ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
গাইবান্ধা বিআরডিবির হিসাব রক্ষকের অভিনব পন্থায় দুর্নীতি

স্বাক্ষর জাল করে ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে

Daily Inqilab মহসিন রাজু, গাইবান্ধা থেকে ফিরে

০৮ মার্চ ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ১২:১০ এএম

বিআরডিবি গাইবান্ধা জেলার একাধিক উপ-পরিচালকের স্বাক্ষর জাল/স্ক্যান করে ৪০ লাখ টাকার স্থায়ী আমানত ভেঙে আত্মসাৎ করেছেন গাইবান্ধা জেলার বিআরডিবির হিসাব রক্ষক আনিছুর রহমান। এছাড়াও তিনি সংস্থাটির জেলা দফতরে ১০ বছরের কর্মকালে ভুয়া ব্যাংক হিসাব খুলে, কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি ও বিভিন্ন অভিনব পন্থায় আত্মসাৎ করেছেন প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা যা তদন্ত সংস্থাটির আভ্যন্তরীণ তদন্তে প্রমানিত হয়েছে বলে জানা যায়।

বিআরডিবির সূত্রে জানা যায়, আনিছুর রহমান বিগত ২০১৩ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ জুলাই পর্যন্ত হিসাব রক্ষক ও জেলায় বাস্তবায়িত একটি উন্নয়ন প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। দায়িত্বকালে গত বছরের ২০ জুন উল্লেখিত আনিছুর রহমান প্রকল্প পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে ২ লাখ ১২ হাজার ৭৭ টাকার একটি ব্যাংক এ্যাডভাইস তার ব্যক্তিগত হিসাবে স্থানান্তরের জন্য ব্যাংকে পত্র প্রেরণ করলে বিষয়টি ব্যাংক ম্যানেজারের নজরে আসে। ব্যাংক ম্যানেজার তাৎক্ষণিকভাবে প্রকল্প পরিচালকের সংঙ্গে যোগাযোগ করলে অর্থ স্থানান্তর বন্ধ হয়ে যায়। পাশাপাশি অনুরূপ জালিয়াতি আরও সংঘটিত হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য ২টি অফিসিয়াল অভ্যন্তরীণ নিরীক্ষা দল গঠন করা হয়। একটি নিরীক্ষা দল প্রকল্পের কার্যক্রম নিরীক্ষা করে ৯ লাখ ৭৪ হাজার টাকার একটি স্থায়ী আমানত আনিছুর রহমান প্রকল্প পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে তার ব্যক্তিগত হিসাবে স্থানান্তরের প্রমাণ পান। অন্য নিরীক্ষা দলটি আনিছুর রহমানের কর্মকালের সকল লেনদেন পর্যালোচনা ও যাচাই বাছাই করে ১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকার আত্মসাতের ঘটনা চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত সূত্রে জানা যায়, সাবেক হিসাব রক্ষক বিভিন্ন কৌশলে ইতোপূর্বে কর্মরত ২ জন উপ-পরিচালক যথাক্রমে মো. মিজানুর রহমান এবং শামীমা আক্তার বানুর দায়িত্ব পালনকালে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। আরও জানা যায় আনিছুর রহমান এর আগের দুর্নীতি ও আত্মসাতের বিষয়গুলো সুকৌশলে বিআরডিবির প্রধান কার্যালয় থেকে আগত অডিট টিম ও স্থানীয় রাজস্ব অডিট টিমকে ফাঁকি দিতে সক্ষম হন।

তবে বর্তমান উপ-পরিচালক মো. আবদুস সবুরের ৫ বছরের কর্মকালে স্বাক্ষর স্ক্যান করে সংঘটিত ৯ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের ঘটনাটি আনিছুর রহমানের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ এই আত্মসাতের বিষয়টি উপ-পরিচালকের নজরে আসলে তিনি তার সমগ্র কর্মকাল পুনরায় তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেন। ফলে উদ্ঘাটিত হয় ইতোপূর্বে চাপাপড়া চাঞ্চল্যকর এই অর্থ আত্মসাতের ঘটনা। ফলে অভিনব পন্থায় অর্থ আত্মসাতের দায়ে ইতোমধ্যে আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করে হবিগঞ্জ জেলায় সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি তদন্তও সম্পন্ন করেছে।

বিআরডিবির গাইবান্ধা উপ-পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাবেক হিসাব রক্ষক মো. আনিছুর রহমানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ প্রশাসনিক তদন্তে প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বিভাগীয় ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংস্থাটির একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, আনিছুর রহমান তদন্ত কমিটির নিকট স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি লিখিতভাবে স্বীকার করেছেন। তবে তিনি বর্তমানে তার সংযুক্ত কর্মস্থল না গিয়ে গাইবান্ধায় অবস্থান করে তার অর্থ আত্মসাৎ উদ্ঘাটনের সংঙ্গে জড়িত কর্মকর্তাদের বিভিন্ন ভাবে হয়রানি করছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান যে, আনিছুর রহমানের আত্মসাৎ উদ্ঘাটিত হওয়ার পর বর্তমান উপ-পরিচালকসহ যারা তার আত্মসাৎ উদ্ঘাটনে কাজ করেছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন। প্রায় প্রতিদিন স্থানীয় সন্ত্রাসী, সাংবাদিক নামধারী কিছু চাঁদাবাজসহ দুষ্ঠ প্রকৃতির লোকজনদের জেলা দফতরে প্রেরণ করে হুমকি দিচ্ছেন।

এদিকে খোঁজ নিয়ে জানা যায় দুর্নীতিবাজ আনিছুর রহমান ১১তম গ্রেডের একজন কর্মচারী হয়ে মাত্র ১২ বছর চাকরি জীবনে বাড়ি, গাড়ীসহ অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ইতোপূর্বে খোদ তার আপন বড় ভাই দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে আনিছুুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি মুখ খুলেননি। তার নিকটজন ও সহযোগীদের দম্ভভরে বলেছেন, তিনি সবকিছু কিভাবে ম্যানেজ করতে হয় সেটা জানেন এবং এতে তার কিছুই হবেনা ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী