নওগাঁয় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ আহত ১০
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
মহাদেবপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নৌকার ব্যানার ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগের কর্মী আব্দুল মজিদ, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিনের কর্মী হাতুড় গ্রামের মৃত ইসমাইলের ছেলে বরকত উল্লাহ ও সোনাকুড়ি গ্রামের মোস্তফা সরকারের ছেলে রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল দীঘিপাড়ায়। খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক দিন আগে রাস্তার পাশে একটি আমগাছে নৌকার ব্যানার টানায় আওয়ামী লীগ সমর্থকরা। বৃহস্পতিবার বিকালে ওই আমগাছের নিচে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস করেন তার সমর্থকরা। ওই রাতে অফিস উদ্বোধনের জন্য হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গিয়াস মাস্টার, লোকমান হোসেনসহ স্বতস্ত্র প্রার্থীর ১০ থেকে ১২ জন কর্মী সেখানে উপস্থিত হয়ে তাদের অফিসের ওপর টানানো নৌকার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং নৌকায় (আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী) ভোট দিলে তিনি বিভিন্ন সভা-সমাবেশ, মসজিদ-মাদরাসায় আসতে পারবেন না বলে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা করেন। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে উভয় দলের কমপক্ষে ১০ জন কর্মী আহত হন।
অপরদিকে নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে জাতীয় পার্টির কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এ সময় জাতীয় পার্টির কর্মী এনায়েতপুর ইউনিয়নের চকহরিবল্লভ গ্রামের মৃত তায়েজ উদ্দীনের ছেলে সোহরাব হোসেন আকাশ ও আদর্শ গ্রামের আকরাম হোসেনের ছেলে সজিব হোসেন আহত হন। তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা বলেন, নির্বাচনি প্রচার শেষে ঘোড়ারগাড়ি নিয়ে ফিরছিলেন। পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি ট্রাক এসে তাদের ঘোড়ারগাড়িটি ধাক্কা দেয়। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত তার কর্মীদের মারপিট করে। মহাদেবপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, পৃথকভাবে অভিযোগগুলো পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক
‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক
এতো লুটপাট কখনো দেখেনি কেউ - মাহবুব চৌধুরী
খালেদা জিয়া: রাজনীতির লাইমলাইটে বেগম জিয়ার প্রত্যাবর্তন
কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ইউরোপকে আরেকটি জ্বালানি সংকটে ফেলেছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র: হাঙ্গেরি
নোবিপ্রবি তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠিত