রূপগঞ্জ খুনের উপত্যকা
১৪ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
রক্তাক্ত জনপদ রূপগঞ্জ শিল্প এলাকা এখন খুনের শিল্পায়ন চলছে। স্বাধীনতা পরবর্তী আলোড়ন সৃষ্টিকারী ৯৩টি রাজনৈতিক হত্যাকা-ের সঙ্গে জড়িতদের নাম বাতাসে ভেসে বেড়ালেও অধিকাংশেরই কোনো শাস্তি হয়নি। এলাকার নামী-দামী মানুষ কয়েকটি পক্ষের নিপুন পরিকল্পনায় হঠ্যাৎ করেই খুন হয়ে যায়। কিন্তু খুনের পরিকল্পনা এতোই শিল্পরূপ লাভ করেছে যে, অভিযোগ প্রমাণ করাই কঠিন হয়ে পড়ে। প্রতিটি হত্যাকা- অন্তত ৪টি পক্ষ জড়িয়ে পড়ে। এক বা দুটি পক্ষ অর্থ জোগান দেয়। একটি পক্ষ রাজনৈতিক আশ্রয় নিশ্চিত করে। হত্যাকা-ের নেপথ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা গ্রুপ খুনিদের ভাড়া করার জন্য বেশ কয়েকটি হাত কাজে লাগায়। ফলে, হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী অধিকাংশ সময় অনায়াসে পার পেয়ে যায়। কয়েক হাজার খুনের ঘটনার মধ্যে মাত্র ৯২৩টি হত্যাকা-ের বিচার হয়েছে। আর ১২৪৫টি মামলা এখনো বিচারধীন। সাক্ষীর অভাব, পুলিশের চার্জশীটে দুর্বলতাসহ নানা কারণে ১৪৬৪টি মামলা নিষ্পত্তি হয়ে গেছে।
অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলখ্যাত রূপগঞ্জে গত ৫২ বছরে ৩৬৩২ খুন হয়েছে। কিন্তু স্বজন হারানোর বিচার পায়নি কেউ। রাজনৈতিক দ্বন্ধ, আধিপত্য বিস্তার, সন্ত্রাসী, মাদক ব্যবসার দ্বন্ধ, চাঁদাবাজি, জমি বিরোধসহ তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে এসব খুনের ঘটনা ঘটেছে। এখানে এমন পরিস্থিতি এখানে কেউ খুন হলে পুলিশ ভালমতো স্বাক্ষী খুঁজে পায়না। কেউ ভয়ে স্বাক্ষ্য দেয় না। কেউ সাহস করে স্বাক্ষ্য দিলে তার আর ঘরে ফেরা হয় না। যার ফলে সন্ত্রাসের জনপদ রূপগঞ্জে অহরহ ঘটছে খুনের ঘটনা।
অনুসন্ধানে জানা গেছে, রূপগঞ্জে ৯৩ টি হত্যাকান্ড রাজনৈতিক দ্বন্ধের কারণে ঘটেছে। আর বাকী হত্যাকান্ডগুলো ঘটেছে নানা কারণে। উল্লেখ্যযোগ্য হত্যাকান্ডগুলো হলো ২০০০ সালের ২৬ আগষ্ট মুড়াপাড়ার রাসেল পার্কের প্রতিষ্ঠাতা রাসেল ভূঁইয়া, ১৯৯০ সালে মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি খালেদ-বিন জামাল, ১৯৯৮ সালের আগষ্ট মাসে তরুণ ছাত্রনেতা তারেক-বিন জামাল, ২০০৫ সালের ৫ নভেম্বর তুখোড় ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিক, ২০০১ সালের ১৪ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাবউদ্দিন আহম্মেদ, ২০০০ সালে ইউসুফগঞ্জের বেলায়েত ভূইয়া, ১৯৯৯ সালে মুড়াপাড়া কলেজের মেধাবী শিক্ষার্থী গোলাম রাব্বানী, ২০১০ সালে দড়িকান্দির যুবদল নেতা নজরুল ইসলাম, ২০১৯ সালে চনপাড়ার যুবলীগ নেতা আনোয়ার মাঝি, ২০২০ সালে জাতীয় পার্টির নেতা হাসান মুহুরী, একই বছরে ইউপি সদস্য বিউপি আক্তার কুট্রিসহ অনেকে হত্যাকা-ের শিকার হয়েছেন।
নিহত রাসেল ভূইয়ার ছোট ভাই মনিরুজ্জামান মনু বলেন, মুড়াপাড়া একের পর এক হত্যাকা-ের ঘটনা ঘটেই চলছে। এগুলোর বিচার না হওয়ার কারনে অপরাধীরা পা পেয়ে যাচ্ছে। আমার ভাই হত্যার কোনো বিচার পেলাম না। ফলে সন্ত্রাসীদের সাহস বেড়ে যাচ্ছে।
শুধু মুড়াপাড়া নয়, গোটা রূপগঞ্জটা খুনের উপত্যকা। এসব খুনের পেছনে যারা কাজ করে তাদের খুঁজে বের করা দরকার। আশপাশের উপজেলাগুলোতে থেকে রূপগঞ্জে হত্যাকা-ের ঘটনা বেশি। নিহত আফতাব আহম্মেদের ছেলে সোহেল আহম্মেদ বলেন, রূপগঞ্জে রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী হত্যাকারীদের নেপথ্যের নাম বাতাসে ভেসে বেড়ায় ঠিকই। কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না।
নারায়ণগঞ্জ জেলার সরকারি কৌশলি অ্যাডভোকেট মেজবাহউদ্দিন আহমেদ বলেন, স্বাক্ষী ও পুলিশের দুর্বল চার্জশীটের কারণে আসামিরা পার পেয়ে যায়। ফলে মামলা থেকে খালাস পেয়ে তারা আবারো নতুন ঘটনার জন্ম দেয়। তাই পুলিশের চার্জশীট শক্ত হওয়া দরকার। যদি সঠিক বিচার হয় তাহলে কোন অপরাধী অপরাধ করার সাহস পাবে না। তরুণ আইনজীবি অ্যাডভোকেট আবুল বাশার রুবেল বলেন, কিশোর গ্যাং রূপগঞ্জে বেড়ে গেছে। ফলে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। আর অপরাধীরা যদি রাজনৈতিক শেল্টার না পেতো তাহলে অপরাধ প্রবণতা কমে যেতো।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, রূপগঞ্জে সবচেয়ে বড় সমস্যা জমি নিয়ে। এরপর রয়েছে আধিপত্য ও রাজনৈতিক দ্বন্দ্ব । এসব সমস্যার সমাধান করা গেলে পরিস্থিতি আশা করা যায় স্বাভাবিক হয়ে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, রূপগঞ্জের জীবন-জীবিকার বড় একটা পরিবর্তন ঘটেছে। চনপাড়া পূর্নবাসন কেন্দ্র আইনশৃঙ্খলা পরিবর্তনের একটা কারণ। এছাড়া জমির দাম হঠ্যাৎ করেই বেড়ে গেছে। রূপগঞ্জ শিল্পকারখানা বেষ্টিত। যার ফলে এখানে আদিবাসীদের চেয়ে অনাদিবাসী বেড়ে গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার