ড. ইউনূসের মামলার রায় ঘোষণা করা হবে আজ
০১ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আজ ঘোষণা করার কথা রয়েছে। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কসহ চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ ডিসেম্বর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায়ের এ দিন ধার্য করেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এতে শ্রমিক অংশগ্রহণ ও কল্যাণ তহবিল গঠন এবং নিট মুনাফার ৫ শতাংশ তহবিলে না দেয়া, শ্রমিক-কর্মচারীদের মজুরিসহ বার্ষিক ছুটি, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ না দেয়া, চাকরি স্থায়ী না করাসহ শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলার অন্য তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
শুনানিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। অন্যদিকে মুহাম্মদ ইউনূসের আইনজীবীরা বলছেন, মামলায় আনা অভিযোগ প্রমাণে বাদীপক্ষ ব্যর্থ হয়েছে। তাই ড. ইউনূসরা বেকসুর খালাস পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘শ্রম আইন ভঙ্গের অভিযোগে মামলাটা করা হয়েছে। সে মামলায় বাদীপক্ষে চারজন সাক্ষী দিয়েছে এবং এ-সংশ্লিষ্ট দলিল-দস্তাবেজ দাখিল করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ নথিও জব্দ করা হয়েছে। শুরুতে উনাকে (ড. ইউনূস) শোকজ করা হয়েছিল।
আইন লঙ্ঘনগুলোর ব্যাপারে রিমাইন্ডার দেয়া হয়েছিল। উনি তখন রিপ্লাই দিয়ে স্বীকার করেছেন যে তাদের ভায়োলেশন আছে, তারা সেগুলো শুধরে নেবেন। পরবর্তী সময়ে যখন শুধরালেন না; আমরা আবার উনাকে দ্বিতীয়বার শোকজ দিলাম। এ শোকজেরও একই ধরনের রিপ্লাই আসে। উনারা এটিকে আমলে নিলেন না। তাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তার আইনি ক্ষমতাবলে মামলাটি দায়ের করেছে।’
এ মামলায় অপরাধ প্রমাণিত হলে কী শাস্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রম আইন ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ সাজা ছয় মাস এবং ৫ হাজার টাকা জরিমানা। এছাড়া শ্রম আইনে ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।’
অন্যদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে যে চারটি ধারায় মামলা করা হয়েছে সেগুলো সঠিক নয় বলে দাবি করেন ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘আমরা বিষয়টি আদালতে প্রমাণ করতে পেরেছি। এছাড়া শ্রম আদালতের আইনের ধারায় বলা আছে, কোম্পানির বিরুদ্ধে মামলা করলে তারপর আসবে সংশ্লিষ্ট ব্যক্তিরা। কলকারখানার সঙ্গে ড. ইউনূসের নয়, কোম্পানির রেজিস্ট্রেশন রয়েছে। সুতরাং আইনের ধারা অনুযায়ী মামলা করতে হবে কোম্পানির বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে নয়। ড. ইউনূস তো সক্রিয়ভাবে এর সঙ্গে জড়িত না। এছাড়া যিনি ম্যানেজিং ডিরেক্টর তাকে আসামি করা হয়নি। মূলত আসামি করা হয়েছে ড. মুহাম্মদ ইউনূস ও তার ঘনিষ্ঠ তিনজনকে; যারা কোনোভাবেই জড়িত না।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা