ঢাবির হলে মেয়ে নিয়ে ছাত্রলীগ নেতা, অবাঞ্ছিত ঘোষণার সুপারিশ
১৭ আগস্ট ২০২৩, ১১:৫৯ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের অতিথি কক্ষে ভোর রাতে বান্ধবী নিয়ে প্রবেশ করায় হল ছাত্রলীগের এক নেতাকে অবাঞ্ছিত ঘোষণার সুপারিশ করা হয়েছে। ছাত্রলীগের ওই নেতার নাম মো. কামরুল হাসান শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের দফতর সম্পাদক।
গত ১১ আগস্ট একটি অনলাইন পোর্টালে ্র ইডেন ছাত্রী নিয়ে ঢাবির হলে ছাত্রলীগ নেতার রাতযাপনগ্ধ শিরোনামের এক সংবাদে বিষয়টি সামনে এলে উক্ত ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি পরদিন ১২ আগস্ট এমন সুপারিশ করেন। যদিও উক্ত সংবাদে উল্লেখিত রাতযাপনের (রাত সাড়ে ৩টায় হলের অতিথি কক্ষে মেয়ে নিয়ে প্রবেশ) কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বরং ভোর সাড়ে ৫টায় প্রবেশের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সামাজিক ন্যুইসেন্স তৈরি হওয়ায় ওই ছাত্রলীগ নেতাকে হলে অবাঞ্ছিত ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
আবাসিক শিক্ষক মো. আজম ও তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১১ আগস্ট শুক্রবার ভোরে হলের ২২২ নং কক্ষের শিক্ষার্থী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মো. কামরুল হাসান শুভ একজন নারী-অতিথি নিয়ে হলের গেস্টরুমে প্রবেশ করে। এ পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে আমরা, তদন্ত কমিটির সদস্যবৃন্দ, তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক নি¤œলিখিত প্রতিবেদন পেশ করছি। এক. এ বিষয়ে হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। অনানুষ্ঠানিকভাবে জানতে পেরে আমরা ঘটনা সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করেছি। দুই. সিসিটিভি ফুটেজ অনুযায়ী ওরা হলে প্রবেশ করেছে ভোর ৫:৩৪ মিনিটের পরে (অর্থাৎ, সূর্যোদয়ের পরে)। তার ভাষ্য অনুযায়ী বান্ধবী রংপুর থেকে রাতের কোচে ঢাকায় আসে। মোহাম্মদপুরে খালার বাসায় যাওয়ার কথা থাকলেও ওই বাসার গেট বন্ধ থাকায় তারা হলের গেস্টরুমে অবস্থান নেয়। তিন. হলের গেস্টরুমে অবস্থানকালীন হলের সিকিউরিটি গার্ড, ঝাড়ুদার, ছাত্র ও অন্য কর্মচারীরা কাছাকাছি এলাকায় ছিল। হলের ছাত্ররা এসময় গেস্টরুমের ওয়াশরুমও ব্যবহার করেছে। চার. তারা হলের কেন্টিন থেকে নাস্তা এনে খেয়েছে। পরে বেরিয়ে গেছে।
তদন্ত প্রতিবেদনে সুপারিশ হিসেবে উল্লেখ করা হয়- এক. প্রাথমিক তদন্তে প্রত্যক্ষ অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।দুই. কিন্তু সামাজিক ন্যুইসেন্স তৈরির মতো একটা ঘটনা এই ছাত্র ঘটিয়েছে। ছেলেদের হলে এত ভোরে বান্ধবীকে নিয়ে আসা দৃষ্টিকটু হয়েছে। এমতাবস্থায় আমাদের কমিটি মনে করে, কামরুল হাসান শুভকে হলে সাময়িকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হোক।
এ বিষয়ে হল প্রভোস্ট প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান ইনকিলাবকে বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে এবং সে তার জবাবও দিয়েছে। এর ভিত্তিতে আগামী বুধবার আমাদের হল প্রশাসনের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

সল্ট-কোহলির ঝড়ে অন্যরকম শুরু বেঙ্গালুরুর

চ্যাম্পিয়ন বিকেএসপি

‘বিদেশি’ আনছে ভারতও!

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ঝিনাইদহে জমে উঠেছে ঈদের বাজার ক্রেতাদের ঝোঁক দেশি পোশাকে

সুশীল বিপ্লবীরা আ.লীগের পুনর্বাসন করতে চায় : রাশেদ খান

ধানমন্ডিতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

সুষ্ঠু নির্বাচন হলে ৯০% ভোট পেয়ে বিএনপি জয়লাভ করবে : কায়কোবাদ

আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ৪ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে : মাহমুদুর রহমান মান্না

টিভিতে দেখুন

অমর একুশে হল ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপে এক পা আর্জেন্টিনার

মোবাইল ফোন কেড়ে নেয়ায় হাফেজ ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় বাবা নিহত

‘‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : নাসিরউদ্দীন পাটোয়ারী

৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন সাবিনারা

আর্জেন্টিনা ম্যাচে ‘বেকার’ আলিসনও

ইউট্যাবের ইফতার মাহফিলে খালেদা জিয়ার সুস্থতার কামনা