জাহাঙ্গীরের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করলেন মা ও নির্বাচিত মেয়র জায়েদা
০৩ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের জন্য সুপারিশ করেছেন জায়েদা খাতুন। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মেয়র জায়েদা।
সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ নেন নবনির্বাচিত পাঁচ সিটি মেয়র। মেয়রদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি ছেলে জাহাঙ্গীর আলমের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি ছেলের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেন। জবাবে প্রধানমন্ত্রী ইতিবাচক মন্তব্য করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে জাহাঙ্গীর আলমের ঘনিষ্ট একটি সূত্র জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন তার ছেলে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করার বিষয়টি প্রাধনমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। এতে প্রাধনমন্ত্রী ইতিবাচক মত দেন।
ওই সূত্রের দাবি, প্রধানমন্ত্রী জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দিয়েছেন এবং দলীয় সকল কর্মকাণ্ডে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সব কথাই হয়েছে। তাদের (প্রধানমন্ত্রী ও মেয়র জায়েদা খাতুন) দুজনের কথা হয়েছে। এনিয়ে আমার বলা কি ঠিক হবে? আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আপনারা অপেক্ষা করেন। ভালো কিছু দেখতে পারবেন।
তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করে গাজীপুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আস্থা ও ভরসার স্থান। গাজীপুরের জনগণ আমার সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গে আছে। আমি আওয়ামী লীগের জন্য এবং এই মহানগরীর উন্নয়নের জন্য মায়ের পাশে থেকে কাজ করে যাব।
এদিন গাজীপুরের ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরগণও শপথ অনুষ্ঠানে যোগ দেন।
প্রসঙ্গত, গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে পরাজিত করেন। মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পান ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে মেয়র হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এই সিটিতে গত ২৫ মের নির্বাচনে মেয়র প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু দল মনোনয়ন দেয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাহাঙ্গীর। পাশাপাশি তার মা জায়েদা খাতুনের নামেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। ঋণখেলাপির জামিনদার হওয়ায় জাহাঙ্গীরের প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কুমিল্লায় মাটিখেকো ইউপি সদস্যকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর

বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাবান্ধায় ১৪০ ফিট উপরে উড়বে জাতীয় পতাকা

বোরো কাটার উৎসবে কৃষকেরা, ঘরে তুলছে সোনালী স্বপ্ন

ইহুদি-বিদ্বেষ প্রতিরোধকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে: আলী রীয়াজ

বিশিষ্ট ব্যবসায়ী নাসিম চৌধুরীর মায়ের ইন্তেকাল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আবিদের নিয়োগ বাতিল করল সরকার

দেবহাটায় আইসক্রিম কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

নির্বাচন ইস্যুতে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে হাসিনা জাদুঘরে পাঠিয়েছিল: রিজভী

মুফতি সৈয়দ মুহম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে ছাত্র ও যুবসমাজের বিক্ষোভ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০২৩ এ মনোনয়ন পেল যারা

মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সিদ্দিক, সম্পাদক মিজান

যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অর্ধেক ভারতীয়! সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন

নোয়াখালীতে একযোগে পুলিশের অভিযান, ৫ থানায় অস্ত্র উদ্ধার

মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১১টি দোকান পরিদর্শনে এসে -ড.সরওয়ার সিদ্দিকী

ছাতকে এক বছরে সড়ক দূর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি : আহত অর্ধশত

শেরপুর নালিতাবাড়ীতে বিটিসিএল অফিসে চুরি ১২টি ব্যাটারি উদ্ধার আটক-২