যে রক্তকে ৬ বছর বাংলাদেশে আসতে দেয়নি, সেই রক্ত আজ সমগ্র পৃথিবীতে বাংলার মানুষকে আলোকিত করছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার ধারাবাহিক ঘটনা জেল খানা হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যার যে উদ্দেশ্য সেটি সফল করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় জেলখানায় এ হত্যাকান্ড ঘটিয়েছে। রাষ্ট্রের সহযোগিতায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দেয়ার জন্য এ হত্যাকান্ড। আওয়ামী লীগ জনতার দল। আওয়ামীলীগ দেশ মাতৃকার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান।
তিনি বলেন, ২০২৩ সালের আজকের দিনে দাঁড়িয়ে বলছি- সেই ঘাতক, খুনিরা এবং তাদের নেতৃত্বদানকারীরা আজ কোথায়? তাদেরকে আইন দিয়ে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে সাংবিধানিকভাবে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে মার্শা'ল সরকার জিয়া, এরশাদ, খালেদা জিয়া রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু রক্ষা করতে পারে নাই। এটাই ইতিহাসের শিক্ষা। প্রতিমন্ত্রী আজ দিনাজপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবার, জাতীয় চার নেতা জনগণের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে; সেখান থেকে কেউ কেড়ে নিতে পারে নাই। ২০২৩ সালের আজকের দিনে সেটা প্রমাণ করে। তিনি বলেন, আমাদের ভালো লাগে- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রকাশনা টাইমস ম্যাগাজিনে আমাদের প্রধানমন্ত্রীর প্রচ্ছদ ছাপানো হয়, কাভার পেইজে আমাদের প্রধানমন্ত্রীর প্রচ্ছদ এবং বলা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ, ভবিষ্যৎ ও গণতন্ত্র শেখ হাসিনার হাতে। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। যে রক্তকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছিল, যে রক্তকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করেছিল-জিয়াউর রহমান, যে রক্তকে ৬ বছর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেয় নাই, সেই রক্ত আজকে সমগ্র পৃথিবীতে বাংলার মানুষকে আলোকিত করছে, ৫৬ হাজার বর্গমাইলকে আলোকিত করছে।
তিনি বলেন, টাইমস ম্যাগাজিনে কাভার পেইজে প্রধানমন্ত্রীর ছবি ছাপানো হচ্ছে এবং বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সাথে তার তুলনা করা হচ্ছে। বাংলাদেশের অবস্থান আজকে কোথায়? বেকুবের দল তারা এটা বোঝেনা। জিয়ার দল বিএনপি আজকে হাঁসের ডিম নিয়ে ব্যস্ত, বাংলার মানুষকে নিয়ে নয়। তারা হাঁসের ডিম খেতে চায় আমাদের কোন আপত্তি নাই। তারা হাঁসের ডিম খাক। আমরা ফ্রি করে দিয়েছি। এই হাঁসের ডিমের কারণে বাংলার মানুষ কষ্ট পাচ্ছে। বাজারে ডিমের দাম বেড়ে গেছে। হাঁসের ডিম দামি জিনিস হয়ে গেছে। বিএনপির হাঁসের ডিম নিয়ে ব্যস্ত।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ৭৫ এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ যেই শক্তি দিয়ে বাংলার মানুষকে নিয়ে প্রতিবাদ করেছিল, একই শক্তি দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে ২৮ অক্টোবরে বিএনপি। যে পুলিশ জনগণের নিরাপত্তা দেয়, তাদের নির্মমভাবে হত্যা করেছে তারা। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমন করেছে। বিচার বিভাগকে তারা মানে না। সংবিধান মানে না, সংসদ মানে না । তারা যদি এসব কিছু না মানে, তাদের জায়গা বাংলাদেশে নয়, তাদের জায়গা পাকিস্তান। তোমরা (বিএনপি) পাকিস্তান চলে যাও।
প্রতিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে । এই নির্বাচনে অংশ নিবে জনগণ এবং পরবর্তী সরকার গঠন করা হবে। তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, কোন সন্ত্রাসী বা জঙ্গীর সঙ্গে সংলাপ হতে পারে না।" তাই আসুন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা এই ঘাতক খুনি জঙ্গী সন্ত্রাসীদেরকে চিরতরে নির্মূল করে এই বাংলাদেশে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতার আদর্শকে বাস্তবায়ন করব, সেটাই হোক আমাদের জেলহত্যা দিবসের শপথ।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আব্দুল লতিফ এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন