ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
মাউশির নতুন শিক্ষানীতি

৬ষ্ঠ শ্রেণিতে শতাধিক শিক্ষার্থী ভর্তি হতে পারেনি

Daily Inqilab অনলাইন ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম

মাউশির নতুন শিক্ষানীতির কারণে মাধ্যমিকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে বিপাকে পড়েছেন শতাধিকের বেশি শিক্ষার্থী। নতুন বছরের জানুয়ারির পর ফেব্রুয়ারি পার হতে চললেও এখনও শতাধিক শিক্ষার্থী ভর্তি পারেনি বলে জানা গেছে। এতে করে এসব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কায় সৃষ্টি হয়েছে।

প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে ৬ষ্ঠ শ্রেণিতে ভালো স্কুলে ভর্তি হওয়ার স্বপ্ন থাকলেও মাউশির নতুন শিক্ষানীতিতে ভালো কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি অনেক শিক্ষার্থী। ভালো স্কুলগুলোতে ছুটোছুটি করেও ছেলে-মেয়েকে ভর্তি করাতে পারেননি অভিভাবকরা। এতে করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)র নতুন কারিকুলামের কারণে বিপাকে পড়েছেন অনেক অভিভাবক। এমন চিত্র দেখা গেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রাথমিক সমাপনী উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৫৯ জন। মাধ্যমিক স্কুলের হিসেব অনুযায়ী আসন ভিত্তিতে এখনো শতাধিক শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণিতে ভর্তির অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ হিসেবে জানা গেছে, মাউশির নতুন কারিকুলামের নিদের্শনা অনুযায়ী যেসব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শাখা অনুমোদন রয়েছে যেসব স্কুলে ৫৫ জন করে দুটি শাখায় ১১০ জন শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন। আর যেসব স্কুলে শাখা নেই, সেসব স্কুলে শুধুমাত্র ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন। এ কারণে অধিকাংশ মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে শাখা না খোলায় শিক্ষার্থীরা প্রত্যাশিত স্কুলে ভর্তিতে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা জানান, যেসব স্কুলে শাখা রয়েছে সেসব স্কুলে ৫৫ জন করে ১১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। যাদের শাখা নেই তারা শুধু ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন। এক্ষেত্রে ভর্তিতে আবেদন প্রচুর পড়ায় পরে তা লটারির মাধ্যমে নির্দিষ্ট আসনগুলোতে ভর্তি করানো হয়েছে। তবে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত স্কুলে ভর্তি হতে পারেনি। অনেকে বাধ্য হয়ে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে গিয়ে কোনো স্কুলে ভর্তি হয়েছে। এক্ষেত্রে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকের আর্থিক সমর্থন না থাকায় এসব শিক্ষার্থীদের কাছে স্কুলে ভর্তি না হওয়ায় ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার সদরের দর্জিপাড়া, কানকাটা, শারিয়ালজোত, সাহেবজোত, পুরাতন বাজার, ডাঙ্গাপাড়া, মাথা ফাটা, আজিজ নগর, কোম্পানি জোত, বিড়ালীজোত, বুড়িমুটকি ও রনচন্ডীর মতো সীমান্ত গ্রামগুলোতে অনেকে পাথর শ্রমিক, দিনমজুর, কৃষকের সন্তান পঞ্চম শ্রেণি পাস করলেও এখন মাউশির নতুন কারিকুলামের কারণে কাছের কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। এ পরিস্থিতিতে তারা ঝরে পড়ার শঙ্কা রয়েছে।

আজিজনগর গ্রামের রাবেয়া আক্তার, সুলতানা রাজিয়া, চম্পা, আইমা আক্তার, ইমন ও মাহমুদ হাসানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা ৫ম শ্রেণি পাস করে কাছের আজিজনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও তেঁতুলিয়া মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করি। কিন্তু সেখানে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করায় লটারিতে আমাদের নাম ওঠেনি। তাই ৬ষ্ঠ শ্রেণিতে স্কুলে ভর্তি হতে পারিনি। জানি না এখন কী হবে?

অভিভাবকরা বলেন, মাউশির নতুন কারিকুলামের নতুন নিয়ম আমাদের অসুবিধায় ফেলেছে। ছেলেমেয়েদের পড়াশোনা নিয়েই দুশ্চিন্তায় আছি। উপজেলা শিক্ষা দপ্তরে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তারা জানিয়েছেন, মাউশির নিয়মের বাইরে তারা কোনো কিছু করতে পারবেন না। তাহলে কি আমরা আমাদের সন্তানদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করতে পারব না। এখন আমরা কী করব? ছেলেমেয়েদের ভর্তি অনিশ্চিত হলে তাদের ভবিষ্যত কী হবে।

গভীর উৎকণ্ঠা ও হতাশা নিয়ে সাহেরা নামে এক অভিভাবক জানান, আমি চা শ্রমিক। আমার ছেলে সাব্বির হোসেন আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাস করেও লটারিতে নাম না ওঠায় কাছের স্কুল আজিজনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারেনি। আমার সাধ্য নাই দূরের কোনো স্কুলে ছেলেকে ভর্তি করাব। এমন অভিযোগ সেতারা বেগম, আনোয়ারা বেগমের মতো অনেক অভিভাবকের।

আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানোয়ার হোসেন বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণিতে ৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করেছি। আমার স্কুলে ১৫১ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছিল। তাদের মধ্যে লটারিতে যাদের নাম উঠেছে তাদের ভর্তি করেছি। তবে সরকারিভাবে নির্দেশনা পেলে যারা ভর্তি হতে পারেনি তাদেরও ভর্তি করা হবে।

শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল জানান, আমাদের বিদ্যালয়ে শাখার অনুমোদন থাকায় ১১০ জন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে। কিন্তু অনেক অভিভাবক এখনো আসছেন শিক্ষার্থীদের ভর্তি করাতে। মাউশির নির্দেশনার বাইরে যাওয়ার তো উপায় নেই আমার।

তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) নির্দেশিত নতুন কারিকুলামের বাইরে যাওয়ার সুযোগ নেই। মাউশি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যে সমস্ত বিদ্যালয়ে শাখা রয়েছে তারা প্রতি শাখায় ৫৫ জন করে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। আর যাদের শাখার অনুমোদন নেই তারা শুধু ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, মাউশির নতুন কারিকুলামের কারণে অনেক শিক্ষার্থীর ভর্তি নিয়ে সমস্যায় পড়েছেন বলে শুনেছি। অনেকে আমার কাছে এসেও জানিয়েছেন। বিষয়টির ব্যাপারে মাউশির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বী বলেন, এলাকার অনেক অভিভাবক ছেলে-মেয়েকে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করাতে না পারে আমার কাছে এসেছিল। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো উপায়ে স্কুলে ভর্তির চেষ্টা করছি।

পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক বলেন, এটা মাউশির ব্যাপার। উনারা যেটা ভালো মনে করেছেন, সেভাবেই তো চলবে। আমার এখানে কিছু করার নেই।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সুনামগঞ্জে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর গাছের নিচে মিললো যুবকের মরদেহ

সুনামগঞ্জে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর গাছের নিচে মিললো যুবকের মরদেহ

নগরকান্দায় সড়কে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

নগরকান্দায় সড়কে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গাসহ ১০ জন আটক

মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গাসহ ১০ জন আটক

বগুড়ার দুই সাংবাদিক গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন

বগুড়ার দুই সাংবাদিক গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর এবার মজুরি ২৫,০০০ টাকা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর এবার মজুরি ২৫,০০০ টাকা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এমডি শূন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হ য ব র ল

এমডি শূন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হ য ব র ল

মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৪

হাসিনা সরকারের ৬ মাসে মেট্রেরেলে ১৮ কোটি, বর্তমানে ১৮ দিনে সাড়ে ২০ কোটি টাকা আয়

হাসিনা সরকারের ৬ মাসে মেট্রেরেলে ১৮ কোটি, বর্তমানে ১৮ দিনে সাড়ে ২০ কোটি টাকা আয়

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন কুমারা দিসানায়েকে, শপথ আগামীকাল

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন কুমারা দিসানায়েকে, শপথ আগামীকাল

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক

রিমান্ড শেষে দীপু, ইনু, মেনন, পলকসহ ৭ জন কারাগারে

রিমান্ড শেষে দীপু, ইনু, মেনন, পলকসহ ৭ জন কারাগারে

ইলিশ যাচ্ছে ভারতের ‘বিশেষ অনুরোধে’: উপদেষ্টা

ইলিশ যাচ্ছে ভারতের ‘বিশেষ অনুরোধে’: উপদেষ্টা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ দুই বন্ধুর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ দুই বন্ধুর

ইরানের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৩০, আহত ১৭

ইরানের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৩০, আহত ১৭

'নিরাপদ চাঁদপুর' চাই দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

'নিরাপদ চাঁদপুর' চাই দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

৩ মাসেরও বেশি সময় পর ঢাবিতে ক্লাস শুরু

৩ মাসেরও বেশি সময় পর ঢাবিতে ক্লাস শুরু

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক, চলছে সমালোচনা

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক, চলছে সমালোচনা

ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত, মহাসড়ক অবরোধ

ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত, মহাসড়ক অবরোধ

অভিনেত্রী বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

অভিনেত্রী বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য