ঢাকা   রোববার, ০৩ নভেম্বর ২০২৪ | ১৯ কার্তিক ১৪৩১

ঢাকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকা আসনে ভোটের হাওয়া তুঙ্গে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

ভোটারদের কেন্দ্রে নিতে বেশি জোর প্রার্থীদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। রাজধানী ঢাকায় নির্বাচনী আসনগুলোতে নৌকার প্রার্থীদের পাশাপাশি অন্য প্রার্থীদের প্রচারণা অনেক কম দেখা গিয়েছে। তবে যে সকল আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেখানে তুমুল নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্বতন্ত্র প্রার্থীরা নৌকার প্রার্থীদের টাফ চ্যালেঞ্জ দিবেন বলেই আশা করা হচ্ছে। ফলে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীদের সমানতালে ঘাম ঝরছে।
আগামী ৭ জানুয়রি জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই তুমুল প্রচারণা করে যাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন এলাকায় নির্বাচনী পোস্টার ছেয়ে গেছে। চলছে মিছিল-মিটিং ও পথসভা। ভোটারদের মাঝে বিতরণ করা হচ্ছে পোস্টার-লিফলেট। অনলাইনেও চলছে ভোটের প্রচার। প্রার্থীদের পক্ষে তাদের অনুসারীরা সামাজিক মাধ্যমেও ভোট চাচ্ছেন। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। তারাও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে ছুটছেন। অপরদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভা করছেন বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরগুলোতে। আগামী ১ জানুয়ারি ঢাকায় নির্বাচনী জনসভার জন্য প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। ইতোমধ্যে ঢাকায় জনসভার অনুমতি পেয়েছে দলটি। আগামী ১লা জানুয়ারি রাজধানীতে ওই নির্বাচনী জনসভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আগামী ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে ওই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া গতকাল বরিশালে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সারা দেশের পাশাপশি ঢাকার ২০টি সংসদীয় আসনেও জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। তবে বিএনপি নির্বাচনে না থাকায় এবং অনেক আসনেই নৌকার প্রার্থীদের শক্ত কোনো প্রতিপক্ষ না থাকায় ভোটাদের ভোট কেন্দ্রে যেতেই বেশি উদ্বুদ্ধ করছেন ঢাকায় নৌকার প্রার্থীরা।
রাজধানী ঘুরে দেখা গেছে, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় জোর দিয়েছেন প্রার্থীরা। ঢাকায় আওয়ামী লীগের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা বেশ জোরে শোরে চলছে। সে তুলনায় স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা দুর্বল। তবে যেসব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেখানে নির্বাচনী হাওয়া তুঙ্গে। ঢাকায় বেশ কয়েকটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেকে গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাটানো, মাইকিং, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে। কর্মী-সমর্থকরা মোড়ে মোড়ে ভোট প্রার্থনা করছেন। এর বাইরে ঢাকা-৪ ও ঢাকা- ৫, ঢাকা-৭ ও ঢাকা-১৪ ও ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারাও নৌকার প্রার্থীর মতই ওই দুই আসনের ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
নতুন নতুন ছককষে জনগণের কাছে ভিড়ছে ভোটে অংশ নেওয়া প্রার্থীরা। বিভিন্ন এলাকায় গিয়ে ওই এলাকা ঘিরে আগামীতে কি করবেন সে বিষয়ে ভোটারদের অঙ্গিকার দিচ্ছেন নৌকার প্রার্থীর। ঢাকায় প্রার্থীরা কেউ গাড়ি চড়ে আবার অনেকে হেঁটে-হেঁটে ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন, বুকে টেনে নিচ্ছেন প্রবীণদের। বয়স্ক নারী ভোটারদের হাত নিজের মাথায় রেখে আশীর্বাদ চাচ্ছেন।
গত বৃহস্পতিবারও নিজ নির্বাচনী এলাকার ৮টি হাসপাতালে গণসংযোগ করেন ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সে সময় তিনি ভোট কেন্দ্রে যেতে ভোটারদের উদ্বুদ্ধ করেন।
এদিন ৮টি হাসপাতালে নির্বাচনী গণসংযোগ করেছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আপনারা দেশের স্বাধীনতা রক্ষার্থে-দেশের গণতন্ত্র রক্ষার্থে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আসন্ন ৭ জানুয়ারিকে কেন্দ্র করে সারাদেশে যে ভোট উৎসব শুরু হয়েছে এই উৎসবে অংশ নেবেন আপনারাও। নির্বাচনকে কেন্দ্র করে চলমান যে ষড়যন্ত্র হচ্ছে, কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দেশিয় ও আন্তর্জাতিক এসকল ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা।
গতকাল শুক্রবার ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে গতকাল গণসংযোগ করেন তাঁর সহধর্মিনী ডা. সুলতানা শামীমা চৌধুরী রীতা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-৮ নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় তিনি তাঁর স্বামী আফম বাহাউদ্দিন নাছিমের জন্য গণসংযোগ করেন তিনি। বিকাল ৪টায় মালিবাগ মোড়, শান্তিবাগ, এলাকায় জনসংযোগ করেন। এরপর তিনি শান্তিবাগ শেখ সেকান্দার আলী কমিশনারের বাড়ীতে মহিলা ভোটারের সাথে মতবিনিময় করেন।
নৌকার প্রার্থীদের পাশাপশি ঢাকার স্বতন্ত্র প্রার্থীরাও ভোট প্রচারে মাঠে রয়েছে। তারাও নিরবিঘেœ প্রচারণা চালাচ্ছে। ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। তিনি ট্র্রাক প্রতীক নিয়ে এবার ভোটে লড়ছেন। এ আসনটিতে আরেক স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গতকালও সকালে তিনি ৬৩নং ওয়ার্ডে মৃধা বাড়ি নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। এরপর তিনি ৬০ নং ওয়ার্ডের পাটেরবাগের বৃহত্তর জামে মসজিদে আসর নামাজ আদায় শেষে, ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের সাথে মতবিনিময় সভা এবং গণসংযোগ করেন। বাদ মাগরিব তিনি ৬১ নং ওয়ার্ডে, রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সন্ধ্যার পর তিনি ৬৮ নং ওয়ার্ডে হাজিনগর এলাকার ঢাকাস্থ চাঁদপুরের মুরব্বিদের সাথে আলোচনা সভা এবং গণসংযোগ করেন।
এদিকে আদালতের আদেশে ঢাকা-৭ আসনে প্রার্থীরা ফিরে পাওয়ার পর মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিকও। করছেন গণসংযোগ। তিনি ঈগল প্রতীকে ভোট করছেন। অপরদিকে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি। তিনি কেটলি প্রতীকে ভোট করছেন। ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিনও নির্বাচনী গণসংযোগ করেছেন। তিনি ট্রাক প্রতীকে ভোট করছেন।
গত বৃহস্পতিবারও পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় করেন ঢাকা-৬ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ভোট যাতে সুষ্ঠুভাবে না হয় এবং ভোটের পরিবেশকে নস্যাতে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে মানুষের মতামত ব্যক্ত করার যে প্রচেষ্টা সেদিকে না গিয়ে বাস-ট্রেনে আগুন দিচ্ছে। মানুষ হত্যা করছে। এই অপরাজনীতি তরুণ প্রজন্ম গ্রহণ করে না।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট

নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে

নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার

আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা

আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা

ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা

ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা

রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন

রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন

ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা

ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা

পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন

লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন

আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড

আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড

রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি

রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি

পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান

পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান

শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি

রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার

রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার

নিরাপদ প্রজননের পরে ইলিশ আহরনে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেল

নিরাপদ প্রজননের পরে ইলিশ আহরনে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেল

সঠিক আরওপি ব্যবস্থাপনা না হলে অন্ধত্বের ঝুঁকি বাড়বে বাংলাদেশে

সঠিক আরওপি ব্যবস্থাপনা না হলে অন্ধত্বের ঝুঁকি বাড়বে বাংলাদেশে

ইসি সার্চ কমিটির প্রথম বৈঠক, কমিশন গঠনে সৎ-নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ হবে’

ইসি সার্চ কমিটির প্রথম বৈঠক, কমিশন গঠনে সৎ-নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ হবে’

সোনালী ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে চুক্তি

সোনালী ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে চুক্তি

রাজবাড়ী‌তে সুন্দরবন ও মধুম‌তি ট্রেন পৌনে এক ঘন্টা আট‌কে রেখে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ

রাজবাড়ী‌তে সুন্দরবন ও মধুম‌তি ট্রেন পৌনে এক ঘন্টা আট‌কে রেখে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ