রোহিঙ্গাদের কাছে নির্যাতন–নিপীড়নের কথা শুনেছেন উজরা জেয়া
১৩ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম
বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় বুধবার (১২ জুলাই) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গা নারী ও পুরুষের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা। -ভয়েস অব আমেরিকা
এ সময় রোহিঙ্গারা উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীদের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ওপর চালানো গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন-নিপীড়নের বর্ণনা দেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের এই তথ্য জানিয়ে বলেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ও সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে বসেন। এ সময় তিনি (উজরা জেয়া) নারীদের সঙ্গে কথা বলেন। মিয়ানমারের সেনারা কীভাবে গ্রাম আগুনে পুড়িয়ে তাদের উচ্ছেদ করেছে নারীরা তাকে সেটা বলেন।
মোহাম্মদ জোবায়ের বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে রোহিঙ্গাদের পক্ষ থেকে আমরা বলেছি, বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ। ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। তবে যথেষ্ট শিক্ষাব্যবস্থা নেই। এই জীবন তাদের কাছে বন্দী মনে হয়। যত দ্রুত সম্ভব আমরা স্বদেশে ফিরে যেতে চাই। নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্র যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে। মোহাম্মদ জোবায়ের জানান, সমস্যা সমাধানের আশ্বাস তাদের দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল ৯টার দিকে বেসরকারি উড়োজাহাজের একটি ফ্লাইটে উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইউএনএইচসিআর, আইএমও এবং আরআরআরসি অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইন–শৃঙ্খলা বাহিনী তাদের স্বাগত জানান। পরে সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন তাঁরা। সকাল সাড়ে ১০টা নাগাদ উখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন তাঁরা।
উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিচালনাধীন সেবা ও সহযোগিতা কেন্দ্র পরিদর্শন এবং উখিয়ার বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি বৈঠক শেষ করে বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার ত্যাগ করেন উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা।
সূত্র : ভিওএ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা