বাংলাদেশকে জবাবদিহিতায় আনার আহ্বান অ্যামনেস্টির
১২ নভেম্বর ২০২৩, ১১:১৭ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১১:১৭ এএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও দ্রুততার সঙ্গে মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষকে জবাবদিহিতায় আনতে সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউকে (ইউপিআর) ব্যবহার করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। দক্ষিণ এশিয়া বিষয়ক এ সংগঠনের ডেপুটি আঞ্চলিক পরিচালক লিভিয়া সাক্কারদি বলেছেন, বাংলাদেশের চতুর্থ ইউপিআর এমন এক সময়ে হতে যাচ্ছে যখন মানবাধিকার এবং গুরুত্বপূর্ণ সমালোচনাকারী প্রতিষ্ঠান, বিরোধী দলীয় নেতা, নিরপেক্ষ মিডিয়া হাউস এবং নাগরিক সমাজ সিস্টেমেটিকভাবে আক্রমণ মোকাবিলা করছে। এই মূল্যায়ন বাংলাদেশের মানবাধিকার রেকর্ড যাচাই এবং আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য কর্তৃপক্ষকে যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ওই বিবৃতিতে আরও বলা হয়, প্রতি চার বছরে একবার জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের মানবাধিকার রেকর্ড রিভিউয়ের সুযোগ এনে দেয় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইউপিআর। এর আগে ইউপিআরে বাংলাদেশের সামনে যেসব সুপারিশ দেয়া হয়েছিল তা বাস্তবায়নে ইউপিআরে মূল্যায়ন জমা দিয়েছে অ্যামনেস্টি। তাতে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ সভাসমাবেশ, অন্যান্য মানবাধিকার- যেমন জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের অধিকার, মৃত্যুদণ্ড ও শরণার্থীদের অধিকারের বিষয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।
মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে অ্যামনেস্টি বলেছে, এর আগে ২০১৮ সালের মে মাসে বাংলাদেশের শেষ ইউপিআর পর্যালোচনা করা হয়। সেখানে মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার সুপারিশ সরকার মেনে নিয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে অধিকারকে ক্ষুন্ন করা হয়েছে। এর মধ্যে আছে বেপরোয়াভাবে আইনের সংস্কার এবং বিভিন্ন আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার। নতুন সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এ রয়ে গেছে বহুল বিতর্কিত সাবেক ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক বিষয়।
অ্যামনেস্টি আরও বলেছে, বাংলাদেশ সরকারকে অবশ্যই সাইবার নিরাপত্তা আইন ২০২৩’কে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, এই আইন মানবাধিকারের পক্ষের ব্যক্তি, অধিকারকর্মী, সমালোচক, শান্তিপূর্ণভাবে ভিন্নমতের ব্যক্তিদের টার্গেট করতে ব্যবহার হচ্ছে না।
জানুয়ারিতে অনুষ্ঠেয় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সভা সমাবেশের মতো শান্তিপূর্ণভাবে মানবাধিকার চর্চার জন্য যাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এতে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে বলা হয়, যদিও গত ইউপিআরে বাংলাদেশ সরকার এসব বিষয় প্রতিরোধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও তাদেরকে বিচারের আওতায় আনার সুপারিশ সমর্থন করেছিল, তবুও গত পাঁচ বছরে উদ্বেগজনকভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম দেখা গেছে। ওই সময় থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইন রক্ষাকারীদের হাতে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পর জোরপূর্বক গুমের একটি পরিষ্কার প্যাটার্ন অনুসন্ধান করে তা প্রামাণ্য আকারে উপস্থাপন করে।
২০১৮ সালে মাদক বিরোধী অভিযানের অধীনে কমপক্ষে ৪৬৬ জনকে হত্যা করা হয়েছে। এতে আরও বলা হয়, অবিলম্বে কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স অনুমোদন করা উচিত বাংলাদেশ সরকারের। একই সঙ্গে জোরপূর্বক অথবা স্বেচ্ছায় নিখোঁজ থাকা বিষয়ে বাংলাদেশে সরকারি সফরের জন্য জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপকে অনুমোদন দেয়া উচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো, বিশেষ করে র্যাবের বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ দ্রুততার সঙ্গে, পূর্ণাঙ্গভাবে, পক্ষপাতিত্বহীন, নিরপেক্ষ, কার্যকর এবং স্বচ্ছ তদন্ত করা উচিত সরকারের।
শান্তিপূর্ণ সভাসমাবেশ বিষয়ে অ্যামনেস্টি বলেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, শ্রমিক এবং রাজনৈতিক কর্মীদের আয়োজনে নাগরিক বিভিন্ন ইস্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে অব্যাহতভাবে নিপীড়ন চালিয়েছে পুলিশ। এসব ক্ষেত্রে কর্তৃপক্ষ ব্যবহার করেছে কাঁদানে গ্যাস, রাবার বুলেট, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, জলকামান এবং কোনো কোনো ক্ষেত্রে প্রাণঘাতী শক্তি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারকে অবশ্যই দ্রুততার সঙ্গে, পূর্ণাঙ্গভাবে, পক্ষপাতিত্বহীন, কার্যকর এবং স্বচ্ছ তদন্ত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এ জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে এসব ঘটনায় কমান্ডের দায়িত্বে থাকা ব্যক্তিকেও রাখতে হবে। খেয়ালখুশিমতো যাদেরকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে তাদের সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
মৃত্যুদণ্ডের বিষয়ে বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে কমপক্ষে ১৩টি মৃত্যুদণ্ডের রেকর্ড করেছে অ্যামনেস্টি। এর মধ্যে ৯১২টি হলো আরোপিত মৃত্যুদণ্ড। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে ২০০০ ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ছিল। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন ও মানদণ্ড লঙ্ঘন করে মৃত্যুদণ্ড অব্যাহত আছে। বেশির ভাগ ব্যক্তির বিরুদ্ধে এই শাস্তি দেয়া হয়েছে হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য। প্রাণঘাতী নয় এমন অপরাধ, যেমন ধর্ষণ ও মাদক রাখার দায়েও মৃত্যুদণ্ড দেয়ার প্রবণতা আছে। এতে বলা হয়, মৃত্যুদণ্ড অবশ্যই সবচেয়ে গুরুতর অপরাধের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এই শাস্তিকে পুরোপুরি বাতিল করার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে সরকারকে শাস্তি লঘু করার আদেশ দিতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস