ঢাবির হলে মেয়ে নিয়ে ছাত্রলীগ নেতা, অবাঞ্ছিত ঘোষণার সুপারিশ
১৭ আগস্ট ২০২৩, ১১:৫৯ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের অতিথি কক্ষে ভোর রাতে বান্ধবী নিয়ে প্রবেশ করায় হল ছাত্রলীগের এক নেতাকে অবাঞ্ছিত ঘোষণার সুপারিশ করা হয়েছে। ছাত্রলীগের ওই নেতার নাম মো. কামরুল হাসান শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের দফতর সম্পাদক।
গত ১১ আগস্ট একটি অনলাইন পোর্টালে ্র ইডেন ছাত্রী নিয়ে ঢাবির হলে ছাত্রলীগ নেতার রাতযাপনগ্ধ শিরোনামের এক সংবাদে বিষয়টি সামনে এলে উক্ত ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি পরদিন ১২ আগস্ট এমন সুপারিশ করেন। যদিও উক্ত সংবাদে উল্লেখিত রাতযাপনের (রাত সাড়ে ৩টায় হলের অতিথি কক্ষে মেয়ে নিয়ে প্রবেশ) কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বরং ভোর সাড়ে ৫টায় প্রবেশের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সামাজিক ন্যুইসেন্স তৈরি হওয়ায় ওই ছাত্রলীগ নেতাকে হলে অবাঞ্ছিত ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
আবাসিক শিক্ষক মো. আজম ও তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১১ আগস্ট শুক্রবার ভোরে হলের ২২২ নং কক্ষের শিক্ষার্থী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মো. কামরুল হাসান শুভ একজন নারী-অতিথি নিয়ে হলের গেস্টরুমে প্রবেশ করে। এ পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে আমরা, তদন্ত কমিটির সদস্যবৃন্দ, তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক নি¤œলিখিত প্রতিবেদন পেশ করছি। এক. এ বিষয়ে হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। অনানুষ্ঠানিকভাবে জানতে পেরে আমরা ঘটনা সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করেছি। দুই. সিসিটিভি ফুটেজ অনুযায়ী ওরা হলে প্রবেশ করেছে ভোর ৫:৩৪ মিনিটের পরে (অর্থাৎ, সূর্যোদয়ের পরে)। তার ভাষ্য অনুযায়ী বান্ধবী রংপুর থেকে রাতের কোচে ঢাকায় আসে। মোহাম্মদপুরে খালার বাসায় যাওয়ার কথা থাকলেও ওই বাসার গেট বন্ধ থাকায় তারা হলের গেস্টরুমে অবস্থান নেয়। তিন. হলের গেস্টরুমে অবস্থানকালীন হলের সিকিউরিটি গার্ড, ঝাড়ুদার, ছাত্র ও অন্য কর্মচারীরা কাছাকাছি এলাকায় ছিল। হলের ছাত্ররা এসময় গেস্টরুমের ওয়াশরুমও ব্যবহার করেছে। চার. তারা হলের কেন্টিন থেকে নাস্তা এনে খেয়েছে। পরে বেরিয়ে গেছে।
তদন্ত প্রতিবেদনে সুপারিশ হিসেবে উল্লেখ করা হয়- এক. প্রাথমিক তদন্তে প্রত্যক্ষ অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।দুই. কিন্তু সামাজিক ন্যুইসেন্স তৈরির মতো একটা ঘটনা এই ছাত্র ঘটিয়েছে। ছেলেদের হলে এত ভোরে বান্ধবীকে নিয়ে আসা দৃষ্টিকটু হয়েছে। এমতাবস্থায় আমাদের কমিটি মনে করে, কামরুল হাসান শুভকে হলে সাময়িকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হোক।
এ বিষয়ে হল প্রভোস্ট প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান ইনকিলাবকে বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে এবং সে তার জবাবও দিয়েছে। এর ভিত্তিতে আগামী বুধবার আমাদের হল প্রশাসনের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আলভারেসের সেই গোল নিয়ে যা বলল উয়েফা

শরীয়তপুরে উপ-সহকারী প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা, থানায় অভিযোগ

জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন

সিরিয়ার অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে

সুন্দরবনের গহীন থেকে নারী উদ্ধার

পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রমজানে ইফতার সামগ্রী পেল শতাধিক পরিবার

মির্জাপুরের সেই শিশু ধর্ষককে ধরিয়ে দিলে বিএনপি নেতার পুরস্কার ঘোষণা

ভাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

বায়ার্নের সঙ্গে লম্বা চুক্তিতে কিমিখ

মনোহরগঞ্জে মুঘল আমলে নির্মিত শরীফপুর মসজিদটি স্থাপত্যের অনন্য এক নিদর্শন

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা সমাজে আশকারা পাচ্ছে: রিজভী

মঁদিকে হারাল রিয়াল

৬ জেলায় মৃদু তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে

নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

আড়াইহাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে টহল পুলিশের গাড়ির ধাক্কা, পুলিশ সদস্যসহ ৭ জন আহত

ইউক্রেনে শান্তি চায় না ইউরোপীয় দেশগুলো, রাশিয়ার অভিযোগ

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আইনি-লিগ্যাল নোটিশ