বিএনপির সাধারণ সমর্থকরাও তাঁকে ভোট দিবে না : সাখাওয়াত
০১ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
ঘরের বিড়াল অবাধ্য হলে তা বস্তাবন্দি করে রাস্তায় ফেলে গৃহকর্তা। পেটের টানে বিতারিত সেই বিড়ালই আবার দরজায় দাঁড়িয়ে আদুরে গলায় ‘মিও মিও’ করে। বিড়ালকে তাই স্বভাবগত ভাবেই বেহায়া বলে এর সমার্থক প্রবাদ-প্রবচনও বানিয়েছে মানুষ; ‘বিড়ালের আড়াই পা।’ আর্থাৎ, বিড়াল আড়াই পা গিয়ে আবার ফিরে এসে খাবারের ভাগ চায়। এবার ভোটের মাঠে আলোচিত প্রার্থী তৈমূরকেও অনেকে গুলিয়ে ফেলছেন বিড়াল প্রবাদের সাথে। অবাধ্যতার ফলে বিএনপি থেকে বিতারিত হলেও ভোটে নেমে সেই দলেরই ভোটারদের ‘মাথা গুনছেন’ তিনি।
গত বেশ কিছুদিন ধরেই তৈমূর বলছেন, ‘তার ঝুলিতে বিএনপির ভোট পরবে।’ তবে, নারায়ণগঞ্জের বিএনপি নেতারা তৈমূরকে মেছো বেড়াল বলেই আখ্যায়িত করছেন। দিচ্ছেন বেহায়ার ত্বকমাও। নারায়ণগঞ্জের প্রবীন রাজনীতিবীদরা বলছেন, ‘নির্বাচনি বাতাস শুরু হলেই আলোচিত এক নাম হয়ে উঠেন তৈমূর। তার সমালোচনার পাল্লাটাও যেন সমানে সমান। নারায়ণগঞ্জের প্রথম ও শেষ দুই সিটি নির্বাচনে তিনি ছিলেন টক অব দ্যা কান্ট্রি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তৈমূর প্রসঙ্গ সামনে এসেছে বারংবার। এক সময়ে বিএনপিতে দাপট দেখালেও তৈমূরের জন্য এখন তা কেবলই অতীত।
তিনি এখন তৃণমূল বিএনপি নামক সদ্য ভূমিষ্ঠ হওয়া এক রাজনৈতিক দলের মহাসচিব। আনকোড়া দল নিয়ে নারায়ণগঞ্জ—১ আসন থেকে ভোটের মাঠে নামলেও তৈমূরের এখন আর নিজস্ব ভোট ব্যাংক নেই। তাই বিএনপি থেকে বিতারিত হলেও তৈমূর সেই দলের ভোটারদের দিকেই মুখ দিচ্ছেন। তবে নারায়ণগঞ্জের বিএনপি নেতারা তাকে মীরজাফর উপাধী দিয়েছেন বহু আগেই। দায়িত্বশীল নেতারা বলছেন, বিএনপি যেখানে ভোট বর্জন করে একদফা দাবির আন্দোলনে সক্রিয়, সেখানে তৈমূর যদি এই দলের কর্মী—সমর্থকদের ভোট প্রত্যাশা করে, সেই আশায় গুড়ে বালু পড়বে।
তৈমূর আলম প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তৈমূর হলেন বিএনপির চরম শত্রু। তিনি যেই দলের মহাসচিব হয়েছেন, সেই দল সরকারের নকশায় ‘কিংস পার্টি’ হিসেবে গড়ে উঠেছে। তৈমূর ওই দলে বিএনপির ফ্লেভার নিয়ে বিএনপির জনপ্রিয়তাকে খন্দিত করতে সরকারের পাতা ফাঁদে পা দিয়েছে। বিএনপির কোনো নেতাকর্মী তাকে বিশ^াস করে না। তিনি তৃণমূল বিএনপিতে নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীর ভাগিয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বিএনপি নির্বাচনে নেই। যে ব্যক্তি দলের সাথে বেঈমানি করেছে, তাকে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরাও ভোট দিবে না।’
তৈমূরকে বেহায়া বিড়াল আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি বিএনপি থেকে বহিস্কৃত। তাকে বিএনপি থেকে বিতারিত করার পরও তিনি লোভের কারণে ভোটে নেমে বেহায়া বিড়ালের মত বিএনপির ভোটের দিকেই নজর দিচ্ছে। তারা নকল বিএনপি তৈরী করেছে। মানুষ নকল মাল গ্রহণ করে না। নকল মাল যেভাবে প্রত্যাখ্যান করা হয়, তৈমূরকেও সেভাবে প্রত্যাখান করবে সাধারণ ভোটাররা। তিনি যেই আশা করেছেন, সেই আশায় গুড়ে বালি।’
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সেদেকুর রহমান সাদেক বলেন, ‘তৈমূরের গ্রহণযোগ্যতা বলতে কিছুই নাই। টাকার লোভে তিনি নির্বাচনে গিয়েছে। বিএনপিকে ভাঙতে চাচ্ছে। কিন্তু তিনি পুরোপুরি ব্যর্থ। তার ডাকে বিএনপি নেতাকর্মীরা সাড়া দেয়নি। তিনি রূপগঞ্জে ভোটে তিন নম্বর হয় কিনা তা নিয়েও সন্দেহ আছে। সেখানে তার কোনো অবস্থান নেই। তিনি পরগাছা।’
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বর্তমানে তৈমূর আলম খন্দকারের কোনো ভিত্তি নেই। আগে তিনি কোথাও গেলে বিএনপির অন্তত কয়েকশ নেতাকর্মী তার পাশে থাকতো। বর্তমানে তিনি হেঁটে গেলে দুই তিনজনের বেশি থাকে না। আসলে নির্বাচন এলেই তৈমূর আলম লাভবান হন। গেল সিটি নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে। ব্যক্তিগতভাবে তিনি দশ কোটি টাকা সেই নির্বাচনে পকেটে ভরেছেন। তিনি বিএনপির সঙ্গে বেঈমানি করেছেন। বিএনপি মানুষের ভোটের ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সবাই এখন তৈমূর আলম খন্দকারকে দেখে ছিছি করছেন। এই দেশের মানুষ কখনই মীরজাফরদের গ্রহণ করেনি, করবেও না। তিনি বিএনপির ভোটের কথা বললেও এগুলো তার দিবা স্বপ্ন। বিএনপির এসজন সাধারণ সমর্থকও তাকে ভোট দিবে বলে আমি মনে করি না।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই তার করুণ পরিণতি দেখতে পাবেন। বেঈমানদের অবস্থান কোথায় হয় তা অচিরেই দেখা যাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা