শুরু হচ্ছে ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ ক্যাম্পেইন
১৪ জুন ২০২৩, ০৮:২৪ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয়, দেশের জনপ্রিয় ইলেক্ট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, এবং গ্লোবাল মোবাইল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান অপো বাংলাদেশ আয়োজন করেছে কুরবানি ক্যাম্পেইন- ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’। সম্প্রতি বিক্রয়-এর প্রধান কার্যালয়ে একটি ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, যা চলবে ঈদের আগের রাত পর্যন্ত।
চুক্তি স্বাক্ষরকালীন উপস্থিত ছিলেন বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন; হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন; হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস; মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া; অপো বাংলাদেশ-এর রিপ্রেজেন্টেটিভ সিলভার ঝাও; ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব প্রমুখ।
প্রতিবছরের মতো এবারের ঈদ-উল-আযহায় বিক্রয়-এর গ্রাহকদের জন্য থাকছে অসংখ্য গবাদি পশুর সমাহার। বিক্রয়-এর ওয়েবসাইটে ইতোমধ্যেই প্রায় ২ হাজার কুরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। এবছরের বিরাট হাট (#BiratHaat2023) কন্টেস্টটি অন্যান্যবারের তুলনায় বেশ ব্যতিক্রম। সপ্তমবারের মতো এই কন্টেস্টের টাইটেল স্পন্সর মিনিস্টার, এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে অপো বাংলাদেশ।
কন্টেস্টে অংশগ্রহণ করতে আগ্রহীদের ‘বিরাট হাট ২০২৩’-এর থিম সং-এর হুক স্টেপ ফলো করে একটি ভিডিও তৈরি করতে হবে এবং ক্যাপশন হিসাবে #BiratHaat2023 ব্যবহার করে তা ফেসবুক, টিকটক বা ইউটিউব (সবগুলো বা যেকোনো একটি) প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। অংশগ্রহণকারীদের ভিডিও লিংকটি বিক্রয় ব্লগ সাইটে পাঠাতে হবে। সর্বাধিক বিনোদনমূলক ও ব্যতিক্রমধর্মী ভিডিও থেকে ১৮ জন ভাগ্যবান বিজয়ী নির্ধারণ করা হবে। মেম্বার প্রতিযোগিতার ক্ষেত্রে যেকোনো ক্যাটাগরির মেম্বারের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞাপনদাতা, ভিউ ও রেসপন্সপ্রাপ্ত ১৫ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। উভয় কন্টেস্টের বিজয়ীরা পাবেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ও অপো বাংলাদেশ-এর পক্ষ থেকে সর্বমোট ৬ লক্ষ টাকা মূল্যমানের রেফ্রিজারেটর, এলইডি টিভি, স্মার্টফোন ইত্যাদি নানা আকর্ষণীয় পুরস্কার জেতার আকর্ষণীয় সুযোগ।
বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “বাংলাদেশে অনলাইনে কুরবানির পশু কেনা-বেচার কথা আসলেই বিক্রয়-এর নাম প্রথমে মনে আসে সবার। দীর্ঘ ৯ বছর যাবত ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিক্রয় সফলতার সাথে অনলাইন কোরবানি হাটের আয়োজন করে আসছে। বরাবরের মতোই গ্রাহকদের কাছ থেকে আমরা ব্যাপক সমর্থন পেয়ে আসছি। গ্রাহকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের হাজারো বিক্রেতা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলে বিরাট হাট (#BiratHaat2023) কন্টেস্ট। এ বছর কন্টেস্টটি আমাদের সকল মেম্বারদের জন্য উন্মুক্ত, তাই আমরা গ্রাহক ও মেম্বারদের ব্যাপক অংশগ্রহণ আশা করছি।”
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া বলেন, “গত ২১ বছর ধরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ‘আমার পণ্য, আমার দেশ, গড়ব বাংলাদেশ’ স্লোগানের সাথে ব্যবসা পরিচালনা করছে। বিক্রয়-এর সাথে মিনিস্টার-এর দীর্ঘদিনের সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা করছি। আমরা বিরাট হাট (#BiratHaat2023) আয়োজনের সাথে আছি, এবং থাকবো। সৌভাগ্যবান বিজয়ীরা মিনিস্টার-এর দারুণ সব পণ্য জিতে ঈদের আনন্দ আরও বেশি উপভোগ করবে বলে আমার বিশ্বাস।”
অপো বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ সিলভার ঝাও বলেন, “বিরাট হাট (#BiratHaat2023) ক্যাম্পেইন-এর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে অপো বাংলাদেশ ঈদ-উল-আযহার আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবন ও প্রযুক্তির সাহায্য সকলের এগিয়ে নিয়ে যাওয়ার অপো-এর লক্ষ্য পূরণের পাশাপাশি সকলের ঈদ আনন্দের ভাগীদার হিসেবে প্রথমবারের মতো বিক্রয়-এর সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।”
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গণ-আন্দোলনে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে : সারজিস আলম
অনুমোদিত ৩৫০% নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরন করল ওয়ালটন
আমতলীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। আহত -২
শিবালয়ে পরকিয়া প্রেমের বলি নুরজাহান ৪দিন পর পাষ-প্রেমিক আলিফ গ্রেফতার
ভূঞাপুর শহরের প্রাণকেন্দ্রে ময়লা-আবর্জনার ভাগার
শাহজাহান ওমরের বিরুদ্ধে আরও এক মামলা
ধর্মগ্রন্থের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো - বিটিভি মহা পরিচালক
নেতানিয়াহুকে গ্রেপ্তারে ‘প্রস্তুত’ ইউরোপের যে ৭টি দেশ
প্রথম বার চার দরজার বিলাসবহুল গাড়ি আনছে জাগুয়ার
৪ মাস যেতে না যেতেই ভেস্তে গেছে কোটি টাকার সোলার ফেনসিং প্রকল্প!
২৯ বছর পর অবশেষে আলোর মুখ দেখলো শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল
মোটরসাইকেলের ভয়ংকর নেশা, বাড়ছে মৃত্যুর মিছিল, ৫ মাসে নিহত হয়েছে ১৪ জন
বড় দরপতনের পর সোনার দামে আবার বড় লাফ
রাজবাড়ীতে ছাত্রদল নেতা অপহরণ, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
ফার্মগেট মানসী প্লাজায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পণ
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি হিন্দু সম্প্রদায়ের
সুরমা-কুশিয়ারার জন্য ১৭৮৫ কোটি টাকার প্রকল্প
নকলায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার