ব একজন ডিজাইনার আছে। তাকে দিয়ে করাই। আজকের ব্যানারও ছাপানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাত ১১টার দিকে হুমায়ুন (দক্ষিণের সাধারণ সম্পাদক) ভাই ফোন করে বলছেন, ব্যানার যেটা করছ, সেটা না। বিপ্লব দা বলছেন লেখা পরিবর্তন করতে। অনেক হাউজ বন্ধ থাকায় তাড়াহুড়া করতে গিয়ে একটা গ্রেট ভুল হয়ে গেছে। এটা একটা বড় ভুল।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, এ ভুলের জন্য আমি দায়ী না। যাকে দায়িত্ব দিয়েছি সে ভুল করলে আমি কী করব। যাকে দায়িত্ব দিয়েছি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ রকম ভুল অজান্তেই হয়ে যায়। মানুষ ভুল করবেই। এটা হয়ে গেছে। আমরা তার জন্য অনেক চাপ দিয়েছি। এটা অনেক বড় ভুল। এটা অমার্জনীয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি