বিএনপির রাজনীতি করার কোনো অধিকার নেই
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল। ওই সন্ত্রাসী দলের রাজনীতি করার কোনো অধিকার নেই। এরা নির্বাচন চায় না, বানচাল করতে চায়। সাধারণ মানুষকে অত্যাচার করে তাদের নিজেদের ভাগ্য গড়েছে। নিজেদের ভাগ্য গড়তেই তারা ক্ষমতায় যেতে চায়। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদের কোনো স্থান নেই। জঙ্গীবাদে যেন কেউ না জড়ায়, সে ব্যবস্থা আমরা করেছি।
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা ৭ জানুয়ারী কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। আর মার্কাটা কি, নৌকা। নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে। দক্ষিণাঞ্চলের উন্নতি হবে।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার বিকেলে বরিশাল মহানগরীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষন দেন। জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের এ জনসভায় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং চাচাত ভাই শেখ হেলাল উদ্দিনও উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৫ বছর ৮ মাস পরে বরিশালে আওয়ামী লীগ সভানেত্রীর এ জনসভায় দলের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আমীর হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেপি’র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, প্রেসিডয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক ও বরিশালের সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পেয়েছিলেন। না ছিল রাস্তাঘাট, সেতু, কালভার্ট। সেখান থেকেই অতি স্বল্প সময়ের শাসনামলে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে তিনি গড়ে তুলেছিলেন। তিনি যখন শাষনভার গ্রহণ করেন, তখন দেশে মাথাপিছু আয় ছিল মাত্র ৯১ ডলার। আর তার সাড়ে ৩ বছরের শাসনামলেই তা ২৭৭ ডলারে উন্নীত হয়। বঙ্গবন্ধুর হত্যার পরে ২১ বছরের সামরিক শাসকরা দেশের দারিদ্রতা কমাতে পারেনি। আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণ করি, তখন দেশে খাদ্য উৎপাদন ৮৫ লাখ টন থেকে ২০০১ সালে তা দেড় লাখ টনে উন্নীত করি।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ২০০১ সালে খালেদা জিয়া মুচলেকা দিয়ে ক্ষমতায় এসে দেশের মানুষের ওপর নানা অত্যাচার নির্যাতন চালায়। তারা এই বরিশালের গৌরনদী-আগৈলঝাড়ার হাজার হাজার নারী-পুরুষের ওপরও নির্যাতন চালায়। অনেক এলাকার বাড়ী ঘর জ্বালিয়ে দেয়। অনেক মানুষ বরিশাল ছেড়ে কোটালিপাড়ায় আশ্রয় নিয়েছিল।
শেখ হাসিনা আরো বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল ছিল দুঃশাসনের সময়। তিনি বলেন ২০০৬ থেকে ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার এসে আমাকে গ্রেফতার করে। আমাদের দাবীর প্রেক্ষিতেই তারা নির্বাচন দিতে বাধ্য হয়। সে নির্বাচনে আমরা ২৩৩টি আসনে বিজয়ী হয়েছিলাম। আর বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন।
আওয়ামী লীগ সভানেত্রী দক্ষিণাঞ্চলের খাদ্য উৎপাদন প্রসঙ্গে বলেন, আমরা বরিশালকে আবার বাংলার শষ্য ভান্ডার করে তুলব। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ দেশের কৃষকরা ১০ টাকা দিয়ে ব্যাংক একাউন্ট করে বিনা জামানতে কৃষি ঋণ পাচ্ছেন। গত অর্থ বছরে অমরা ২ কোটি ৬২ লাখ কৃষককে ঋণ দিয়েছি। করোনাকালীন সময়ে আমরা বিশেষ প্রণোদনা দিয়ে কৃষিসহ ব্যবসা-বাণিজ্যকে গতিশীল রেখেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সরকারের আমলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এ অঞ্চলে আরো মেডিকেল কলেজ করেছি আমরা। দেশের সব বিভাগীয় সদরে মেডিকেল বিশ^বিদ্যালয় হচ্ছে। বরিশালেও আমরা মেডিকেল বিশ^বিদ্যালয় করব। ইতোমধ্যে বরিশাল বিশ^বিদ্যালয় ও মেরিন একডেমি করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও বরিশালসহ দক্ষিণাঞ্চলে সেনানিবাস ও নৌঘাটি স্থাপিত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমরা বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে এবং সারা দেশেই লক্ষ লক্ষ গৃহহীনকে ঘরসহ জমি দিয়েছি। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না এবং দরিদ্র থাকবে না বলেও দৃঢ় অঙ্গিকারের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট, সেতু, কালভার্ট করে দিয়েছি। শতভাগ বিদ্যুতায়ন করে গ্রামেগঞ্জের সব ঘর আলোকিত করেছি। দেশের প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা একবেলা খেতে পারত না, এখন তারা তিন বেলা খেতে পারছে। এসময় তিনি সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় বিপুল সংখ্যক মানুষ সরকার থেকে সহায়তা পচ্ছে বলেও জানান।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, জাতীর পিতার নেতৃত্বে এই ডিসেম্বর মাসেই আমরা বিজয় লাভ করেছিলাম, আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আমরা বিজয়ী হয়ে ক্ষুধা ও দারিদ্রমূক্ত বাংলাদেশ গড়ে তুলব। তিনি পদ্মা সেতুর কথা উল্লেখ করে বলেন, বিশ^ ব্যাংককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আমরা নিজস্ব সম্পদে এ সেতু নির্মাণ করেছি। পদ্মা সেতু ও ঢাকা থেকে ভাংগা পর্যন্ত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আনছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভাংগা-বরিশাল-পায়রা-কুয়াকাটা মহাসড়কটিও আমরা ৬ লেনে নির্মাণ করব। এ লক্ষে ভূমি অধিগ্রহণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।
আওয়ামী লীগের এ বিশাল জনসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র রাজনীতি ভুয়া। বিএনপি লালকার্ড পেয়ে ফাউল করে পালিয়ে গেছে। ৭ তারিখের নির্বাচনে খেলা হবে বলেও জানান তিনি। বিএনপি ও তাদের সাথের সব দল ভুয়া বলে পুনরুল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিজয়ের লাল পতাকা নিয়ে বঙ্গবন্ধু কন্যা বসে আছেন। তিনি বরিশালকে শেখ হাসিনার দুর্গ বলেও উল্লেখ করেন।
সভায় আমীর হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নে যা করেছেন সে জন্য আমরা কৃতজ্ঞ। রাশেদ খান মেনন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব ছাড়া এই বাংলাদেশ হতো না। তিনি নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, নৌকার বিজয় আমাদের সবার বিজয়। জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচন গনতন্ত্র রক্ষার নির্বাচন। তিনি সবাইকে নৌকায় ভোট দেয়ারও আহ্বান জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক
‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক
এতো লুটপাট কখনো দেখেনি কেউ - মাহবুব চৌধুরী
খালেদা জিয়া: রাজনীতির লাইমলাইটে বেগম জিয়ার প্রত্যাবর্তন
কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ইউরোপকে আরেকটি জ্বালানি সংকটে ফেলেছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র: হাঙ্গেরি
নোবিপ্রবি তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠিত