ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

নিরাপদে পালাতে চাইলে এখনই পদত্যাগ করুন, সরকারকে খেলাফত মজলিস

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম

নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলে জানিয়েছে খেলাফত মজলিস। সময় থাকতে সরকারকে পদত্যাগ আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

তারা বলেন, জনগণের রোষানল থেকে মুক্তি পেতে নিরাপদে দেশ ছেড়ে পালাতে চাইলে সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। নয়ত পরে আর পালানোর সুযোগ পাওয়া যাবে না।

শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এ সময় দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আমরা স্পষ্ট দাবি নিয়ে রাজপথে নেমেছি, আমরা চাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এই দাবি শুধু আমাদেরই নয়, সারা দেশের মানুষেরও দাবি। শুধু নিরপেক্ষ নির্বাচন চায় না আওয়ামী লীগ সরকার, আর তাদের পেটুয়া বাহিনী। কারণ তারা জানে, একটি নিরপেক্ষ নির্বাচন হলেই তাদের ক্ষমতার গদি আর থাকবে না। আর গদি না থাকলে তাদের বিদেশে টাকা পাচার, লুটপাট, দুর্নীতি, বিরোধী নেতাকর্মীদের খুন-গুমের বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে।

তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি নিরাপদে দেশ থেকে 'এক্সিট' করতে চান, তাহলে এটাই আপনাদের শেষ সময়। পরে আর পালানোর সময় পাবেন না। মনে রাখবেন, এদেশে স্বাধীনতা সংগ্রামসহ অনেক সংগ্রাম হয়েছে। বাংলার মানুষকে খুব বেশি দিন দমিয়ে রাখা যাবে না। জুলুম করে শাসন দীর্ঘায়িত করা যায় না। জুলুম থেকে মানুষকে মুক্তি দিন।

আব্দুল কাদের বলেন, এখনো দেশের মানুষকে বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের নিয়ন্ত্রণে নেই। ৮০-১০০ টাকার নিচে কোনো সবজি নেই। এই সংকট তৈরি করেছে সরকার, তাই সরকারকেই এর সমাধান করতে হবে। তফসিল ঘোষণার পূর্বেই ক্ষমতা নিরপেক্ষ সরকারের হাতে হস্তান্তর করুন। শান্তি ও সম্প্রীতির স্বার্থে জনগণের দাবি মেনে নিন।

সংগঠনটির নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, দেশে এই মুহূর্তে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এ সরকার বিগত দিনে যতগুলো নির্বাচন করেছে সবগুলোতে ভোট কারচুপি করে দলীয় প্রার্থীদের জিতিয়েছে। এবার আর সরকারকে সেই সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, দেশ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। একদিকে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, অপরদিকে দেশের টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সরকার দাবি করছে, তাদের উপর জনগণের সমর্থন আছে, অথচ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কারণ তারা নিজেরাও ভালো করে জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না।

সমাবেশে বক্তারা আরও বলেন, সরকার যদি বাঁচতে চায়, তাহলে এই সংসদেই নিরপেক্ষ সরকারের বিল উপস্থাপন করে সেটি পাস করতে হবে। সরকার যদি দাবি মেনে না নেয়, তাহলে দেশবাসীকে নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক মাওলানা এসএম খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মজিদ প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা