ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনা হবে : ড. শামীমুল বারী
০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবীতে এবং প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর খিলগাঁও, ডেমরা, লালবাগ, শাহজাহানপুর, কামরাঙ্গীরচর, কোনাপাড়া, মুগদা সহ বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
লালবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ড. শামীমুল বারী বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের সেই প্রাপ্য অধিকার দিতে চায় না। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দল ও মতের লোকদের কারাগারে রেখে তারা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর। এই সরকার আদালতের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা প্রদান করে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করছে। তারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিনত করেছে।
অন্যদিকে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এভাবে কোন রাষ্ট্র চলতে পারে না। ২০১৪ সাল ও ২০১৮ সালের মতো একতরফা পাতানো প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। তাই বাধ্য হয়ে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে। তারা ৭ই জানুয়ারীর তামাশার নির্বাচন বর্জন করে এবং ফ্যাসিস্ট সরকারে পতন ঘটিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।
খিলগাঁও এ গণসংযোগ ও লিফলেট বিতরণ : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১লা জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আশরাফুল আলম ইমনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য সাজেদুর রহমান শিবলী, থানা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, ছামিউর রহমান শামীম, জামায়াত নেতা সাইফুল ইসলাম, খলিলুর রহমান, মাহফুজুর রহমান, মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেমরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার উদ্যোগে বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন ও কে এম মোজাফফর হোসাইনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাশার, আবু ছাঈম, কামারাম মুনীর ফুয়াদ, শেখ মোঃ নুরুল ইসলাম, ফারুখ মোল্লা, মনির হোসেন, সাহেব আলী, হারুনুর রশিদ, মোস্তফা কামাল, আবু সাঈদ, হাসান মোহাম্মদ শিবলী, ঈমাম হোসেন মিরাজ, মনিরুজ্জামান, জসিম উদ্দিন, আব্দুল গাফফার, হাসান মোহাম্মদ, মহাসিন উদ্দিন, মুকুল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কামরাঙ্গীরচরে গণসংযোগ ও লিফলেট বিতরণ : অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ৭ জানুয়ারী’২৪ তারিখের প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কামরাঙ্গীরচর থানার উদ্যোগে বিভিন্ন স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ডাঃ রবিউল ইসলাম সহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লালবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ : অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ৭ জানুয়ারী’২৪ তারিখের প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী লালবাগ থানার উদ্যোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপুর্ণ স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিনের মজলিসে শুরা সদস্য শামীমুল বারীর নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাহজাহানপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ : ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানার উদ্যোগে বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু আম্মারের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা সারওয়ার হোসেন, ইকবাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুগদায় গণসংযোগ ও লিফলেট বিতরণ : অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ৭ জানুয়ারীর প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুগদা থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। থানা সেক্রেটারী আবু মাহির এর নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল হাই, তোফাজ্জল হোসেন সহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোনাপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ : অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনাপাড়ার বিভিন্ন স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু জয়নবের নেতৃত্বে উক্ত গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলে থানা কর্মপরিষদ সদস্য হারুনুর রশিদ, ঈমাম হোসেন মিরাজ এবং মীর আল আমিন, সেলিম দেওয়ান, ইমামুল হক, নাসির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
একই দাবিতে আজ রাজধানীর পল্টন, মতিঝিল, সবুজবাগ, শাহবাগ, বংশাল, রমনা, কোতোয়ালি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ, যাত্রাবাড়ী, কদমতলী, সুত্রাপুর গেন্ডারিয়া থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা